মনটাকে বড় করে সাগর সমান,
অনুভবে ক্ষমা এনে ভালবাসো সবে।
ভুলে যাও ছোটখাটো মান-অভিমান,
পৃথিবীটা দেখো ঠিক, বেহেশত হবে।
আঘাতের বদলায় আঘাত দিও না,
ভালবেসে কোলে তারে তুমি তুলে নাও।
আঘাতকারীকে দূরে সরিয়ে দিও না,
মমতার প্রলেপনে ব্যথা ভুলে যাও।
তোমার আকাশ দ্যাখো, মহৎ কতবা,
তারা ভরা বুক নিয়ে নিরব দাঁড়িয়ে।
কত পাপ দেখে যায়, তবু মুক বোবা,
ক্রোধ নেই- উর্ধ্বে বলে সকলে ছাড়িয়ে।
সাগর সলিলে দ্যাখো মিশে কত গ্লানী!
তা' বলে কখনো ঘোলা হয় তার পানি?
উৎসর্গ এবং দু'টি কথা:
যাদের নতুন পোস্ট প্রকাশের অপেক্ষায় মুখিয়ে থাকি। যাদের লেখা মনযোগ দিয়ে পড়ি। যাদের নিয়ে আমার মত ক্ষুদ্রের কলম ধরাও নিতান্ত ধৃষ্টতা; এই ব্লগের তারকাতুল্য স্থির অচঞ্চল প্রিয় দুই কলম সৈনিক, কবি শ্রদ্ধেয় আহমেদ জী এস এবং খায়রুল আহসান -কে নিবেদন করছি ক্ষুদ্র এই সনেট পোস্ট।
সনেট লেখায় সনেট কবি ফরিদ ভাইয়ের অদম্য অভিলাষ দেখেই সনেটের প্রতি একটু আধটু আকর্ষন এখনো অনুভব করি। তার প্রতি কৃতজ্ঞতা।
ব্লগের সাম্প্রতিক অস্থিতিশীল কিছু পরিস্থিতি দর্শনে এই কবিতার জন্ম। পরমত সহিষ্ণুতার অভাব যেখানে প্রকট, সংঘাত সেখানে অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সত্যিকারের মানব পরিচয়কে ধারন করতে হলে আমাদের আরও আরও উদার এবং মানবিক হতে হবে। সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, ক্ষমা পরায়নতা এইসব গুনাবলী অর্জন করা প্রকৃত মানুষ হওয়ার জন্য অপরিহার্য্য এবং অত্যাবশ্যকীয়। আমাদের মনে রাখতে হবে, রেগে যাওয়া কোনো অবস্থাতে সমাধান নয়। অপরের সম্মান ক্ষুন্ন করা, ব্যক্তিত্বসম্পন্ন কারও কাজ হতে পারে না।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৯:১৪