(সকল বিষয় বই এবং ইন্টারনেট থেকে সংগৃহীত)
১ - অক্সিজেন জ্বলতে সাহায্য করে অন্যদিকে হাইড্রোজেন উদ্বায়ী/ জ্বালাময়ী গ্যাস কিন্তু এই দুটি এক হলে হয় পানি যা উল্টোটা করে মানে আগুন নেভায় ।
২ - ফড়িং এর পা আছে কিন্তু তারা হাটতে পাড়ে না শুধু ল্যান্ডিং এর কাজে ইউজ করতে পারে ।
৩ - ডিনামাইট তিরীতে বাদাম (ও) ব্যাবহার করা হয় ।
৪ - পৃথিবীতে মধু ই একমাত্র খাবার যা কখনো পচে না ।
৫ - কোকা কোলাতে রঙ না মেশালে সবুজ রঙ এর হতো ।
৬ - শামুক ৩ বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে ।
৭ - ক্যাঙ্গারু পিছের দিকে লাফ দিতে পারে না ।
৮ - একজন মানুষ তার জীবনকালে ৩ বার পৃথিবী প্রদক্ষিণ সমপরিমাণ পথ পায়ে হাঁটে ।
৯ - লেক সুপেরিওরে যতো পানি আছে তা দিয়ে উত্তর এবং দক্ষিণ আমেরিকা কে ১ ফুট পানির নিচে ডুবিয়ে রাখা সম্ভব ।
১০ - নাক চেপে ধরে গুণগুণ করা সম্ভব নয় ।
১১ - ইরেজার আবিষ্কারের আগে শুকনো পাঊরুটি ব্যাবহার করা হতো পেন্সিল মার্ক মুছতে ।
১২ - ব্রেইন নিজের নাম নিজেই রেখেছে ।
১৩ - আপনার পায়ের তালু এবং হাতের কব্জি এক সমান বিশ্বাস না হলে মেপে দেখুন ।
১৪ - মানুষ কথা বলতে ৭২খানা মাসল ইউজ করে ।
১৫ - ফেসবুক এর গ্লোব আইকন একেক দেশ থেকে একেক রকম দেখায় ।
১৬ - একজন মানুষ সারা জীবনে প্রায় ৫০ কেজি শুষ্ক চামড়ার ধুলো উৎপন্ন করে ।
১৭ - হামটি ডামটী ডীম ছিল তা কবিতার কোথাও বলা নেই ।
১৮ - নীল আর্মস্ট্রং যখন চাঁদ থেকে ফেরে তখনো তাকে ইউএস কাস্টমস / শুল্ক দপ্তর হয়ে বাড়ী যেতে হয়েছিল ।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
১. ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৭ ০