আসসালামু ওয়াইকুম । কেমন আছেন প্রিয় ব্লগার ও পাঠক

আমরা একটা কমন বিষয় সকলেই জানি, বাংলা ভাষায় প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪-১৮৮৩) ১৮৫৭ রচিত ‘‘আলালের ঘরে দুলাল’’ । কিন্ত এই তথ্যটি একেবারে সত্য বলে গ্রহণ করা যায় না। তাহলে কি এতদিন আমরা ভুল পড়ে এসেছি !!
উত্তরটাও আবার ‘‘না ’’ হবে

এতটুকু প্রমাণিত যে বাংলা ভাষায় প্রথম উপন্যাস এটি । ১৮৫২ সালে ‘‘ফুলমণি ও করুণার বিবরণ’’ প্রকাশিত হয় ।
প্রশ্ন হলো তাহলে প্যারীচাঁদ মিত্রের ‘‘আলালের ঘরে দুলাল’’ ?
হুম সেটা নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে একটু বলি । যদিও মুলেন্স প্রথম উপন্যাস লেখেন । আমরা বাংলা ভাষায় প্রথম উপন্যাস হিসাবে জানি ‘‘আলালের ঘরে দুলাল’’ কে । কেননা ‘‘ফুলমণি ও করুণার বিবরণ’’ উপন্যাসটি সার্থক হতে পারে নি । অনেকটা বিদেশী গল্পের ছায়া অনুসারে লেখা্ ।খ্রীস্টান পরিবারের পারিবারিক গল্প বলা যায় । এই উপন্যাসের কাহিনী ,উপস্থাপন ,চরিত্র পাঠকের জন্য উপভোগ্য নয় । অর্থ্যাৎ চিত্তাকর্ষক হওয়ার যোগ্যতা হারায় । সেই হিসাবে ‘‘আলালের ঘরে দুলাল’’ অনেক সার্থক উপন্যাস বাংলা ভাষার । তাই ‘‘আলালের ঘরে দুলাল’’ প্রথম সফল উপন্যাস হিসাবে ধরে নেওয়া হয় ।
আমার মতে প্রশ্নটি যদি এমন হয় ‘‘বাংলা ভাষায় প্রথম উপন্যাসের নাম কি ? উত্তর টি হবে ‘‘ফুলমণি ও করুণার বিবরণ’’ ।
আর যদি বলা হয় ‘‘বাংলা ভাষায় প্রথম সফল উপন্যাসের নাম কি ? উত্তর টি হবে প্যারীচাঁদ মিত্রের ‘‘আলালের ঘরে দুলাল’’ ।
অপর দিকে দুর্গেশনন্দিনী কে বলা হয় বাংলা ভাষার প্রথম কোন সার্থ
ক কোন উপন্যাস ।
অর্থ্যাৎ ‘‘প্রথম’’ ‘‘সফল’’ এবং ‘‘সার্থক’’ শব্দগুলোর থাকা না থাকার উপর নির্ভর করছে,কোনটার উত্তর কি হবে ।
।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । ভাল থাকুন আপনি ।
আমি সমালোচনা বেশি করে চাই :g
তথ্যসূত্র-
ফুলমণি ও করুণার বিবরণ
দৈনিক জনকণ্ঠ
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১