somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি দিনের গল্পঃ প্রবাসের ডায়েরি

২০ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে জুম্মার নামাজের পর কথা হচ্ছিল বন্ধুদের সাথে সামার টায়ার লাগাতে হবে। যদিও তখন রক্ত হিম করা ঠান্ডা বাতাস বইছে। গত কয়েকদিন ভালো রোদ আর পজিটিভ টেম্পারেচার দেখে মনে হচ্ছিল বদলানোর দরকার। মিটিংয়ে ম্যানেজারও বলছিল সে অলরেডি চেঞ্জ করে ফেলেছে। বাকি দুইজন বলেছিল আমি যখন টায়ার চেঞ্জ করবো তখন জানাতে। তারা আগে কখনও করে নি, তাই যাবে আমার সাথে দেখতে কিভাবে, কোথা থেকে করা যায়! মাঝে মাঝে ভাবতে ভালো লাগে বন্ধুদের মাঝের এই বেড়ে উঠা টা... একসময় সবাই স্টুডেন্ট ছিলাম, একসাথে ইউনিভার্সিটি হোস্টেলে থাকতাম, কোনমতে ঘণ্টার পর ঘণ্টা ক্লিনিং করে দিন চলত। এখন বলতে গেলে সবাই প্রতিষ্ঠিত, একসাথে যখন উইকএন্ডে রাতের বেলা কফি খেতে যাই এক্সপ্রেসওয়ে ধরে এবিসি তে ৩ ৪ টা গাড়ি নিয়ে, এমনি কি ভেবে যেন গর্বে মনটা ভরে উঠে। হয়ত তুমুল আড্ডার মাঝে মনে হয়, আমরা পেরেছি এই ভিনদেশে নিজেদের টিকিয়ে রাখতে...

যাই হোক, সাধারণত আমরা নামাজের সময় গাড়ি নিয়ে যাই না, এসময় পার্কিং পাওয়া যায় না। আর শুক্রবারে যেহেতু অফিস টাইম, তাই তারাহুরো করে ট্রামে উঠে কোনমতে চলে যাই। আসার পথে বাজার সদাই করে যাই মসজিদের নিচের হালাল শপ থেকে। দোকানদারও এক মজার মানুষ! বেটা পার্সিয়ান কিন্তু বাঙ্গালী কাস্টমারদের খুশি করতে বাংলায় কথা বলে! আমাকে দেখেই বলে উঠল কি মামা কেমন আছেন! উনার কথা শুনে বুঝার উপায় নেই যে সে শুধু কয়েকটা শব্দ বলতে পারে বাংলায়! আমাদের মাঝের ইরফানের বাসায় আজকে দাওয়াত তাই সে ঢুকে গেল বাজারে। মাঝে আমি আর ফারহান ডোনাট খেতে খেতে বাসায় ফিরলাম। তার আর আমার বাসা পাশাপাশি তাই হেঁটেই একসাথে বাসায় ফিরি। ফারহান আর আমি একসাথে দেশে থাকতে একই ইউনিভার্সিটির একই বিষয়ে পড়তাম। আমার ভার্সিটির বেস্ট ফ্রেন্ড ছিল সে। আর ইরফান এক সেমিস্টার জুনিয়র ছিল সেইম ডিপার্টমেন্ট এর। ফারহানের সাথে কথা হতে থাকল আমার নতুন ps5 নিয়ে, এটা নিয়ে এই সপ্তাহে আমি খুবই অবসেস্ট বলতে গেলে! অফিস করতে করতে কখন যে মরটাল কমব্যাট এ ঢুকে একটা দুইটা ম্যাচ খেলে ফেলছি বলতে পারি না! ফারহানের প্ল্যান হল একটা টুর্নামেন্ট করার, আমরা দুইজন মিলে কিছু মরটাল কমব্যাট এর কম্বো বের করেছি, ইচ্ছা আছে জিসান আর সোহেল ভাইয়ের উপর এসব এপ্লাই করার! XD ঠিক হলো ইরফানের বাসায় দাওয়াত খেয়ে রাতের বেলা বসব টুর্নামেন্ট নিয়ে, সেখান থেকে যারা খেলতে চায় তারা আমার বাসায় চলে আসবে!

