টার্গেট ফুলফিল
-----------------------
আপডেট -জয়ন্তীর চিকিৎসার জন্য প্রয়োজন ছিল ৪ লাখ টাকার । সৃষ্টিকর্তার অসীম রহমতে আর মানুষের আন্তরিক সহযোগিতায় আমরা আমাদের টার্গেটে পৌঁছে গেছি । ক্ষমা চাইছি তাঁদের কাছে যাদের কাছে ইনবক্সে হাত পেতে বিরক্ত করেছি , ট্যাগ দিয়েছি । আপনারা সাড়া দিয়েছেন , আমাদের কৃতজ্ঞতার শেষ নেই । আমরা প্রায় সব টাকা জয়ন্তীর হাতে পৌঁছে দিয়েছি । সামান্য কিছু আমাদের হাতে আছে সেটাও আগামিকাল পৌঁছে দেবো । জয়ন্তীর শরীর খুব একটা ভালো নেই । ও আমাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে , দোয়া করতে বলেছে । আবারো ধন্যবাদ সবাইকে । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন ।
ফিন্যানশিয়াল ডকঃ http://bit.ly/1bj0czR
[এখানে প্রতিটি টাকার হিসাব দিয়ে দেয়া হয়েছে
সামু কতৃপক্ষকে অনেক ধন্যবাদ ।
----------------------------------------------------------------
জয়ন্তী !
একজন মেয়ের নাম, একজন মায়ের নাম!
একজন দায়িত্ববান ডাক্তারের নাম !
প্রাণঘাতী ক্যান্সার যার শরীরে সবসময় জানিয়ে দিচ্ছে তার অস্তিত্ব!
হ্যাঁ... জয়ন্তীর শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের জীবাণু একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছে জয়ন্তীকে! কিন্তু জয়ন্তীর স্বামী অসুখের পর থেকে একটা টাকা দিয়েও তাকে সাহায্য করেনি, তার নাকি নিজেরই নিজের চালচুলো ঠিক নেই। এর মধ্যেই জয়ন্তীর অসুখ ধরা পরে। তার স্বামী তাদের সাথে থাকে না চাকুরীর খাতিরে... মাঝে মাঝে এসে মেয়েকে দেখেই চলে যায়... ব্যাস! দায়িত্ব শেষ! এর মাঝে জয়ন্তীর শ্বশুর চাইছেন বাচ্চাটাকে জয়ন্তীর কাছ থেকে কেড়ে নিতে, অজুহাত কেবলই তার অসুস্থতা! স্বামীও সায় দিচ্ছে তাকে।
জয়ন্তীর এই অসহায়ত্বে তার পাশে এসে দাঁড়িয়েছে তার প্রাক্তন স্কুল ভিকারুন্নিসা স্কুল-কলেজ আর উত্তরা মহিলা মেডিকেল কলেজের বন্ধু এবং সহপাঠীরা, তার কলিগরা। রিটায়ার্ড বাবার শেষ সম্বল আর বন্ধুদের দেয়া সাহায্যে ওর অপারেশন সম্পন্ন হয়েছে। কিন্তু ক্যান্সার এখুনি ছাড়ছে না তাকে।
খুব খারাপ ধরণের এই ক্যান্সার পুরোপুরি শেষ হতে রেডিও থেরাপিসহ আরও বেশ কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ক্যান্সারের ধরণ খারাপ হওয়ায় তার এই চিকিৎসা বাংলাদেশের সব হসপিটালে করা সম্ভব না। এখন স্কয়ার হাসপাতালে তার রেডিয়েশন থেরাপি চলছে। এখন পর্যন্ত ১১ টা রেডিয়েশন থেরাপি নেয়া হয়েছে। তাকে মোট ২৫ টি রেডিও থেরাপি নিতে হবে আর এজন্য প্রয়োজন আড়াই লাখ টাকা। আর এর পাশাপাশি হরেক রকম টেস্ট আর ওষুধপাতির খরচা তো আছেই।
সব মিলিয়ে জয়ন্তীর পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন। অবসরপ্রাপ্ত বাবা যে আর পারছেন না। নিজেদের হাতের শেষ সম্বল, গয়নাগাটি সবই চিকিৎসার পেছনে ব্যয় হয়ে গেছে। অসুস্থতার কারণে জয়ন্তী নিজেও তার চাকরি ঠিকমতো করতে পারছে না। পুরানো ঢাকার এক প্রাইভেট হাসপাতালে জয়ন্তীর চেম্বার। যেখানে এখন জয়ন্তীর মানুষকে সেবা দেবার কথা সেখানে ডাঃ জয়ন্তী নিজেই বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে! নিজের একমাত্র সন্তানটির মা হারা হবার ভয় অসুস্থ জয়ন্তীকে কুড়ে কুড়ে খাচ্ছে...
কিছু কি করা যায় এই মায়ের জন্য?
কিছু কি করা যায় এই মানবসেবীর জন্য??
আমরা কজন পদক্ষেপ নিয়েছি, মুখিয়ে আছি আপনাদের সহযোগিতার জন্য...
সাহায্য সংক্রান্ত তথ্যাদিঃ-
বিকাশ নম্বরঃ
01822365151 [রাসিন]
01922276824 [রাসিন]
ব্যাঙ্ক একাউন্টঃ
Dutch-Bangla Bank Limited
Name of A/C : Md.Humayun Kabir
A/C No : 157.101.30382
Savings Account
ফিন্যানশিয়াল ডকঃ http://bit.ly/1bj0czR
[এখানে প্রতিটি টাকার হিসাব দিয়ে দেয়া হবে]
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১২