আসসালামু ওয়াইকুম । কেমন আছেন প্রিয় ব্লগার ও পাঠক
আমরা একটা কমন বিষয় সকলেই জানি, বাংলা ভাষায় প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪-১৮৮৩) ১৮৫৭ রচিত ‘‘আলালের ঘরে দুলাল’’ । কিন্ত এই তথ্যটি একেবারে সত্য বলে গ্রহণ করা যায় না। তাহলে কি এতদিন আমরা ভুল পড়ে এসেছি !!
উত্তরটাও আবার ‘‘না ’’ হবে । প্রকৃত পক্ষে বাংলা ভাষায় প্রথম উপন্যাস লিখেন হানা ক্যাথেরিন মুলেন্স । তিনি সুইস নারী লেখিকা । বাংলা ভাষায় যথেষ্ট দক্ষতা ছিল এই গুণি লেখিকার । উপন্যাস টির নাম ‘‘ফুলমণি ও করুণার বিবরণ’’
এতটুকু প্রমাণিত যে বাংলা ভাষায় প্রথম উপন্যাস এটি । ১৮৫২ সালে ‘‘ফুলমণি ও করুণার বিবরণ’’ প্রকাশিত হয় ।
প্রশ্ন হলো তাহলে প্যারীচাঁদ মিত্রের ‘‘আলালের ঘরে দুলাল’’ ?
হুম সেটা নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে একটু বলি । যদিও মুলেন্স প্রথম উপন্যাস লেখেন । আমরা বাংলা ভাষায় প্রথম উপন্যাস হিসাবে জানি ‘‘আলালের ঘরে দুলাল’’ কে । কেননা ‘‘ফুলমণি ও করুণার বিবরণ’’ উপন্যাসটি সার্থক হতে পারে নি । অনেকটা বিদেশী গল্পের ছায়া অনুসারে লেখা্ ।খ্রীস্টান পরিবারের পারিবারিক গল্প বলা যায় । এই উপন্যাসের কাহিনী ,উপস্থাপন ,চরিত্র পাঠকের জন্য উপভোগ্য নয় । অর্থ্যাৎ চিত্তাকর্ষক হওয়ার যোগ্যতা হারায় । সেই হিসাবে ‘‘আলালের ঘরে দুলাল’’ অনেক সার্থক উপন্যাস বাংলা ভাষার । তাই ‘‘আলালের ঘরে দুলাল’’ প্রথম সফল উপন্যাস হিসাবে ধরে নেওয়া হয় ।
আমার মতে প্রশ্নটি যদি এমন হয় ‘‘বাংলা ভাষায় প্রথম উপন্যাসের নাম কি ? উত্তর টি হবে ‘‘ফুলমণি ও করুণার বিবরণ’’ ।
আর যদি বলা হয় ‘‘বাংলা ভাষায় প্রথম সফল উপন্যাসের নাম কি ? উত্তর টি হবে প্যারীচাঁদ মিত্রের ‘‘আলালের ঘরে দুলাল’’ ।
অপর দিকে দুর্গেশনন্দিনী কে বলা হয় বাংলা ভাষার প্রথম কোন সার্থ
ক কোন উপন্যাস ।
অর্থ্যাৎ ‘‘প্রথম’’ ‘‘সফল’’ এবং ‘‘সার্থক’’ শব্দগুলোর থাকা না থাকার উপর নির্ভর করছে,কোনটার উত্তর কি হবে ।
।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । ভাল থাকুন আপনি ।
আমি সমালোচনা বেশি করে চাই :g
তথ্যসূত্র-
ফুলমণি ও করুণার বিবরণ
দৈনিক জনকণ্ঠ
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১