বিরোধী দলকে তাজা রাখতে সরকার নাকি ফরমালিন দিচ্ছে! আহা! কি ‘নিঃস্বার্থ ভালোবাসা’! নিজেরা নিজেরাই তো, একজন পচলে আরেক জনের তো খারাপ লাগারই কথা!
খাবার দাবার তাজা রাখতে ব্যবসায়ীরা ফরমালিন দিচ্ছে! সাধারন জনগনের আর পচা/বাসী খেতে হচ্ছে না! ভালো ভালো!!
রাজনীতি নাকি মানুষের জন্য! খাদ্যদ্রব্যও নাকি মানুষের জন্য। আপনাদের এই ফরমালিনে রাজনীতি তাজা (!) থাকছে, খাদ্যদ্রব্য তাজা থাকছে, কিন্তু আমরা তো তাজা থাকতে পারছি না। ফরমালিন যুক্ত রাজনীতিতে দেশ বিষাক্রান্ত হচ্ছে, আর খাবার খেয়ে আমরা।
আপনারা তাজা থাকেন, আমাদের কোন দুঃখ নেই। আমরা একটু ভালোভাবে বেঁচে থাকলে কি আপনাদের অনেক দুঃখ? না হলে, আমাদের একটা ফরমালিন মুক্ত দেশ দেন, ফরমালিন মুক্ত ভাবে বাচতে দেন। চাওয়াটা হয়তো অনেক বেশি হয়ে গেল! তবু দেখেন না একটু, প্লিজ!!