তো বাসায় আসার কিছুক্ষণ পরেই ফারহান weather forecast এর খবর শেয়ার করল। ভাই কালকের গাড়ির চাকা বদলানোর প্ল্যান বাদ দে! 10 থেকে 15 ইঞ্চ স্নোফল ফোরকাস্ট দেখাচ্ছে!
আমি হেসে উড়িয়ে দিলাম, এই মিড এপ্রিলে আবার স্নো! গত দুই সপ্তাহ ধরে বরফে কোন চিহ্ন নেই! তার মাঝে রাস্তার সব পাথরও তুলে ফেলেছে সিটি কর্পোরেশন! দেখা যাক কি হয়! আমি অফিসের শেষ কিছু কাজে মনযোগ দিলাম। আরেক ক্লোজ ছোটভাই মাহদীর PhD interview চলছে, তার একটা টাস্ক দিয়েছে প্রফেসর llm এর উপর অ্যাপ্লিকেশন বানাতে, আমার কাছে কাছাকাছি একটা কোড ছিল, অফিসের আগের প্রজেক্টের জন্য রেডি করেছিলাম, openai এর api call করে একটা rag system বানাতে হবে, তার এটা শেষ করতেই বিকেল হয়ে গেল।

রাতে ইরফানের বাসায় দাওয়াতে যাবার সময় দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি, আর দাওয়াত শেষে আড্ডা দিয়ে ১ টার সময় যখন বের হলাম দেখি সব ঢেকে গেছে সাদা বরফে। বরফ মানে একেবারে গোড়ালি ডুবে যাচ্ছে বরফে। গাড়ির কাছে এসে মাথায় হাত, পুরা গাড়ি বরফের চাদরে ঢাকা! এরমাঝে আমার বরফ পরিষ্কারের ব্রাশ ও খুঁজে পাচ্ছি না, sure আমি সেটা স্টোররুমে রেখে এসেছি! কে ভেবেছিল এই মাঝ সামারের সময় এমন স্নো ফল দেখতে হবে! যাই হোক অনিক ভাইয়ের ব্রাশ নিয়ে পরিষ্কার করে হিটিং দিলাম ফুল ম্যাক্স এ! আজ বালির মত চকচকে স্নো পড়ছে। দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে! কিন্তু বিগত ছয়মাস ধরে বরফ দেখতে দেখতে হাপিয়ে গিয়েছি আমরা, বুভুক্ষের মত অপেক্ষা করছি সামারের জন্যে। এখানে সামার আর উইন্টার সিজন আর পার্থক্য আকাশ পাতাল! শীতকালে অন্ধকার আর বিষণ্ন বরফে ঢাকা থাকে সবকিছু, আর গরমকালে গাছপালা সবুজে ঢেকে যায়.. সূর্য ডুবে রাত ১১ টায়। অদ্ভুত বৈচিত্রময় এই দেশ!

যাহোক, গাড়ি চালাতে গিয়ে বুঝলাম কি অবস্থা রাস্তার! একে তো উইন্ডশিল্ড এ স্নো জমে থাকায় ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, তার উপর কোনটা যে রাস্তা আর কোনটা ফুটপাথ বোঝা যাচ্ছে না। বিপত্তি বাজল মোড় ঘুরতে! আমি স্টিয়ারিং ঘুরাই কিন্তু গাড়ি ঘুরে না! স্কিড করে গাড়ি সোজা রোড ডিভাইডার এর দিকে চলছে! কষে ব্রেক চেপে এই যাত্রা বাচ্লাম! মনে মনে এদেশের আবহাওয়ার গুষ্টি উদ্ধার করে ভাবলাম, শীতকালীন টায়ার আজকে যে স্কিড্ টা করল, সামার টায়ার হলে আজ কপালে যে কি ছিল! গাড়ির কেউ ব্যাপারটা বুঝতে পেরেছে বলে মনে হলো না, মাহদী তার PhD নিয়ে কিছু বলছে আর আমার বউ তার ভ্লগ বানানোতে বিজি! এমন সামার টাইমে স্নো ফল দেখানো মিস করতে চাইছে না! বাসায় এসে এবেপারটা বেমালুম ভুলে গেলাম, কন্ট্রোলারের মাঝে আঙ্গুল উড়ছে! SubZero কে দিয়ে কয়েকবার ফ্রস্ট করলাম জিসানকে। তার বাসায় ডেকে ফিফায় যে ভরাটা ভরেছিল তার প্রতিশোধ নিতে একটুও খারাপ লাগল না! সব শেষে রাত আড়াইটার দিকে যখন সবাই চলে গেল আমি বারান্দায় কিছুক্ষণ দাড়িয়ে রইলাম। সামনের স্ট্রিট লাইতে গুড়িগুড়ি স্নো ঝকঝক করছে। অদ্ভুত সুন্দর নির্জন মায়াবী এক দৃশ্য! মাইনাস ১০ ডিগ্রি ঠাণ্ডার মাঝেও কিছুক্ষণ দাড়িয়ে দেখতে থাকলাম আর ভাবলাম, জীবন হয়তো সুন্দর।

-রাফীদ চৌধুরী
তামপেরে, ফিনল্যান্ড।
৫টা ৫৫ মিনিট
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:১০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

মেহেদীর পরিবার সংক্রান্ত আপডেট

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:৪৯


মার্চ মাস থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। ক'দিন আগেও খুলনায় যাওয়ার ইচ্ছের কথা জানিয়েও আমার বিগত লিখায় কিছু তথ্য চেয়েছিলাম। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও মেহেদীর পরিবারকে দেখতে আমার খুলনা যাওয়া হয়ে... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

×