আমার প্রিয় সম্মানিত ব্লগারদের কাছে বিনীত অনুরোধ এই পোস্টকে ফান পোস্ট হিসেবে বিবেচনা করবেন।কারণ আমি নিশ্চিত না কতোটুকু ফান করতে পারসি।

আমি একজন নতুন ব্লগার তাই ডয়েজভেলে সেরা ব্লগারদের নিয়ে কিছু বলার মতো সাহস এবং যোগ্যতা আমার নেই।তবু কিছু অসঙ্গতি আমার ছোটো মাথায় ধরা পড়েছে বিধায় নৈতিক দায়িত্ব থেকে লিখতে বসছি।

যারা এ বিষয়ে কিছু জানেন না তাদের পড়াশোনার কিছু লিঙ্ক দিয়ে দিলাম।
۞ ব্লগার জিসান শা ইকরাম ভাইয়ের পোস্ট
۞ রেজোওয়ানা আপুর পোস্ট
۞ ব্লগার ফিউসন ফাইভ এর পোস্ট-১
۞ ব্লগার ফিউসন ফাইভ এর পোস্ট-২
۞ ব্লগার ফিউসন ফাইভ এর পোস্ট-৩
۞ ব্লগার ছোটমির্জা ভাইয়ের পোস্ট
এটার যে অসঙ্গতি ছিলো সেটা অলরেডী সবাই জানেন তাই নতুন করে এসব নিয়ে কিছু না বলে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি।

☯☯ বাংলাদেশ ক্লোজ আপ ওয়ান আসার পর থেকে এস এম এস ভোটে নির্বাচনের রীতি শুরু হয়।আমি কাউকে কোনোদিন মূল্যবান টাকা নষ্ট করে ভোট দেয়ার প্রয়োজন মনে করি নাই।

তখন শুনতাম বিভিন্ন এলাকার লোকজন নিজের এলাকার সিঙ্গারকে বিজয়ী করার জন্য চান্দা উঠায়ে ভোট দিতো।


সবচে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এসব অনুষ্ঠানে বিচারকদের কমেন্ট শুনলে আমার নিজেরই খুব লজ্জা লাগতো।ইচ্ছে হতো মুখটা চেপে ধরি।


যাই হোক আমি প্রথম বাটে পড়লাম ডি-রকস্টারে।

আমার বন্ধুর ব্যান্ড কম্পিটিসনে গেলো। আবার অনেক বন্ধুর বন্ধুদের ব্যান্ড ছিলো। নিজের ভার্সিটির বড় ভাইয়ের ব্যান্ড ছিলো।

কি মসিবত সবাই ভোটের লাইগ্যা জোড় জবরদোস্তি শুরু করলো।

যাই হাসা মিছা কইয়া ২/৪টা ভোট দিয়ে খালাস পাইসিলাম।

কিন্তু টাসকি খাইলাম তখন যখন শুনলাম আমার ফ্রেন্ডের বোন সর্বোচ্চ এস এম এস প্রধানকারী হিসেবে সনি এরিকসন সেট পাইসে।


আমার বার্সিটির বড় ভাই সব জুনিয়র পোলাপানরে ডাইকা কমিটি কইরা এস এম এস প্রদান কার্যক্রম শুরু করছিলো। কমিটি হেডেড বাই সিনিয়র আই মিন উনারা দোস্তরা ছিলেন। যাতে জুনিয়র পোলাপান ভাইয়ের টেকার শ্রাদ্ধ কইরা লুলামী করতে না পারে।

সবাই এক রুমে বইসা এস এম এস কর্ত।



এভাবে প্রতি রাউন্ডে বেশুমার খাওয়া দাওয়া এবং বেশুমার এস এম এস।আমার বন্ধুর বাসার সর্বোচ্চ এস এম এস এর জন্য ৩ টা সনি এরিকসন গেসিলো।

এবার আসি বাংলা ব্লগ প্রতিযোগীতায়
নষ্টভেলে সেরা ব্লগার প্রতিযোগীতা




১। জোড় যার মুল্লুক তার ক্যাটাগরী:
নাম্বার ওয়ান ব্লগার প্রাইজ গোস টু নষ্টছেলে


২।সেরা লুল ক্যাটাগরী :#> :#>
যারা রাতদিন লুলামী করে লুলামীটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেসেন এটা তাদের জন্য।

যদিও আমি পারসোনালী মনে করি ব্লগের লুলরা এরশাদ আঙ্কেলের মতো হার্মফুল লুল না।



পুরস্কার- নাইট শোতে "শিলা কি জোয়ানি"- দেখার টিকেট ২ টি! (বান্দুবি সহ)

