আপনি পাশে বসলেই আমি ভুলে যাই আমি কে
আমি স্বর্গ ছেড়ে নরকের দরোজায় করাঘাত করি অবিরত-
আপনি মুখ ফুটে কিছু বললেই চৈত্র দুপুর মূহুর্তেই হয়ে যায় শ্রাবণাকাশ!
আপনি ছুঁয়ে দিলে মনে পড়ে যায় পূর্বজন্মের কথা; পাপ-পূণ্য ইত্যাদি
আপনি নিশ্চিতরুপে হেলুসিনেটিং ড্রাগ নয়তো ক্যানো-
চৌচির চৈত্রের ভয়াল দুপুরকে মনে হয় হৈমন্তী-ভোর আর-
আপনি আদর করলে তপ্ত লু হাওয়ায় ও শরৎ শিউলি'র সুগন্ধ পাই?