পলক ফেলার কোন ফাঁকে যে,
একটি বছর কাটিয়ে দিলাম!
ঝড়া পাতার খুঁনসুটিতে,
বর্ন-ভাষা-ভালবাসার সওদা নিলাম!
শব্দগুলো অবাক জাগে!
শামুক যেমন অচৈতন্যে খোলস খোলে!
বৃষ্টি ভেজা ঘাসের ডগায়,
মনমাতানো সুরের তানে বাতাস দোলে!
কতজনকে নতুন করে পেলাম,
হারিয়ে গেল- আপন ছিল যারা!
ভালবাসার মুড়িয়ে চাদর গায়ে,
কতজন যে- ছন্দে পাগলপারা!
এমনি করেই জীবন ঘড়ির,
ঘুরছে কাটা- মুহূর্তরা যায় হারিয়ে!
এমনি করেই যেতে হবে,
চলে যাব, সকল মায়ার ঘোর কাটিয়ে!
সামু থাকুক চোখের তারায়,
আপন হয়ে- অনেক নিবিড়!
বাংলাটা হোক বিশ্বজনীন,
বিশ্বজুড়ে বাংলা শিবির!
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৭