আজকে একটা আই ফোন ৩ পেলাম।



ফোনের সমস্যাবলীঃ
১) ফোন চালু হয়, তবে ২-৩ মিনিট পর হটাত করে ডিসপ্লে চলে যায় এবং আবার ডিসপ্লে আসে। তখন আপেল এর ছবিটা আসে, তারপর একটা বেকা তেরা আপেল এর ছবি আসে যেখানে কঙ্কাল এর মাথা দেখা যায়। ২ মিনিট পরে ফোনটা পুরা চালু হয়। নেটওয়ার্ক এর জায়গায় searching লিখা উঠে। আবার ২-৩ মিনিট পর একই ঘটনার পুনরাবৃত্তি।

২) সবচে বড় সমস্যা- সিম ঢুকালে সিম পায় না। no service উঠে থাকে।

কোথায় ঠিক করা যায়, কত টাকা লাগে, বা আমি নিজেই কিছু করতে পারি কিনা- এসব উপদেশ দিয়ে যদি কেউ সাহায্য করেন তবে বড়ই কৃতার্থ হব।