somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউটিউবে ঢুকতে পারছেন না? :-B এই পোস্টেই ইউটিউব জনিত সকল সমস্যার সমাধান রয়েছে ;) B-) :#) , ডাউনলোডসহ বিস্তারিত :-0

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউটিউব বন্ধের খবর হয়ত কারো অজানা নয়। অনেকে বলছেন ইউটিউবে তাঁরা ঢুকতে পারছেন আবার আমার মত অনেকেই ঢুকতে পারছেন না। :(( আমি অনেক কে এই ব্যাপারে জিজ্ঞাসা করে জেনেছি তারাও ঢুকতে পারছেন না। আমি তো কোন টিউটোরিয়ালই ডাউনলোড দিতে পারছিলাম না। আগে যদিও https দিয়ে ঢুকা যেত এখন সেটাও বন্ধ করার ফলে ইউটিউব থেকে আমরা অনেকেই পুরোপুরি বিচ্ছিন্ন। তবে যাই হোক, এসব নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার মানে নেই। যারা ইউটিউবে ঢুকে অনন্ত ষ্যাড়ের ভিডু দেখতে পারছেন তাদেরকে অভিনন্দন। আর যারা পারছেন না তাঁরা এই পোস্টটি দেখুন। :#) অনন্ত ষ্যাড়ের ভিডু শুধু অনলাইনে দেখাই না বরং বিভিন্ন কোয়ালিটিতে ডাউনলোড করাও শিখে যাবেন B-) :D B-))

আগেই বলে রাখি আমি এই পদ্ধতিতে 360px এর ভিডিও আটকানো ছাড়াই দেখতে পেরেছি (সবই জ্বলিল ষ্যাড়ের দয়া ;) )

কথা না বাড়িয়ে সরাসরি আমার পোস্ট শুরু করছি।

►►যেভাবে ইউটিউবের ভিডিও স্ট্রিমিং করে দেখবেন:◄◄

প্রথমেই এই লিঙ্ক থেকে Ultra Surf ডাউনলোড করে নিন। [১.৫ মেগাবাইট]
✔এখন ফাইলটি আনজিপ করুন



✔এর মধ্যে u1203 নামের একটা এক্সিকিউট্যাবল ফাইল দেখবেন। সেটা ওপেন করুন



✔কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আল্ট্রাসার্ফের ছোট একটি উইন্ডো ওপেন হয়েছে। আরেকটু অপেক্ষা করলে Successfully Connected To Server লেখা আসবে। এর মানে হল আপনার আইপি বদলে গিয়েছে। :)



✔আল্ট্রাসার্ফ ওপেন করলে আবার একই সাথে Internet Explorer চালু হয়। সেটা কেটে দিতে পারেন। আমাদের সব কাজ ফায়ারফক্স বা গুগল ক্রোমেই করতে হবে B-)

✔এখন যেকোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন ও ইউটিউব এ ভিসিট দিন। http নাকি https কোনটাই জানার দরকার নাই।



✔দেখুন ইউটিউব ওপেন হচ্ছে :D। এবার সার্চ বক্সে যে ভিডিও খুঁজছেন সেটা লিখে সার্চ দিন। আমি আপাতত জ্বলিল ষ্যাড়ের ‘ইশপিড ঢু অর ঢাই’ সার্চ দিলাম :)। বাহ, সার্চ দেওয়ার আগেই ষ্যাড়ের মুভি হাজির। লিঙ্কে ক্লিক করেন।



✔এইবার দেখেন ইউটিউবে ষ্যাড় ব্যায়ম করছেন! :-& :P তাকে ডিস্টার্ব কৈরেন না কইলাম X(



✔ষ্যাড় ব্যাম করতে থাকুন আর আপনারা ইউটিউবে ভিডু দেখতে থাকুন। ;)
ষ্যাড়কে দেখলেই তো আর হবে না। হাড্ডিতেতো ষ্যাড়ের মুভির ধূলা রাখা চাই! তাই না? :)। চলুন দেখি এবার ডাউনলোড করবেন কীভাবে। :D

►►ইউটিউব থেকে যেভাবে ভিডিও ডাউনলোড করবেন:◄◄
এখানেও আল্ট্রাসার্ফকে লাগবে, তাই সফটওয়্যারটা ক্লোজ না করে নিচের কাজগুলো করুন। :)

যদি ভিডিও IDM দিয়ে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ফায়ারফক্সের জন্য Flashgot নামের একটি অ্যাডন ইন্সটল করতে হবে। 8-|

►►►Flashgot ইন্সটলেশন:◄◄◄

এই লিঙ্কে যান , (গুগল ক্রোম ইউজাররা এই অ্যাডন টি ব্যবহার করে দেখতে পারেন) Add to Firefox বা Download যাই আসুক না কেন তাতে ক্লিক করুন:



❖এবার নতুন উইন্ডো আসলে Install এ ক্লিক করুন:



❖ফায়ারফক্সে অ্যাডন ইন্সটল হয়ে গেলে রিস্টার্ট দিন:



❖ফ্ল্যাশগট ইন্সটলেশন কম্প্লিট!

