স্বয়ং সরকারের একজন মুখপাত্র বলেছেন, বিএনপিও চাইলে বিলবোর্ডে প্রচারণা চালাতে পারে।তো বিএনপি'র সেই বিলবোর্ডগুলো কেমন হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাবনা। ঢাকা শহরের যেখানে যেখানে বাংলাদেশ আওয়ামীলীগ তথা BAL GOVERNMENT এর বিলবোর্ড আছে তার ঠিক একশ মিটার দূরত্বের মধ্যে বিএনপি'র বিলবোর্ডগুলোর কনসেপ্ট হতে পারে এরকম....
বিলবোর্ড নং এক. পাঁচজন গ্র্যান্ড মাস্টার জিএম এনামুল হোসেন রাজীব ভাইয়ের বাসায় বসে জি বাংলা সিরিয়াল দেখছেন আর লুডু খেলছেন কারণ গত পাঁচ বছর ধরে দেশে কোন জিএম টুর্নামেন্ট নাই!
বিলবোর্ড নং দুই.সাগর-রুনি'র কিছু পারিবারিক ছবি আর তাদের মৃত্যুবার্ষিকীর তারিখ।
বিলবোর্ড নং তিন. জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের দুপক্ষের মারামারির সময় হলের তিন তলা থেকে প্রতিপক্ষকে ফেলে দেওয়ার ছবি।
বিলবোর্ড নং চার. বিডিআর বিদ্রোহে সারি সারি লাশের ছবি।
বিলবোর্ড নং পাঁচ. ত্বকীর ছবি
বিলবোর্ড নং ছয়. আবুল হোসেন, সুরন্জিত আর গোলাম রনিকে নিয়ে কার্টুনিস্ট সাদাতের একাধিক কোলাজ।
বিলবোর্ড নং সাত. রানা প্লাজা।
বিলবোর্ড নং আট. পদ্মা সেতু দূর্ণীতি।
বিলবোর্ড নং নয়. শাহবাগ ও হেফাজত নাটক!
বিলবোর্ড নং দশ. হলমার্ক কেলেংকারী
বিলবোর্ড নং এগারো. শেয়ার বাজার ( এই বিলবোর্ডের ছবি কালেকশন সেইরকম হলে পাবলিককে যথেষ্ট ইমোশনাল করা যেতে পারে)
বিলবোর্ড নং বারো. জাবি, বুয়েটের ভিসি হটাও আন্দোলন থেকে শুরু করে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্লজ্জ দলীয়করণ
এবং লাস্ট বাট নট দি লিস্ট .....
বিলবোর্ড নং তেরো. গ্রামীণ ব্যাংকের ১৯ টুকরা ১৯ জন সরকার দলীয় এম.পি'র পকেটে! এই জাতীয় কোন কার্টুন।
সবাইকে ধন্যবাদ।