ধর্মের নামে কোন মানুষকে হত্যা করার অধিকার কারো নেই । একজন মানুষ জন্মগত ভাবেই স্বতন্ত্র মনন নিয়ে জন্মায় । সুতরাং সে যা বিশ্বাস করে তা সে অনুসরণ করতেই পারে । মতবাদ ব্যক্ত করার অধিকার সবার আছে । একজনের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণার সঙ্গে অন্যের যান চিন্তা, চেতনা,ধ্যান ধারণার না মেলাটাই স্বাভাবিক । তাই বলে ধর্মের দোহাই দিয়ে হত্যা করা কোন ভাবেই মেনে নেওয়া যায় না । আমি সকল ব্লগারদের হত্যার তীব্র প্রতিবাদ করছি । সেই সঙ্গে ঘেন্না প্রকাশ করছি সেই সব কাপুষদের যারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে হত্যা করে ।
যাদের ধর্ম শরীরিক শক্তিতে, পেশি শক্তিতে, হত্যা করে টিকিয়ে রাখতে হয় তাদের উচিত সেই ধর্ম ত্যাগ করা । কেননা ধর্ম যেহেতু ঈশ্বরের কথা বলে,সেহেতু ঈশ্বরের উচিত নিজের ধর্ম টিকিয়ে রাখার ব্যবস্থা করা । ধমেই বলা আছে, নর হত্যা মহা পাপ । তবে কেন শান্তি প্রতিষ্ঠিত হবার পরে ও মানুষকে হত্যা করা হবে ? কেন ? কেন কেন ?
এইসব হত্যাকারীরা কি পারবে সারাজীবন চেষ্টা করে একটি পিপড়ার ভেতর প্রাণ দিতে ? তবে কেন তরতাজা একজন মানুষকে কোপাতে আপনাদের প্রাণ কাপে না । হিম্মত থাকে দিনের আলোতে আসেন । চোরের মতো লুকিয়ে চুকিয়ে হত্যাকাণ্ড ঘটাতে কি লজ্জা হয় না ? তোরা মূর্খ তর্কে না জিতে হাতিয়ার ব্যবহার করিস । অথচ নবী হাতিয়ার নয় তর্কে এবং যুক্তিতে জিতেছিলেন । মূর্খ, মাথা মোটার দল তোরা জাহান্নামে যা ।
আমি ইচ্ছে হলে নাস্তিক হবো ইচ্ছে হলে আস্তিক হবো । এটা আমার চিন্তার ব্যাপার,আমার ব্যক্তিগত ব্যাপার । আমার কবরে যেহেতু অন্য কেউ যাবে না সেহেতু আমাকে উপদেশ দেওয়ার ও কারো প্রয়োজন নাই ।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:০৫