আজকে একটা আই ফোন ৩ পেলাম। তবে আধা নষ্ট। আমার বসের ফোন, তার হাত থেকে বেসিন এর সামান্য পানিতে পড়ে সমস্যা দেয়া শুরু করে। পরে তিনি ওইটা বাদ দিয়ে আইফোন ৪ কিনে নেন এবং আমার মামার বাড়ি সুলভ আবদারের প্রেক্ষিতে আমাকে হতবাক করে দিয়ে আজকে ওইটা আমাকে দিয়ে দেন। এখন আপনারা যদি আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করেন তবে আমার মত গরিবের আইফোন ব্যাবহারের স্বপ্ন সত্যি হতে পারে।
ফোনের সমস্যাবলীঃ
১) ফোন চালু হয়, তবে ২-৩ মিনিট পর হটাত করে ডিসপ্লে চলে যায় এবং আবার ডিসপ্লে আসে। তখন আপেল এর ছবিটা আসে, তারপর একটা বেকা তেরা আপেল এর ছবি আসে যেখানে কঙ্কাল এর মাথা দেখা যায়। ২ মিনিট পরে ফোনটা পুরা চালু হয়। নেটওয়ার্ক এর জায়গায় searching লিখা উঠে। আবার ২-৩ মিনিট পর একই ঘটনার পুনরাবৃত্তি।
২) সবচে বড় সমস্যা- সিম ঢুকালে সিম পায় না। no service উঠে থাকে।
কোথায় ঠিক করা যায়, কত টাকা লাগে, বা আমি নিজেই কিছু করতে পারি কিনা- এসব উপদেশ দিয়ে যদি কেউ সাহায্য করেন তবে বড়ই কৃতার্থ হব।