৩। সেরা কসলানী ক্যাটাগরী


এ টাইপ ব্লগারগন একটা ইস্যু পাইলে সেটা লইয়া কসলাইতে কসলাইতে তিতা বের না কইরা ছাড়ে না।


পুরষ্কার- লেবু মার্কা ১ নং খাঁটি "চিরতার পাতা"- জুস।

৪।সেরা ঘষেঠি বেগম ক্যাটাগরী

যারা ঝগড়ায় চ্যাম্পিয়ন তারা এই ক্যাটাগরীতে পড়বেন।ইহা নারীর নাম হলে ও ঝগরুটে পুরুষদিগকে এই ক্যাটাগরীতে অন্তর্ভূক্ত করা হইবেক।

কানের পাশ দিয়ে বাতাস কিংবা নাকের উপর মাছি উইড়া গেলে যারা ঝগড়া বাধায়ে দিতে পারনে তারা এই ক্যাটাগরীতে অগ্রাধিকার পাবেন।

পুরস্কার- স্বপ্নে "ঘষেঠি বেগম" সাথে ডিনারের টিকেট

৫।মোটা মাথা ক্যাটাগরী

যারা মোটা রসিকতা দিয়া ভাবেন সবাই হাসতে হাসতে পাগল হইয়া যাইবো এই ক্যাটাগরী তাদের জন্য।

পুরুস্কার- নায়ক ছাকিব খানের সাথে ফিল্মে জুকারের অভিনয়ের চুক্তি পত্র (বিনা পয়সায়)

৬।পর্ন ব্লগার

যারা স্রষ্টার ভূলের কারনে বাংলাদেশ জন্মাইসেন বইলা পর্ণ মুভির পরিচালক,অভিনেতা,অভিনেত্রী হইতে পারেন নাই এই ক্যাটাগরীতে তারা বিবেচিত হবেন।


প্রভার-চৈতির সঠিক ভিড্যু লিঙ্ক যারা নির্ভূল ভাবে বেশী দিতে পারসে তাদের জন্য অগ্রাধিকার থাকবে।


পুরুস্কার- ০১ টি পর্ন সিডি এবং পর্ন সাইটের মডু পদে নিয়োগ পত্র

৭।কপি-পেস্ট ক্যাটগরী


যারা নিঃসঙ্কোচে লজ্জা শরমের মাথা খেয়ে কপি-পেস্ট মারতে পারেন এই ক্যাটাগরীতে তাদের বিবেচনা করা হবে।


ইহাদের আরেকটি বৈশিষ্ট্য কোনো পোস্ট না পড়ে অন্যের কমেন্ট কপি পেস্ট মেরে কাজ সেরে ফেলেন।
পুরুস্কার- একটি করে ফটোকপি মেশিন আর একটা করে এনটি কাটার


৮।চুলকানী ক্যাটাগরী


যাদের হুদা কামে চুলকায় এই ক্যাটগরী তাদের জন্য।

এই চুলকানী হতে পারে বিশেষ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে।

নদী যেমন সাগরে গিয়ে মিলে ইনাদের সব চুলকানী শেষ হয় নির্দিষ্ট জায়গায় গিয়ে।


পুরুস্কার- এক ডজন চুল্কানির মলম


৯।পলিটিক্যাল ক্যাটগরী


আমি মাফ চাই।

এই ক্যাটাগরী নিয়ে বলার মতো দুঃসাহস আমার নাই।ছাগু ভাই,ভাদা ভাই এবং পাদা ভাইরা আপ্নারা আমারে মাফ কইরা দিয়েন।

ঈমানে কইতাসি হেডিং পইড়া সজ্ঞানে কখনো আপনাগো পোস্টে ক্লিক দেয়ার দুঃসাহস আমার নাই।

১০।সব ছালনের (তরকারী) বর পাতা (ধনে পাতা) ক্যাটাগরী


ব্লগে যাদের কুনো শত্রু নাই তারা এই ক্যাটাগরী।

ইনারা সবাইকে ধইন্যা দিয়ে বেড়ান।
সবাইরে লাভু বলেন এবং সবাই ইনাদের লাভু বলতে ভালুবাসেন। :!> :!>
পুরুস্কার- এক ক্ষেত শীতকালীন কচি ধইন্না পাতা আর ১০ কেজি ধইন্নার বিচি


