অনেক খোঁজাখুজি করে একটা সাবলেট পেলাম। এ্যাডভান্সও করলাম। এক ঘন্টার মাথায় একই ভাড়ায় পুরা চার রুমের অন্য একটা বাসা পেলাম। খুব খুশি লাগল। গত কয়দিন বাড়ি খুঁজতে গিয়ে,পায়ে যে ফোসা পড়েছিল, সেটা ভুলে গেলাম।
শুধু মুখের কথায়, না দেখেই ফাইনাল করে ফেললাম। বাসা দেখতে গেলাম ১ দিন পর। অফিস শেষে। রাত প্রায় ৮ টা। রুমে ঢুকতেই কারেন্ট গেল। মোবাইলের টর্চ দিয়ে এরুম সেরুম দেখলাম। রুমগুলো অনেক বড়। টাইলস করা বাথরুম।
খুশিতে আমি ডগমগ। যাই হোক ঘটনা ঘটল তার পরের দিন আমি আবার যখন গেলাম। আবারও কারেন্ট গেল। আমি তখনও বোচকা বাচকি নিয়ে আসিনি। অনেকগুলো লাইট কিনে এনিছি। সেগুলো ফিট করব।
ডাইনিং স্পেসের পাশে একটা বেসিন আছে। ওটার ওপর আয়না। আয়নার ওপর বাল্ব লাগনোর হোল্ডার। চেয়ার টেনে বেসিনের কাছে যেতেই কারেন্ট গেল। আমি তখন আয়নার সামনে। পাশের ঘরে চার্জার লাইট জালানো ছিল। কিছু আবছা আলোর রেশ ছিল ওই জায়গাটায়।
কিন্তু যে ভয়ঙ্কর ঘটনা ঘটল, সেটা অদ্ভূত। আণ্ধকারের ভেতরে আমার পেছনে আরও একটা অন্ধকার কিছু চট করে যেন সরে গেল। আমি কিন্তু স্হির ছিলাম। ব্যাপারটা দেখেছি আয়নার ভেতর দিয়ে। নতুন বাসায় আমি ওই সময় একাই ।
যাই হোক বেসিনের ট্যাপের নব ঘুরালাম হাত ধুবো । হটাৎ করেই মনে হল আমার বাম হাতে কেউ ফু দিল। কারণ হাতের ঠিক ওই জায়গার পশমগুলো নরছিল। আর সাহস হল না। দ্রুত চার্জারটা নিয়ে রুমে তালা দিয়ে পুরাতন বাসায় ফিরলাম সে রাতে।
দিনে দিনে আরও অনেক কিছু ঘটছে। যেগুলোর ব্যাখ্যা এখনও আমার কাছে নেই। তবে সবই লিখব ভাবছি। (১)