কতটা অমীমাংসিত রাত ডুবে ডুবে ক্লান্ত তবু
চোরাবালি পথে তোমার চরণ
সম্ভুক নয়, চুম্বক মায়ায় ৷
বিরহী শঙ্খ বাঁজে,ঘুমন্ত নুপূর
বোধ আর বোধিতে আজ অকাল প্লাবন ৷
হিঁসিয়ে ওঠা চতুর্মুখ ফণায় খুঁজি তবু
প্রাচীন প্রণয়ের স্মৃতি ৷
জানি জানি
মিছে মায়া-মিছে আশা
কুমিরের শরীরে পেলবতার প্রত্যাশা !
ফিরে আসো তবু অগ্নিগামী পতঙ্গ তমা
অধিকারবোধের রাজ্যে জেনো ভালোবাসাই আইন
রক্তাক্ত হৃদপিন্ডের দেয়ালে
লাগিয়ো না মিছে আর অবমাননার লিমপেট মাইন ।
ছবি: ইন্টারনেট ।