শহরে লাশের মিছিল।
লাশেরা হাঁটছে, কথা বলছে, খিস্তি দিচ্ছে
চা এর কাপে চুমুক দিয়ে অর্থনীতির আলোচনা করছে
কুকুর খেদাচ্ছে আবার কাঁটাবন থেকে কুকুর কিনে হাড় খাওয়াচ্ছে।
লাশেরা জৈবিক, লাশেরা মানবিক, লাশেরা সচেতন
বৌকে আদর করছে, বাচ্চাকে ক্যাডবেরী দিচ্ছে
ভিক্ষা দেয়ার আগে ভিক্ষুকের হাত পা ঠিক আছে কিনা বিচার করে নিচ্ছে।
যে জন্মালো এই মাত্র সুতীব্র চিৎকারে; লাশের বাচ্চা-
লাশ তাকে শিখিয়ে দিচ্ছে লাশ হয়ে থাকা।
লাশ তাকে চেনাচ্ছে স্কুল, টিফিন, ডরেমন, ডিগ্রী, চিকেন আর সর্বোপরি
এক নির্ঝঞ্ঝাট, নিরাপদ প্রাণবন্ত লাশের জীবন।
লাশ দেখেনা দারিদ্র, লাশ দেখেনা রিক্সার হাতলে চুইয়ে পড়া বাহকের ঘাম।
গ্রীজহীন ঠেলাওয়ালার জীবন বা সোহরাওয়ার্দির বেশ্যা, ধুলোপড়া টোকাই-এর মুখ
লাশদের এসব দেখা মানা।
যদি কখনো তা চোখে পড়ে যায়; তবে লাশ বিরক্তিতে বলে ওঠে-
"আহ, ইচ্ছে করে ম'রে যাই"।।
শহরে লাশের মিছিল;
লাশেরা হাঁটছে, কথা বলছে, খিস্তি দিচ্ছে।
কফিন বন্দী জীবন গুলো স্পন্সরের অভাবে অপ্রকাশিত, শহরে বড্ড বেমানান।।