তখন মাঝরাত। ঝাকুনিতে ঘুম ভেঙ্গে গেল। হর হর করে কিছু বলল আমার বউ। বুঝলাম ও মানুষের ছায়ার মত কিছু একটা দেখেছে। যেটা কিনা বিছানার সাথে লাগোয়া জানালা দিয়ে বেরিয়ে গেছে।
আমি রুমে কোন জিরো বাল্ব জালাই না। তবে পাশের বাসার বেলকুনিদে লাইট জালানো থাকে। ঐ আলোতে আমাদের বেড রুমে আবছা আলো থাকে। সাদা দেয়ালে টিকটিকি হাটলেও কিছু একটার নড়াছড়া বোঝা যায়। সে পরিমান আলো।
আমি অভয় দিলাম। বললাম, পর্দার উপর কোন ছাঁয়া পড়ায় এমন মনে হয়েছে। স্বপ্নও হতে পারে। কিন্তু ওর যুক্তি হল, পর্দার উপর হলে ঠিক আছে, কিন্তু ঘরের মাঝখান থেকে ওটা হেটে জানালার কাছে গিয়ে ভ্যানিস হয়েছে।
যা হোক, আমি আমলে না নিয়ে ঘুমালাম। এর কিছুদিন পরের ঘটনা। আমি এক অদ্ভূত জিনিস দেখলাম। আমার ঘরেই। বিছানা শুয়ে। তখনও মাঝরাত। গরমে নাকি অন্য কোন কারণে ঘুম ভেঙ্গে গেছে জানি না। বুঝলাম কারেন্ট নেই। খুব গরম।
হটাৎ মশারির বাইরে চোখ গেল। দুটো আলো। চারকোনা, ম্যাচের বাক্সের সাইজের হবে। একটা কলাপাতা কালার, অন্যটা আগুন কালার। এলোমেলো ভাবে নড়েই চট করে নাই হয়ে গেল। ছাদ আর মশারির মাঝামাঝিতে এটা ছিল। ঠিক যেন এক সেকেন্ডের ঘটনা। ব্যাপারটা কি হল বুঝলাম না। তারপর উঠে পানি খেলাম। জানালাটা খুলে দিলাম বাতাস আসার জন্যে।
ঘটনা ২.
অন্য সব দিনের মত সেদিনও রাতে খাবার পর আমরা হাসবেন্ড ওয়াইফ ছাদে হাটছি। রাত তখন ১২ টার কাছাকাছি হবে। আবহাওয়া মোটামুটি সুন্দর। আকাশ পরিষ্কার। একটু একটু বাতাসও হচ্ছে । আমারা এ গল্প সে গল্প করছি।
কেন জানি আচমকা আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। ও কিন্তু কিছু বুঝল না। আমিও বললাম না কিছু। এর ৫ থেকে ১০ সেসেন্ডের মাথায় আমরা পারফিউমের গন্ধ পেলাম। বেশ মিস্টি। আস্তে আস্তে গন্ধটা কড়া হয়ে গেল।
প্রথমে ওই আমাকে বলল। আমি কোন গন্ধ পাচ্ছি কিনা। আমি বললাম পাচ্ছি, বেলি ফুলের গন্ধ। ও বলল, ওটা বেলি ফুলের না। এদিকে হাসনাহেনার গন্ধ হলে আমি খুব ভাল করেই চিনতাম। সেটাও না। আর তাছাড়া আশেপাশে কোন বাসাতেই ফুলের গাছ নেই।
আমি পাশের বাসার ছাদের দিকে তাকালাম। কেউ নেই। হতে পারে নিচের ফ্লাটের কেউ হয়ত পারফিউম ইউজ করছে। সে যাই হোক, পুরো ছাদ জুড়ে আমরা বেশ কিছু ক্ষণ গন্ধ পাচ্ছিলাম।
আর অল্প কিছু ঘটনা বাকি। হয়ত সামনের পর্বে শেষ হয়ে যাবে। সবাই ভাল থাকুন।
আগের পর্বের লিঙ্ক
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




