'একনজরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনপঞ্জী'- পর্ব-০১
রওজায়ে আতহারের উপরের সবুজ গম্বুজ। এ গম্বুজের নিচে শুয়ে আছেন জগতের শ্রেষ্ঠতম মহামানব প্রিয়তম রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারও মধুমক্ষিকার বিরামহীন গুঞ্জরনে মৌচাক যেমন থাকে কোলাহল মুখর। প্রিয় মাহবূবের বরকতময় রওজায়ে আতহারও দিবসযামী লাখো রাসূল প্রেমিকের বিনীত সালাম আরজ, বিনম্র শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন আর হৃদয়ের অব্যক্ত হাহাকার আর নিরব চোখের অশ্রুতে গমগম করতে থাকা সবুজ গম্বুজ প্রান্তর।
আসুন, প্রিয় নবীর প্রতি প্রিয় দরূদের নজরানা পেশ করে ঠোট সিক্ত করি। হৃদয় তাজা করি-
১) 'আল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। ওয়াছল্লি আলাল মু'মিনীনা ওয়াল মু'মিনাত। ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমাত।'
২) 'যাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা- হুয়া আহলুহূ।'
দয়ার আধার, জগতের শ্রেষ্ঠতম মানব, সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরছালীন, রহমাতুল্লিল আলামীন তথা সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হন প্রিয় রাসূল সাইয়্যিদুনা, হাবিবুনা, শাফিউ'না, শাফিউ'ল উমাম হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর যাপিত জীবনের ছোট বড় প্রতিটি কর্মকান্ড ও ঘটনাই উম্মতের জন্য অতি মূল্যবান দলিল ও জ্ঞাতব্য বিষয়রূপে বিবেচিত এবং সমাদৃত। হাদিস এবং সীরাত বিষয়ক কিতাবসমূহের সুবিস্তৃত আলোচনা নবীপ্রেমিক সাধারন পাঠক/ পাঠিকাদের পক্ষে অধ্যয়ন ও হৃদয়ঙ্গম করা কঠিন। যদিও উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক নারী পুরুষ, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকলেরই অদম্য অভিলাষ- তাদের প্রানাধিক প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্মময় পবিত্র জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আত্মস্থ করার।
পূর্ব প্রকাশের পর-
একনজরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনপঞ্জী--------------বয়স-------------------হিজরী ও খৃস্টাব্দ
১৫। হযরত খাদিজাতুল কুবরা রাদিআল্লাহু ----------------------- ৩৩ বছর ---------------------- ২০ হি. পূর্ব/ ৬০৩ খৃ:
তাআ'লা আনহার গর্ভে দ্বিতীয় কন্যা
সন্তান হযরত রুকাইয়া রাদিআল্লাহু
তাআ'লা আনহার জন্মগ্রহন।
১৬। হযরত খাদিজাতুল কুবরা রাদিআল্লাহু ----------------------- ৩৪ বছর ---------------------- ১৯ হি. পূর্ব/ ৬০৪ খৃ:
তাআ'লা আনহার গর্ভে তৃতীয় কন্যা
সন্তান হযরত উম্মে কুলসূম রাদিআল্লাহু
তাআ'লা আনহার জন্মগ্রহন।
১৭। পবিত্র কাবা শরিফ পুন:নির্মান এবং --------------------- ৩৫ বছর ---------------------- ১৮ হি. পূর্ব/ ৬০৫ খৃ:
হাজরে আসওয়াদ স্থাপন সংক্রান্ত
কুরাইশদের বিবাদ মিমাংসা পূর্বক
মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কর্তৃক স্বহস্তে তা কাবা শরিফে পুন:স্থাপন।
