হঠাত করে ক্যালেন্ডার দেখেই অবাক! ১ দিন এর ছুটি আছে আমার ৷ তাই সুযোগ করে ঘুরে আসলাম কাপ্তাই,অসাধারন এক ভালো লাগার যায়গা ৷ মাত্র ১ দিনের ট্যুর যতটুকু সম্ভব হয়েছে ঘুরেছি ৷এলাকার লোকজন এর ব্যাবহার অত্যন্ত ভালো ৷ অনুমতি ছিলোনা তাই জলবিদ্যুত কেন্দ্রে প্রবেশ করতে পারিনি ৷
যাতায়াত ব্যাবস্থা যতটা উন্নত ,আবাসন ও খাওয়া-দাওয়ার ব্যাবস্থা ততটাই খারাপ ৷
নতুন বাজারের স্পেশাল দই টাও মজার ৷
কিন্তু দিন শেষে আল্লাহর দেওয়া অসাধারন প্রকৃতি আমার হৃদয় কে ছুয়ে গেছে ৷ কিন্তু এত সব ভালোলাগার পরও মনের মধ্যে আফসোস একটাই ১ দিনে কী আর মন ভরে?
কিভাবে যাবেন: ঢাকা কমলাপুর থেকে সৌদিয়া,এস আলম,শ্যামলি বাস রাত ১০:৩০ ছেড়ে যায় কাপ্তাই,ভাড়া পরবে ৫৫০ টাকা ৷
অথবা ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রামে ,তারপর বহদ্দারহাট থেকে কাপ্তাই(৩২০+৭০)
কোথায় থাকবেন:সরকারি ফার্স্ট ক্লাস অফিসারের অনুমতি নিয়ে থাকতে পারেন বনফুল বিশ্রামাগার এ,
অথবা নতুন বাজার এ কিছু নিম্নমানের হোটেল এ ৷
কোথায় ঘুরবেন:ঝুম রেস্তোরা,ফ্লোটিং প্যারাডাইস ,নেভী লেক ভিউ,শেখ রাসেল এভিয়ারি পার্ক ৷ সব গুলো একসাথে ঘুড়তে সিএনজি তে ৫০০-৬০০ টাকা লাগবে (রিজার্ভ )
কর্নফুলীর পারে তোলা
জুম রেস্তোরা-১০ টাকার টিকেটে অনেক কিছু
জুম রেস্তোরার নিচ থেকে অসাধারণ একটা ভিউ
নেভী দের পিকনিক স্পট(লেক ভিউ)
শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক(যায়গাটা আহামরি কিছু না)
কর্নফুলী তে ঝাপাঝাপি(নতুন বাজার থেকে আনুমানিক ২৫০ ফিট নিচে
নেচারাল ফোটো
আরও কিছু ছবি
*কর্নফুলীর অপর পারের অতিসুন্দর জঙ্গলের একটা রহস্য আছে,সেখানে শান্তি কমিটি রা থাকে,আমাদের মতো টুরিস্ট পেলেই মুক্তিপণ ধরে বসে ৷
*জলবিদ্যুত ক্রেন্দ্রে প্রবেশ না করাটাই আমাদের সবচেয়ে বড় আফসোস,তাই ফার্স্ট ক্লাস অফিসারের অনুমতি নিয়ে যাবেন ৷
জিন্দা পার্ক এ ভ্রমন পোস্ট
বিরিশিরি ভ্রমন পোস্ট