রওজায়ে আতহারে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর মিম্বর, এর মাঝখানের অংশটুকু জান্নাতের টুকরা। 'মা বাইনা বাইতি ওয়া মিম্বারী রওযতুমমির রিয়াযিল জান্নাহ', অর্থ- 'আমার ঘর/ হুজরা এবং মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের টুকরোর ভেতরে একটি।' সংক্ষেপে এটিকে 'রিয়াজুল জান্নাহ' বলা হয়। এই স্থানটিতে ঢুকতে পারা রীতিমত কঠিন। দিন রাত চব্বিশ ঘন্টা এখানে ভির লেগেই থাকে। অনেক ধৈর্য্য রেখে কিছু কষ্টকে সাথী করে চেষ্টা করলে ঢুকে পড়া আল্লাহর রহমতে অসম্ভবের কিছু নয়। আলহামদুলিল্লাহ, একাধিকবার এখানে প্রবেশের সুযোগ হয়েছে। রিয়াজুল জান্নাহর এই কোনায়, রওযা শরীফের একেবারে লাগোয়া এই বাম পাশের অংশে নামাজ আদায় করার তাওফিক দিয়েছেন আল্লাহ পাক। রওজা শরীফের আশপাশে, এখানে সিকিউরিটির দায়িত্বে থাকা পুলিশদের প্রতি তাদের বিনয়, শিষ্টাচার আর চারিত্রিক সৌন্দর্য্যে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।
আসুন, প্রিয় নবীর প্রতি প্রিয় দরূদের নজরানা পেশ করে ঠোট সিক্ত করি। হৃদয় তাজা করি-
১) 'আল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। ওয়াছল্লি আলাল মু'মিনীনা ওয়াল মু'মিনাত। ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমাত।'
২) 'অাল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদিন আন্নাবিয়্যিল উম্মিয়্যি ওয়াআলিহী ওয়াছাল্লিম'।
দয়ার আধার, জগতের শ্রেষ্ঠতম মানব, সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরছালীন, রহমাতুল্লিল আলামীন তথা সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হন প্রিয় রাসূল সাইয়্যিদুনা, হাবিবুনা, শাফিউ'না, শাফিউ'ল উমাম হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর যাপিত জীবনের ছোট বড় প্রতিটি কর্মকান্ড ও ঘটনাই উম্মতের জন্য অতি মূল্যবান দলিল ও জ্ঞাতব্য বিষয়রূপে বিবেচিত এবং সমাদৃত। হাদিস এবং সীরাত বিষয়ক কিতাবসমূহের সুবিস্তৃত আলোচনা নবীপ্রেমিক সাধারন পাঠক/ পাঠিকাদের পক্ষে অধ্যয়ন ও হৃদয়ঙ্গম করা কঠিন। যদিও উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক নারী পুরুষ, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকলেরই অদম্য অভিলাষ- তাদের প্রানাধিক প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্মময় পবিত্র জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আত্মস্থ করার।
পূর্ব প্রকাশের পর-
একনজরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনপঞ্জী--------------বয়স-------------------হিজরী ও খৃস্টাব্দ
৩৫। মদীনা মুনাওয়ারায় শুভাগমন। ------------------৫৩ বছর --------------------হি. ১ ম বর্ষ / ৬২২ খৃ:
মদীনার আনসারগন কর্তৃক আন্তরিক
সম্বর্ধনা, কুবা পল্লীতে অবস্থান ও বনী
সালেম পল্লীতে ইতিহাসে সর্বপ্রথম
জুমুআর সালাত আদায়।
৩৬। মসজিদে নববী নির্মান ও সর্বপ্রথম ---------------- ৫৩ বছর --------------------হি. ১ ম বর্ষ / ৬২২ খৃ:
হযরত বিলাল রাদিআল্লাহু তাআ'লা
আনহু কর্তৃক নামাজের জন্য আজানের
বিধান প্রনয়ন করা হয়।
৩৭। মুহাজির এবং আনসারদের মাঝে ---------------- ৫৩ বছর ------------------হি. ১ ম বর্ষ / ৬২২ খৃ:
ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা হয়।
৩৮। মদীনার ইয়াহুদী ও খৃষ্টানদের সাথে ৩১ টি------------- ৫৩ বছর --------------হি. ১ ম বর্ষ / ৬২২ খৃ:
ধারা সম্বলিত সন্ধিচুক্তি স্থাপন (যা ইতিহাসে
মদীনা সনদ নামে বিখ্যাত)।
৩৯। মুসলমানদের আত্মরক্ষার্থে আল্লাহ পাক ---------------- ৫৩ বছর ---------------হি. ১ ম বর্ষ / ৬২২ খৃ:
কর্তৃক ওহির মাধ্যমে সশস্ত্র যুদ্ধ তথা
জিহাদের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান।
৪০। মুসলমানদের আত্মরক্ষার্থে মহানবী ---------------- ৫৩ বছর ---------------হি. ১ ম বর্ষ / ৬২২ খৃ:
মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর নেতৃত্বে প্রথম যুদ্ধ গাযওয়ায়ে
বনী ওয়াদ্দান সংঘটিত হয়।