১৮। হযরত খাদিজাতুল কুবরা রাদিআল্লাহু ----------------------- ৩৫ বছর -------------------- ১৮ হি. পূর্ব/ ৬০৫ খৃ:
তাআ'লা আনহার গর্ভে চতুর্থ কন্যা
সন্তান হযরত ফাতিমাতুযযাহরা
রাদিআল্লাহু তাআ'লা আনহার জন্মগ্রহন।
১৯। জাবালে নূর তথা হেরা পর্বতে ধ্যানমগ্ন-------------------- ৪০ বছর ----------------------১২ হি. পূর্ব/ ৬১০ খৃ:
থাকাবস্থায় মহানবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম নবুয়ত লাভ এবং প্রথমবারের
মত পবিত্র কুরআন নাজিল।
২০। হযরত খাদিজাতুল কুবরা রাদিআল্লাহু-------------------- ৪০ বছর ----------------------১২ হি. পূর্ব/ ৬১০ খৃ:
তাআ'লা আনহা, হযরত আবু বকর রাদিআল্লাহু
তাআ'লা আনহু, হযরত আলী রাদিআল্লাহু
তাআ'লা আনহু, পালক পুত্র হযরত যায়েদ
বিন হারেসা রাদিআল্লাহু তাআ'লা
আনহু প্রমুখের ইসলাম গ্রহন।
২১। আল্লাহ পাকের নির্দেশে মহানবী -------------------- ৪৩ বছর ----------------------০৯ হি. পূর্ব/ ৬১৪ খৃ:
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক
প্রথমবারের মত মক্কাবাসীকে সাফা
পাহাড়ের পাদদেশে সমবেত করে
প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রদান।
২২। আল্লাহ পাকের নির্দেশে সাহাবায়ে -------------------- ৪৪ বছর ----------------------০৮ হি. পূর্ব/ ৬১৫ খৃ:
দ্বীন রক্ষার স্বার্থে কিরামের একটি
দলের প্রথমবারের মত মক্কা থেকে
আবিসিনিয়ায় হিজরত।
২৩। কুরাইশ কর্তৃক মহানবী সল্লাল্লাহু -------------------- ৪৪ বছর ----------------------০৮ হি. পূর্ব/ ৬১৫ খৃ:
আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের
মক্কায় 'শিআবে আবি তালিব' নামক
স্থানে অবরুদ্ধ করে রাখে, যা প্রায় তিন
বছরকাল পর্যন্ত স্থায়ী হয়। সর্বোতভাবে
বয়কটের মাধ্যমে মুসলমানদের সকল
অধিকার এমনকি ব্যবসা বানিজ্য ও
খাদ্য দ্রব্য ক্রয় বিক্রয় থেকেও বঞ্চিত
করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়।
তিন বছরের অবর্ননীয় দু:খ ভোগের
পরে মুসলমানগনকে আল্লাহ পাক এই
অবস্থা থেকে মুক্তি দান করেন।
২৪। সাইয়্যিদুশ শুহাদা, মহানবী সল্লাল্লাহু -------------------- ৪৫ বছর ----------------------০৭ হি. পূর্ব/ ৬১৬ খৃ:
আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য হযরত
হামযা এবং উমার ইবনুল খাত্তাব
রাদিআল্লাহু তাআ'লা আনহুমার
ইসলাম গ্রহন।
২৫। 'আমুল হুযন' বা 'দুশ্চিন্তার বছর'। -------------------- ৪৮ বছর ----------------------০৪ হি. পূর্ব/ ৬১৯ খৃ:
এ বছর অভিভাবক চাচা আবু তালেব
এবং প্রিয় সহধর্মিনী হযরত খাদিজা
রাদিআল্লাহু তাআ'লা আনহা
ইন্তেকাল করেন।
২৬। উম্মুল মুমিনীন হযরত সাওদা বিনতে -------------------৪৮ বছর ------------------০৪ হি. পূর্ব/ ৬১৯ খৃ:
জামআ রাদিআল্লাহু তাআ'লা আনহার
সাথে মহানবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
২৭। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা -------------------৪৮ বছর ------------------০৪ হি. পূর্ব/ ৬১৯ খৃ:
রাদিআল্লাহু তাআ'লা আনহার সাথে
মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
