আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ। সকল ছানা, শুকরিয়া, প্রশংসা, স্তুতি কেবলমাত্র আমার মহান রবের জন্য যিনি তাঁর পবিত্র আলয়ে তাঁর ঘরের পানে, মক্কাতুল মুকাররমায় ডেকে নিয়েছেন এই অধমকে। কালো গিলাফে আবৃত তাঁর ঘরের সৌন্দর্য-সৌকর্য সচক্ষে দেখার সুযোগ দিয়েছেন।
প্রিয়তম রবের প্রিয় ঘর দেখে দেখে এ অতৃপ্ত নয়ন দু'ফোটা অশ্রুর নজরানা পেশ করতে পেরেছে। এত দিন দূরে ছিলাম, প্রিয় কা'বা কে বাস্তবের চোখে দেখিনি। হৃদয়ের অনুভবে কা'বা ছিল মূর্তমান। আর আজ সকল বাধা বিপত্তি পেরিয়ে হাজার হাজার মাইলের দূরত্বকে পেছনে ফেলে প্রিয় কা'বার সম্মুখে নিজেকে ভাবতেও হৃদয় ভরে ওঠে।
চর্মচক্ষে প্রথম কা'বা দর্শন:
২২ সেপ্টেম্বর ২০১৭। বাইরের চত্বর পেরিয়ে গুটি গুটি পায়ে ক্রমশ: কা'বার ভেতরের দিকে যখন অগ্রসর হচ্ছিলাম অন্যরকম এক অনুভূতিতে হৃদয় মন আচ্ছন্ন হয়ে আসছিল। 'বিসমিল্লাহি অচ্ছলাতু অসসালামু আলা রসূলিল্লাহ আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক' -বলে আব্দুল আযীয গেইট দিয়ে ভেতরে প্রবেশ করে একটু অগ্রসর হতেই প্রথমে নজরে পরে প্রিয় কা'বার একাংশ। আল্লা্হু আকবার! চোখ অজান্তেই অশ্রু বর্ষন করছে! হৃদয় বিগলিত হচ্ছে! অন্তর চৌচির হচ্ছে! আমার রবের ঘর! পৃথিবীর প্রথম ঘর! আমার মালিকের ঘর! আমার সামনে! আল্লাহু আকবার! আমার মালিক, আমার রব, তিনি কতইনা ক্ষমাশীল! আমার মত গোনাহগার অধমকেও তিনি তাঁর ঘর দেখার কিসমত দিয়েছেন! মুখ থেকে অজান্তেই অস্ফুটে বেরিয়ে আসে পরম প্রিয় স্বত্বার শোকর-শুকরিয়া- 'আয় আল্লাহ, আপনি কতই না মহান! আপনার শান প্রকাশ করে- ক্ষমতা কার! আপনি কাউকে বঞ্চিত করেন না। সকলের তরে আপনার রহম অবারিত।'
আস্তে আস্তে সামনে অগ্রসর হচ্ছি আর প্রিয় কা'বার সান্নিধ্য-সন্নিকট্য বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমার মন তখন হারিয়ে গেছে অন্য কিছুতে। অন্য চিন্তায়। অন্য ভাবনায়। অন্য সময়ে। এখন থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে। এই কা'বায়ই তো নামাজ পড়তেন প্রিয় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চত্বরেই তো তাঁর পবিত্র মস্তকে সিজদারত অবস্থায় উটের নাড়িভূঁড়ি চাপিয়ে দিয়েছিল দুষ্ট কাফিরগন। এই প্রিয় প্রাঙ্গনেই তো তিনি উপবিষ্ট হতেন তাঁর প্রিয় সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে। এখানের পরতে পরতে ছড়িয়ে রয়েছে প্রিয় নবীজীর কতইনা স্মৃতি। পদধূলি। পদস্পর্শ। আহ ধন্য এ মাটি! কতই না মোবারক তোমার কিসমত!
এসকেলেটরে করে ধীরে ধীরে নেমে এলাম নীচে। মাতাফে। এবার পুরোপুরি কা'বার সামনে। উম্মুক্ত কা'বা। আমার সামনে। কালো গিলাফে ঢাকা। প্রিয়তম কা'বা। স্বপ্নের মত লাগছে। কা'বার সামনে আমি! আমার সামনে কা'বা! কোন পর্দা ছাড়াই! কোন দূরত্ব ছাড়া! আল্লাহু আকবার! পোড়া চোখ মানে না। পাপে দগ্ধ ভোঁতা দৃষ্টি তাকাতে চায়। এবং তৃষ্ণার্ত চাতকের মত করে ভেজা চোখে তাকালাম। পূর্ন চোখে। কা'বা দেখছি। বিস্ময়াবিভূত হচ্ছি! কা'বার সৌন্দর্যে! কালো গিলাফের এত সৌন্দর্য থাকে!
বিভিন্ন সময় সংগৃহীত পবিত্র কা'বা শরীফের কিছু অসাধারন ছবি যুক্ত করে দেয়া হল। আল্লাহর ঘরের সৌন্দর্য্য প্রত্যক্ষ করার অভিপ্রায়ে মুখিয়ে থাকেন যারা। আশা করি ভাল লাগবে প্রত্যেকের।
কা'বা শরীফের দরজা। যাকে মুলতাযাম বলা হয়। এটি দোআ কবুল হওয়ার জায়গা।
কা'বা শরীফের দরজার আরেকটি ছবি।
মুসল্লিদের ভীরে টইটম্বুর পবিত্র কা'বা যেন জনসমুদ্র।
অচিন্ত্যনীয়! প্রার্থনাকারীবিহীন পবিত্র কা'বার এক ঝলক।
পুরো কা'বা কম্পাউন্ডের অনুপম দৃশ্য।
রৌদ্রকরোজ্জ্বল পবিত্র কা'বা।
উপর থেকে নেয়া অন্যরকম একটি ভিউ।
অল্প সংখ্যক তাওয়াফকারী আর রৌদ্রজ্জ্বল বাইতুল্লাহ।
কাছে থেকে তোলা অন্যরকম বাইতুল্লাহর ছবি।
অনন্য সাধারন আরেকটি ছবি।
কষ্ট করে মূল্যবান সময় ব্যয় করে এই ব্লগটি যারা পাঠ করলেন শুভকামনা প্রত্যেকের জন্য। এবং যারা করেন নি তাদের প্রতিও শুভেচ্ছা অফুরান। আল্লাহ পাক প্রত্যেক প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করুন। আমীন।
চলবে...
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৫