ফিলিস্তিন!
হায়রে ফিলিস্তিন!!
হায়রে নাস্তানাবুদ ফিলিস্তিন!!!
হায়রে অধিকার বঞ্চিত ফিলিস্তিনের মুসলমান!
তোমাদের হৃদয় পোড়ার গন্ধে আমরাও অস্থির অধীর বেকারার হই!
তোমাদের বাস্তুচ্যূত করার সময় প্রতিবার আমরাও ভিটে মাটিহীন - বাস্তুহারা হয়ে যাই!
তোমাদের শরীরে বিদ্ধ হয়ে যাওয়া শত্রুর নিক্ষিপ্ত প্রতিটি স্পিলিন্টারের আঘাত
আমাদের এফোড় ওফোড় - জখম করে!
প্রতিবার আমরা অাহত হই! রক্তক্ষরন হয় আমাদের ভেতরেও!
তোমাদের শিশুদের নিষ্পাপ কঁচি দেহগুলো বুলেটের আঘাতে যখন ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন হয়
এবং তোমাদের ক্রোড়ে শোভা পায় নিথর নিস্তব্দ কঁচি সোনা মুখ
আমাদের- এই আমাদেরও তন্ত্রীগুলো বেমালূম ছিঁড়ে যায়-
আমাদেরও হৃদয়ের গহীন থেকে অস্ফুটে উচ্চারিত হয়-
তোমাদের মুক্তির শ্লোগান-
আমিতো মিছিল দেখি- লক্ষ কোটি মানুষের অযুত কন্ঠে গগন বিদারী শব্দে
মিছিলের পর মিছিল-
আল আকসার পবিত্র প্রাঙ্গনে-
পৃথিবীর নিপীড়িত শোষিত সব বনি আদমের বিশাল গনজমায়েত
লেজকাটা শিয়ালের দল - আধুনিক শান্তির সমৃদ্ধির নতুন বসুধা গড়ার পথের কাঁটা
দখলদার জারজ জাতির জারজ সন্তানদের পালিয়ে যাওয়া
প্রত্যক্ষ করা বড়ই উপভোগ্য লাগে আমার কাছে-