ইসলামী ক্যালিগ্রাফিতে বরাবরই আমার ভালোলাগার একটি বিষয় জড়িয়ে থাকে। সুন্দর হাতের লেখার প্রচেষ্টায় ছোটবেলা থেকে যে প্রাকটিস চালিয়ে এসেছি এই ক্যালিগ্রাফির প্রতি হৃদয়ের টানের পেছনে সেটিরও কোন ভূমিকা হয়তো থেকে যেতে পারে। অনেকেরই প্রিয় বিষয় এটি। প্রিয় বন্ধুগন, আসুন, অনিন্দ্য সুন্দর আর মনোরম কিছু ক্যালিগ্রাফি দেখে নয়ন জুড়িয়ে নেই-
'আল্লাহ'। বিশ্বপতি, অফুরন্ত দয়ার আধার, মহান আল্লাহর চির সুন্দর, মধুমাখা প্রিয় নাম।
'আল্লাহ'। প্রিয়তম স্রষ্টার প্রিয় নাম।
'আল্লাহ'। অপূর্ব সৌন্দর্য্যের দ্যোতনায় প্রিয়তম স্রষ্টার প্রিয় নাম।
'আল্লাহ'। অসাধারন সৌন্দর্য্যের আভায় বিমোহিত প্রিয়তম স্রষ্টার প্রিয় নাম।
'আশহাদু আল্লা- ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ'। কালিমা শা্হাদাতের অংশ।
দৃষ্টিনন্দন 'বিসমিল্লাহির রহমানির রহীম।'
অনিন্দ্য সুন্দর 'বিসমিল্লাহির রহমানির রহীম।'
অনবদ্য 'বিসমিল্লাহির রহমানির রহীম।'
'সাইয়্যিদুনা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।' প্রিয়তম নবিজীর ততোধিক প্রিয় মধুময় নাম।
'রব্বি আনজিলনী মুনজালাম্মুবা-রকাও ওয়া আনতা খইরুল মুনজিলীন।'
'হে আমার প্রতিপালক, আমাকে অবতরন করান বরকতপূর্নভাবে। আর আপনি তো উত্তম অবতরন করানেওয়ালা'।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:২৯