২৮। ইসলামের দাওয়াত দিতে --------------------------------৪৮ বছর ------------------০৪ হি. পূর্ব/ ৬১৯ খৃ:
মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে প্রায় ৬৫ কি: মি: দূরবর্তী
তায়েফ অঞ্চল ভ্রমন করেন এবং
তায়েফবাসীগন কর্তৃক নির্যাতিত হন।
২৯। পবিত্র মিরাজে গমন এবং আল্লাহ পাক ------------------৪৯ বছর ------------------০৩ হি. পূর্ব/ ৬২০ খৃ:
কর্তৃক সর্বশ্রেষ্ঠ ইবাদাত দৈনিক পাঁচ
ওয়াক্ত নামায ফরয হওয়ার বিধান
প্রনয়ন করা হয়।
৩০। মিনার অদূরে 'আকাবা' নামক স্থানে ------------------------৪৯ বছর ------------------০৩ হি. পূর্ব/ ৬২০ খৃ:
হজ্জ্ব মৌসুমে সর্বপ্রথম স্বল্প সংখ্যক
মদীনাবাসীর ইসলাম গ্রহন।
৩১। মিনার অদূরে 'আকাবা' নামক স্থানে ------------------------৫০ বছর ------------------০২ হি. পূর্ব/ ৬২১ খৃ:
মদীনা থেকে আগত প্রথম প্রতিনিধি
দলের মহানবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহন ।
৩২। মিনার অদূরে 'আকাবা' নামক স্থানে ------------------------৫২ বছর -------------০৩ মাস হি. পূর্ব/ ৬২২ খৃ:
মদীনা থেকে আগত দ্বিতীয় প্রতিনিধি
দলের মহানবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহন ।
৩৩। প্রিয় সাথী হযরত আবু বকর সিদ্দীক ------------------------৫২ বছর ------------- ২৭ সফর / ৬২২ খৃ:
রাদিআল্লাহু তাআ'লা আনহুকে সাথে
নিয়ে মক্কা থেকে মদীনার উদ্দেশ্যে
মহানবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের হিজরতের সূচনা।
মক্কার বাসস্থান থেকে গার ই সাওরে
আশ্রয় গ্রহন।
৩৪। প্রিয় সাথী হযরত আবু বকর সিদ্দীক ---------------------৫২ বছর ------------- ০১ রবি. আউ./ ৬২২ খৃ:
রাদিআল্লাহু তাআ'লা আনহু, খাদেম
আসলাম ও পথ প্রদর্শক আবদুল্লাহ
বিন উরাইকিতসহ মদীনার উদ্দেশ্যে
মহানবী সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের ঐতিহাসিক হিজরত শুরু।
নবী প্রেমিক উম্মতের এই উদগ্র আগ্রহ, সীরাত অধ্যয়নের অন্তহীন পিপাসা মেটানোর জন্য সীরাত বিশেষজ্ঞ মনীষীগন অতি সম্প্রতি সন অনুসারে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম থেকে ইনতিকাল পর্যন্ত খৃস্টাব্দ ও হিজরি সনের ক্রমানুসারে প্রত্যেক বছরের সবচে' আলোচিত এবং গুরুত্বপূর্ন ঘটনাসমূহের শিরোনাম সম্বলিত একটি অতি সংক্ষিপ্ত 'সীরাত তালিকা' প্রনয়ন করেছেন। যাকে 'একনজরে প্রিয় নবীজীর ৬৩ বছরের জীবন' বলা যায়। নবী প্রেমিক সকলের জন্য তালিকাটি তুলে ধরার এই প্রয়াস। ইনশাআল্লাহ, আশা করি- সীরাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগ্রহী প্রত্যেক লেখক, অনুবাদক, কবি, গবেষক, শিক্ষার্থী এবং পাঠক পাঠিকাগন অবশ্যই এ থেকে উপকৃত হবেন।
রওযায়ে আতহারের উপরে অপরূপ সবুজ গম্বুজের অনুপম সৌন্দর্য্য! তাপিত হৃদয় এখানে এলে প্রশান্তির পরশে স্নিগ্ধ সিক্ত হয়! হৃদয় মন অন্তর জুড়ে পবিত্রতা আর মুগ্ধতার সুবাসিত মলয় প্রবাহিত হয়!
আয় আল্লাহ, আপনি প্রত্যেক নবী প্রেমিককে আপনার হাবিবের রওযা পানে বারবার ছুটে যাওয়ার তাওফিক দান করুন।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১২