নেতিবাচক শব্দ বলতে নেই
তবু এসে যায়
এসে যায় তাহাদের কর্মকান্ড দেখে
আহা তাহারা কতই মহানুভব, দরদী
এখন তাহারা ত্রাণ বিতরনকারী
কেউ আবার বানভাসীদরদী ব্যবসায়ী-
আত্মপ্রচারকারী!
আহা কি সুন্দর তাহাদের হৃদয়,
উতলে উঠছে দরদ, বন্যার্ত মানুষের কষ্ট,দুঃখ আর বেদনায়।
তাহাদের মনঃকষ্ট সীমাবদ্ধ শুধুমাত্র মহানুভব সাজার ব্যবসায়ী সময়ে
কেউ বা ব্যস্ত ভারত বিদ্বেষ উগরে দিতে
কেউ ব্যস্ত পুরানো ছবি,ভীনদেশী বন্যার ভিডিও ছড়িয়ে দিতে
কেউ বা ব্যস্ত সামনে নির্বাচন তাই ত্রাণবিতরণকারী রুপে নিজেকে প্রমাণে।
আমি দেখিনা কারা ত্রাণ পাচ্ছে, কি পাচ্ছে
বানভাসি মানুষ হারিয়ে যায় বানভাসীদরদী ব্যবসায়ী মানুষের আড়ালে।
প্রাকৃতিক দুর্যোগ হয়তো রুখে দেওয়া যায় এদেশে
কিন্ত রুখে দেওয়া যায়না বিরুপসময় বিক্রয় ব্যবসায়ীদেরকে।
বানভাসি মানুষ তোমরা ভালো থেকো
লড়ে যেও বিরুপসময় মাঝে
যেভাবে লড়াই করেছো এর আগেও
আর জয়ী হয়েছো সব সময়।
১৮/০৮/২০১৭