পূজো আর ঈদের ছুটিতে ঘুরে এলাম রাঙ্গামাটি এবং বান্দরবান। ইচ্ছে ছিল ভ্রমণ পোস্ট আগে দেবার। কিন্তু ভ্রমণ শেষে ঢাকা ফিরে এলে, ভ্রমণের ক্লান্তি আমায় চেপে ধরে।




আজ থেকে আবার অফিসও খুলে গেছে। তাই ভাবলাম আপাতত একটা ভিডিও পোস্ট দেই। পরে সময় করে ভ্রমণ পোস্ট তৈরি করা যাবে।

ভ্রমণ করার সময় অনেক ছবি তোলা হয়েছে। কিন্তু ভিডিও করা হয়েছে মাত্র ৬টি। সবগুলোই এ পোস্টে দিয়ে দিলাম। তেমন ভাল হয়নি।

০১. জলঝিরি, সুবলং, বরকল। ০১
০২. জলঝিরি, সুবলং, বরকল। ০২
০৩. শৈলপ্রপাত বান্দরবান। ০১
০৪. শৈলপ্রপাত বান্দরবান। ০২
০৫. শৈলপ্রপাত বান্দরবান। ০৩
০৬. শৈলপ্রপাত বান্দরবান। ০৪
♦ ♦ রাঙ্গামাটির ভিডিও ২টি Canon PowerShot A3300 ক্যামেরা দিয়ে সংগ্রহ করা।
♦ ♦ বান্দরবানের ভিডিও ৪টি Symphony Xplorer W85 মোবাইল দিয়ে সংগ্রহ করা।