ছোটগল্প - মানুষী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
থার্মোমিটার খুঁজে পাচ্ছি না । হাতের উল্টো পাশ কপালে ছুঁয়ে জানান দিচ্ছে – ‘ ভালো জ্বর , শুয়ে পড়ো ‘
শুয়ে পড়ার ইচ্ছা নেই । জানালায় দাড়িয়ে থাকতে ইচ্ছা করছে । ঘরবন্ধী মানুষ জানালা দিয়ে হাত গলিয়ে আকাশ ছুঁতে চায় । আমি হাত বাড়ালাম । আকাশ ছুঁতে পারিনি । ঠাণ্ডা পানির স্পর্শ পেলাম । বৃষ্টি হচ্ছে ।
বিকালে বৃষ্টি হলে মন খারাপ হয়ে যায় । সকালে বৃষ্টি হলে বিরক্তি লাগে । আর রাতের বৃষ্টি কামনা জাগায় !
এখন বিকাল । সেইসাথে ঝুম বৃষ্টি । দুর্বল শরীরের সাথে মন খারাপ খাপে খাপ মানিয়ে গেছে ।এখন ফুল ভলিউমে পিঙ্ক ফ্লয়েডের ‘ হাই হোপস‘ শুনতে পারলে মাথার তাঁর ছিঁড়ে যাবে । তাঁর ছিঁড়া মাথায় ডুকবে গোল্ডলিফের ধোঁয়া হাতে মগ ভর্তি চা । জীবনটা আসলে মন্দ না ।
এইতোমার চোখ লাল কেন ? কান্না করেছো ?
-- আমি কাঁদি না
মিথ্যা কথা ! আমরা সবাই কাঁদি । কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না !
-- ছাতা জানো
এই ,তোমার কি ছাতা আছে ? আমাদের ছাতাটা না নষ্ট হয়ে গেছে । দুটো শিক ভাঙ্গা । ছাতা খুললে এক পাশ বেকে থাকে । সেইপাশ দিয়ে পানি এসে শরীর ভিজিয়ে দেয় !
-- হুম , ছাতা আছে ।
চলো ছাঁদে যাই ! ছাতা মাথায় বৃষ্টিতে দাড়িয়ে থাকবো ।
-- আমি এখন ছাদে যাবো না । এতো আলগা ফুর্তি নাই ।
আমার কথায় মানুষী ঠোঁট বাঁকিয়ে হাসচ্ছে । এই হাসি অদ্ভুত হাসি । এতো চমৎকার ভাবে কাউকে হাসতে দেখি না ।
মানুষী জানালা গলে তাঁর দুধধোঁয়া হাত বের করলো । হাত ভরা সবুজ চুড়ি । এতো চুড়ি ! হাত ভারী লাগছে না ! যদি চুড়ির ভারে হাত খুলে পড়ে যায় । তবে !
এই চুড়িতে আমাকে কেমন লাগছে ?
-- আমার ভয় করছে । হাতে এতো চুড়ি পড়েছ কেন !
আমাদের ছাদে দাড়িয়ে একটা একটা করে চুড়ি খুলবো আর তোমাদের ছাদে ঢিল ছুড়বো । এই চলো না ছাদে , বৃষ্টি শেষ হয়ে যাবে তো !
-- আমি এখন মরে গেলেও ছাদে যাবো না । দরকার পড়লে ম্যানহোলে বসে থাকবো । তাও ছাদে যাবো না ।
মানুষী আবার তাঁর অদ্ভুত হাসি হাসচ্ছে ! মেয়েটা এতো সুন্দর করে কিভাবে হাসতে পারে ! আর কেউ এই হাসি নকল করতে কেন পারে না ! এতো সুন্দর একটা জিনিস একটা মেয়ে একা তাঁর ঠোঁটে দখল করে আছে , কি নিষ্ঠুরতা !
--তুমি মেয়েটা নিষ্ঠুর !
ওমা , তাই !!
--রাতে জানালায় দাঁড়াতে বলেছিলাম । দাড়াও নি কেন ?
জানো কাল রাতে খুব ভয় পেয়েছিলাম
--কিসের ভয় ?
ভুতের ! কাল রাতে আমাদের দুই জানালার মাঝে একটা নীল ভূত সুপারি খাচ্ছিল । ভূতটার দাঁত নেই কিন্তু কটকট করে সুপারি খাচ্ছিল । বেশ ভয় পেয়েছি । ভয়ে আর জানালায় দাঁড়াতে পারি নাই ।
--মিথ্যা কথা !
এই ছাতা নিয়ে চলো না ছাদে যাই ! চুড়ি গুলো কান্না করছে । কান্না করে বলছে -- " তোমার কাছে আর থাকব না , ঐ ছাদে যাবো , ঐ ছাদে যাবো "
-- মিথ্যা কথা
এই মা ডাকছে ! আসি
মানুষী মোবাইল অফ করে দ্রুত জানালার পর্দা টেনে চলে গেল । আমার জানালার ঠিক বিপরীত জানালায় এখন কেউ নেই । লাল পর্দাটা বাতাসে একা একা দোল খাচ্ছে ! আমার মতো , আমি যেমন জ্বরের ঘোরে দুলছি ।
মেঘ গুড়গুড় করছে । আরও অনেকগুলো বৃষ্টি আকাশ থেকে অভিমান করে নীচে নেমে আসবে । আমারও অভিমান করতে ইচ্ছা করছে । মাত্র মনে পড়লো কাল রাতে মানুষীকে জানালায় আসতে বলে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম । মানুষী সারা রাত জানালার ধারে আমার জন্য দাড়িয়ে ছিল । এখন যেমন মানুষীদের খালি জানালা একা দাড়িয়ে কাল আমার জানালা মানুষীর সামনে একা দাড়িয়ে ছিল ।
কালো রঙের টিপ ছাতাটা ঝুলে আছে রুমের ডান পাশের দেয়ালে । আমি ছাতাটা হাতে নিলাম । ছাদে যাবো । মানুষী নিশ্চয়ই অপেক্ষা করছে ।
১২টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
ফখরুল সাহেব দেশটাকে বাঁচান।
ফখরুল সাহেব দেশটাকে বাঁচান। আমরা দিন দিন কোথায় যাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার দলের লোকজন চাঁদাবাজি-দখলবাজি নিয়ে তো মহাব্যস্ত! সে পুরাতন কথা। কিন্তু নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। প্রধান উপদেষ্টাকে সাবেক মন্ত্রীর স্ত্রীর খোলা চিঠি!
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মঙ্গলবার (২৯... ...বাকিটুকু পড়ুন
কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে... ...বাকিটুকু পড়ুন
দ্বীনদার জীবন সঙ্গিনী
ফিতনার এই জামানায়,
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)
সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)
সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন