গরু রচনা
গরু
- তুমি গৃহপালিত
তুমি সুন্দর, তুমি নিরীহ
তোমার দু' জোড়া শিংকে করি সমীহ

আছে চার পা, দু চোখ, দু' কান
আছে চুলযুক্ত পুচ্ছ - গুচ্ছ গুচ্ছ
মশা মাছি তার কাছে তুচ্ছ

এমনিতে তুমি কুল্হেড - ঠিক যেন হাশিম আমলা
কিন্তু চটে গেলে করো শিং দিয়ে হামলা

- লে ঠেলা সামলা
দাও তুমি দুগ্ধ
তাতে মিশায়ে জল
- বেচে গোয়ালা
তাই খেয়েই আমরা মুগ্ধ
যেখানে দেখো ঘাস-লতা-পাতা-খড়
-ভাতের মাড়
সেখানেই ব্রেকফাস্ট-লাঞ্চ আর
- ডিনার
(করো সাবার)

দন্তপাটি একখানিই
- তাতেই কাটো জাবর
তোমার বুদ্ধি দেখলে পরে
লজ্জা পাবে বাবর

ডাকো তুমি সারাদিন
- হাম্বা হাম্বা
আরেকটু সুরে ডাকলে হয়তো
ডাকতো তোমায় বামবা
কুরবানির আগের রজনী
কাটাও অস্থির চিত্তে - একাকী অসহায়

হায়!
ছুড়ি-রামদার ঝনঝনানি, দেয় তাতে শানাই
- কসাই
পাও কি শুনতে তোমার মৃত্যু সাঁনাই

তোমার চামড়া বড়ই মূল্যবান
- তা জানি
হুজুরেরা করে তা নিয়ে টানাটানি
মাদ্রাসার নাম করে চামড়া যায় হাজারিবাগে!
কিন্তু -
তোমার কি এসে যায় তাতে
হায়!
তুমি তখন বিদায় লয়েছো এ ধরনী হতে!
ও গরু, তুমি আমার
প্রিয় সবচাইতে!
খাবার টেবিলে
ভুনা-শুকনা-ভাজি ঝুরঝুরি
ভালোবাসি তোমার মগজ, পায়ের হাড়
- আর ঐ ভুড়ি
বলে যেতে চাই শুধু উপসংহারে
শান্তি পাই আমি শুধু তোমার সংহারে!

প্রেরণা: অপরবাস্তব ৪ এ প্রকাশিত একাধিক 'গদ্য-ন্যয়-পদ্য' এই কাব্য নামের কলঙ্কের প্রেরণা হিসেবে কাজ করেছে। আগামীবার আপনাদের দেখাবো কি করে সংবাদপত্রের রিপোর্ট বা আর্টিকেল থেকে কবিতা লিখতে হয়।

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৩