৪১। মুসলমানদের আত্মরক্ষার্থে মহানবী ---------------- ৫৪ বছর ---------------হি. ২ য় বর্ষ / ৬২৩ খৃ:
মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর নেতৃত্বে প্রথম যুদ্ধ গাযওয়ায়ে
বনী সাফওয়ান সংঘটিত হয়।
৪২। মুসলমানদের আত্মরক্ষার্থে মহানবী -------------- ৫৪ বছর ---------------হি. ২ য় বর্ষ / ৬২৩ খৃ:
মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর নেতৃত্বে প্রথম যুদ্ধ গাযওয়ায়ে
বনী যুল-আশীর সংঘটিত হয়।
৪৩। প্রখ্যাত সাহাবী সালমান ফারেসী ------------------- ৫৪ বছর ---------------হি. ২ য় বর্ষ / ৬২৩ খৃ:
রাদিআল্লাহু তাআ'লা আনহুর
ইসলাম গ্রহন।
৪৪। মাসজিদুল আকসা থেকে পবিত্র -------------------- ৫৪ বছর ---------------হি. ২ য় বর্ষ / ৬২৩ খৃ:
কা'বার দিকে কিবলা পরিবর্তন
এবং রমজানের রোজা ফরজ হয়।
৪৫। মুসলমানদের আত্মরক্ষার্থে মহানবী ------------- ৫৪ বছর ---------------হি. ২ য় বর্ষ / ৬২৩ খৃ:
মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর নেতৃত্বে প্রথমবারের মত বৃহত
ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়।
৪৬। মুসলমানদের আত্মরক্ষার্থে মহানবী -------------------- ৫৪ বছর ---------------হি. ২ য় বর্ষ / ৬২৩ খৃ:
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর নেতৃত্বে প্রথম যুদ্ধ গাযওয়ায়ে
বনী সালেম সংঘটিত হয়।
৪৭। মহান আল্লাহ পাক পবিত্র ঈদুল ফিতর ------------------ ৫৪ বছর ---------------হি. ২ য় বর্ষ / ৬২৩ খৃ:
এবং ফিতরার বিধান প্রদান করেন।
৪৮। মহান আল্লাহ পাক সামর্থ্যবান ------------------ ৫৪ বছর ---------------হি. ২ য় বর্ষ / ৬২৩ খৃ:
মুসলমানদের জন্য যাকাতের
বিধান প্রদান করেন।
৪৯। প্রিয় নবীজীর কলিজার টুকরো হযরত ------------------ ৫৪ বছর ---------------হি. ২ য় বর্ষ / ৬২৩ খৃ:
ফাতিমা রাদিআল্লাহু তাআ'লা আনহার
সাথে আলী ইবনে আবি তালিব
রাদিআল্লাহু তাআ'লা আনহুর শুভ
বিবাহ সম্পন্ন হয়।
৫০। মুসলমানদের আত্মরক্ষার্থে -------------------- ৫৪ বছর ---------------হি. ২ য় বর্ষ / ৬২৩ খৃ:
গাযওয়ায়ে বনী কাইনুকা সংঘটিত হয়।
৫১। মুসলমানদের আত্মরক্ষার্থে -------------------- ৫৪ বছর ---------------হি. ২ য় বর্ষ / ৬২৩ খৃ:
গাযওয়ায়ে বনী সাকীফ সংঘটিত হয়।
৫২। মুসলমানদের আত্মরক্ষার্থে -------------------- ৫৪ বছর ---------------হি. ২ য় বর্ষ / ৬২৩ খৃ:
গাযওয়ায়ে বনী গাতফান সংঘটিত হয়।
৫৩। মুসলমানদের আত্মরক্ষার্থে -------------------- ৫৫ বছর ---------------হি. ৩ য় বর্ষ / ৬২৪ খৃ:
গাযওয়ায়ে বনী বাহরাইন সংঘটিত হয়।
৫৪। উম্মুল মুমিনীন হযরত হাফসা বিনতে -------------- ৫৫ বছর ---------------হি. ৩ য় বর্ষ / ৬২৪ খৃ:
উমর রাদিআল্লাহু তাআ'লা আনহুমা,
-এর সাথে মহানবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম শুভ পরিনয়ে আবদ্ধ হন।
নবী প্রেমিক উম্মতের এই উদগ্র আগ্রহ, সীরাত অধ্যয়নের অন্তহীন পিপাসা মেটানোর জন্য সীরাত বিশেষজ্ঞ মনীষীগন অতি সম্প্রতি সন অনুসারে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম থেকে ইনতিকাল পর্যন্ত খৃস্টাব্দ ও হিজরি সনের ক্রমানুসারে প্রত্যেক বছরের সবচে' আলোচিত এবং গুরুত্বপূর্ন ঘটনাসমূহের শিরোনাম সম্বলিত একটি অতি সংক্ষিপ্ত 'সীরাত তালিকা' প্রনয়ন করেছেন। যাকে 'একনজরে প্রিয় নবীজীর ৬৩ বছরের জীবন' বলা যায়। নবী প্রেমিক সকলের জন্য তালিকাটি তুলে ধরার এই প্রয়াস। ইনশাআল্লাহ, আশা করি- সীরাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগ্রহী প্রত্যেক লেখক, অনুবাদক, কবি, গবেষক, শিক্ষার্থী এবং পাঠক পাঠিকাগন অবশ্যই এ থেকে উপকৃত হবেন।
অনুপম সৌন্দর্য্যমন্ডিত মসজিদে নববীর ভেতরের নয়নাভিরাম দৃশ্য।
আয় আল্লাহ, আপনি প্রত্যেক নবী প্রেমিককে আপনার হাবিবের রওযা পানে বারবার ছুটে যাওয়ার তাওফিক দান করুন।
পূর্ববতী পর্বগুলো-
'একনজরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনপঞ্জী'- পর্ব-০১
'একনজরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনপঞ্জী'- পর্ব-০২
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১২