আজকে সকালে উঠে চিন্তা করলাম... আজকে একটা ছবি ব্লগ দিব... আহা রঙ্গিন রঙ্গিন ছবি দিতে মন চাই!!! বেড়াতে যেহেতু কালেভদ্রে যাওয়া হয় সুতরাং এই বিষয়ে তো দাওয়া সম্ভব না আমার পক্ষে... তাহলে কি নিয়ে দিব??? বিষয় খুঁজতে খুঁজতে মাথায় এলো, বহুকাল আগে নিজের কিছু খেয়াল আর কাজের বশেই ফটোশপ দিয়ে অনেক গুলো ছবি তৈরি করেছিলাম... আজকে সেইসব ছবি দিয়ে একটা ব্লগ বানালে কেমন দাঁড়ায় !!!!! যদিও amateur হাতের কাজের প্রচুর দোষ ত্রুটি রয়েছে... তারপরেও শেয়ার করার চেষ্টা করলাম আমার ভার্চুয়াল জগতের ভাইয়া আপুদের সাথে। Adobe Photoshop এর tutorial গুলো সেইসময় অনেক সাহায্য করত। আগে এটা শুধু আমার কাজই না, সখের জিনিসও ছিল। সখের দাম লাখ টাকার মত... এই আঁকিবুকিগুলো যেমনই দেখতে হোক না কেন, আমার কাছে অনেক অনেক valuable. বিষয়ের ঠিক নেই, অনেকের দেখে হাসি পাবে, অনেকের মেজাজ খারাপ হবে... তারপরেও শেয়ার করার সাহস করলাম... আমার Adobe Photoshop দিয়ে আঁকিবুঁকি করা সেই পুরাতন জিনিসগুলো।
১। বাংলাদেশের puzzled পতাকা (বিজয় দিবসের জন্য বানিয়েছিলাম):
২। Galaxy and Nebula :
৩। Ice Planet (বরফের কোন কাল্পনিক গ্রহ আর কি) :
৪। Solar Eclipse (Twilight সিরিজের Eclipse টার ছবি দেখে inspired হয়েছিলাম) :
৫। Color Swirling :
৬। Abstract Maze (ধাঁধার রাস্তা) :
৭। Pulse and Beat :
৮। Necklace of Pearl :
৯। The Chameleon Puzzle :
১০। Save the Planet :
১১। Ring…ring…ring :
১২। Solar Flare :
১৩। My Pen Drive :
বি.দ্র. ভাইয়েরা এবং আপুরা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৫ সকাল ১১:৩৮