১১।নেই কাজ তো খৈ ভাজ ক্যাটাগরী


যাগো কোনো কাজ কাম নাই এবং ২৪ ঘন্টা ব্লগ পাহারা দেয় তাদের জন্য এই ক্যাটাগরী।
পুরুস্কার- সিকিউরিটি ইউনিফর্ম আর বাংলা বাঁশের লাঠি


১২।আমি কি হনুরে ক্যাটাগরী


এই ক্যাটাগরীতে তাহারা প্রতিযোগীতা করবেন যাহারা নিজেদের রবীন্দ্র নাথ কিনবা নজরুলের কাছাকাছি কিছু ভাবতে ভালোবাসেন।


উনারা মাইনষের পোস্ট পড়েন না।


এতে সেলিব্রটি ইমেজের ক্ষতি হওয়ার চান্স আছে। আবার চামে দিয়া নিজের ঢোল নিজে পিডাইতে উনারা বেশ পারদর্শী।


পুরুস্কার- একটি ঢোল এবং ডুগডুগি


১৩। মক্ষী রাণী ক্যাটগরী: :!>

যেসব নিক লুল সমাজের ঘুম হারাম কইরা দিসেন সেসব নিক এই ক্যাটগরীতে বিবেচিত হবেন। এসব নিকের প্রধান বৈশিষ্ট্য ইহাদের জেন্ডার পরিবর্তনশীল ( ছাইয়া)



পুরুস্কার- একটি কাতুয়া (কামিজ + ফতুয়া)
১৪। ফকিরনী ক্যাটাগরী:


এক ক্লিকে ৫ ডলার, ২ক্লিকে ২০ ডলার টাইপ পোস্ট দে নে ওয়ালারা এই ক্যাটাগরীর জন্য বিবেচিত হবেন।


পুরুস্কার- ভিক্ষা করার জন্য একটি থালা এবং ইনিশিয়েল ক্যাপিটাল হিসেবে কিছু আধুলী।


আমার মাথা আর কাজ করতেসে না।

আপনার আইডিয়া দিলে আরো কিছু ক্যাটাগরী এড করতে আমার কোনো আপত্তি নাই।

এই পোস্টের অনুপ্রেরণা ফিফা ভাইয়ের পোস্টে আমার করা কমেন্টব্লগ প্রতিযোগিতায় অবশেষে সেই ফলাফল, ভোটের অংক আর চোরের দশদিন

বিঃদ্রঃ এই নির্বাচনের কলকাঠি নষ্টছেলের হাতে বিধায় স্বজন প্রীতির যথেষ্ট স্কোপ আছে।

যারা আগে সিট বুকিং দিবে তাদের বিভিন্ন ক্যাটাগরীতে অগ্রাধিকার দেয়া হবে।

একটি বোনাস কৌতুক
পাকিস্তান,ভারত এবং বাংলাদেশের তিন জন প্রভু ভক্ত দেশপ্রেমিক প্রভুর সহিত দেখা করিতে গেলেন।
পাকিস্তানী দেশপ্রেমিক:
প্রভু আমরা কবে সভ্য হইবো?
প্রভু কহিলেন তোমার জীবদ্দশা ইহা সম্ভব নহে।
মনের দুঃখে পাকিস্তানী দেশপ্রেমিক কাদিতে কাদিতে চলিয়া গেলেন।
ভারতীয় দেশপ্রেমিক:
প্রভু আমার দেশ কবে পুরা দক্ষিণ এশিয়াকে ভারত বানাইতে পারিবে?
প্রভু কহিলেন ইহা তুমি দেখিয়া যাইতে পারিবে না।
মনের দুঃখে ভারতীয় দেশপ্রেমিক কাদিতে কাদিতে চলিয়া গেলেন।
বাংলাদেশী দেশপ্রেমিক(আমি):
প্রভু আমার দেশ কবে ডিজিটাল হইবে এবং আমার দেশের মানুষ কবে শান্তিমতো নেট ব্যবহার করিতে পারিবে?
আমাকে অবাক করিয়া দিয়া প্রভু বিলাপ করিয়া কাদিয়া উঠিলেন।
আমি হতবিহবল হয়ে বিস্ফোরিত নেত্রে প্রভুর দিকে চাহিয়া রাহিলাম।(কঠিন ভ্যাবাচ্যাকা খাওয়ার ইমো)
প্রভু বিলাপ করিতে করিতে কহিলেন ইহা আমি দেখিয়া যাইতে পারিবো না!!!
ডিসক্লেইমার: কমেন্টে কোনো সম্মানিত ব্লগারের নাম উদাহারণ হিসেবে দিবেন না।