►►►ভিডিও ডাউনলোড ও জাভা ইন্সটলেশন:◄◄◄

■যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটার লিঙ্ক কপি করুন:



■এবার কিপভিড এ যান, লিঙ্কটি পেস্ট করুন ও Download এ ক্লিক করুন:



✰✰✰গুরুত্বপূর্ণ: আপনার পিসিতে যদি জাভা ইন্সটল করা না থাকে কিংবা ব্রাউজারে জাভা অফ করা থাকে তাহলে নিচের কথা বলবে- ‘Java has not installed or has been disabled’ (যাদের জাভা ইন্সটল ও অ্যাক্টিভেট করা আছে তাঁদেরকে এরকম কিছুই দেখাবে না, তাই জাভাওয়ালাদের ‘গুরুত্বপূর্ণ’ অংশগুলো না পড়লেও হবে)



✰✰✰গুরুত্বপূর্ণ: ঔ লিঙ্কে ক্লিক করে জাভা ডাউনলোড না করে আপনি এখান থেকে জাভার অফলাইন ইন্সটলার ডাউনলোড দিন। ৩২ বিট আর্কিটেকচারের জন্য জাভার ডাউনলোড লিঙ্ক ; ৬৪ বিট আর্কিটেকচারের জন্য জাভার ডাউনলোড লিঙ্ক। [প্রায় ৩০ মেগাবাইট]

■জাভা ডাউনলোড শেষে ওটাকে ওপেন করুন।



■Install এ ক্লিকান:



■ইন্সটল হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করুন:



■ইন্সটল শেষে Close এ ক্লিক করুন:



■এবার কিপভিডে গিয়ে আবার লিঙ্ক পেস্ট করুন ও ডাউনলোড এ ক্লিক করুন:



■এখন উইন্ডোজের Security Warning আসতে পারে :P , টিক দিয়ে Ok বাটনে ক্লিকান:



■এবার প্রথমে Loading Java Applet কথাটা আসবে ও পরে কিছুক্ষণের মধ্যে বেশ কিছু কোয়ালিটির জন্য আলাদা ডাউনলোড লিঙ্ক পাবেন :)

■এবার যে কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চান সেটাতে ক্লিক করুন: (যেহেতু জ্বলিল ভচের মুভি তাই হাই কোয়ালিটিতে ডাউনলোড না দেওয়া ক্ষমার অযোগ্য অপরাধ :( )



■এবার ফায়ারফক্সের নতুন উইন্ডো আসবে, Flashgot এ টিক দিন, ড্রপডাউন মেনু থেকে Internet Download Manager সিলেক্ট করুন তারপর OK বাটনে ক্লিক করুন:



■১০-১৫ সেকেন্ড অপেক্ষা করুন, আপনার আইডিএম হাজির হবে এইভাবে ডাউনলোড উইন্ডো নিয়ে B-)



■আমার ইন্টারনেট স্পিড 64kBps তাই আমি সে স্পিড ই পাচ্ছি, ভচের মুভি হওয়াতে 5kBps বেশি পাচ্ছি :D


■এবার আপনাদের মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন আশা করি ঘুরঘুর করছে। :P যদি তাই হয় তাহলে নিচের ফ্রিক্যুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস অংশটুকু দেখুন। কিছু প্রশ্নের উত্তর পেলেও পেতে পারেন :)

(আপডেট)আইপি হাইডিং ছাড়াই যেভাবে ভিডিও দেখবেন ও ডাউনলোড করবেন:

■ প্রথমে এই লিঙ্কে যান, http://www.youtube.com লিখুন তারপর Browse বাটনে ক্লিক করুন:



■ দেখবেন ইউটিউব ওপেন হয়েছে, এবার যে ভিডিও দরকার সেটা সার্চ দিন:



■ এখন সার্চ রেজাল্টের যে ভিডিওটি দেখবেন বা ডাউনলোড করবেন সেটার লিঙ্ক রাইট ক্লিক করে কপি করুন:



■ লিঙ্কটি যেকোন অ্যাড্রেস বার বা টেক্স এডিটরে পেস্ট করুন:



■ যেখানে rctea.info আছে সেটা কেটে youtube.com লিখুন:



■ এইরকম হবে তাহলে, সম্পূর্ণ লিঙ্কটি কপি করুন:



■ এখন rctea সাইট টি যেখানে ওপেন করেছিলেন সেখানের অ্যাড্রেস বারের নিচে URL এর পাশে একটা নীল রঙয়ের বক্স আছে, সেখানে লিঙ্কটি পেস্ট করে Enter চাপুন :)



■ এবার ভিডিওটি ওপেন হবে



■ ইচ্ছা করলে ডাউনলোডও করতে পারবেন IDM দিয়ে প্রক্সি না বদলিয়েই :)




এটাই ছিল আপডেট :D

►►►ফ্রিক্যুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস:◄◄◄
→প্রশ্ন: সফটওয়্যারটা কি ক্লিন? নাকি জ্বলন্ত ভাইরাসে গিজগিজ করছে? :-<
●উত্তর: হ্যাঁ সফটওয়্যারটা একদম ক্লিন। না হলে জ্বলিল ভচের মুভি নামাতে গেলেই ওয়ার্নিং দিত ‘ভাইরাস ফাউন্ড’ বলে। যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে কষ্ট করে এখান থেকে ভাইরাস টোটালের রিপোর্ট টা দেখুন। কিছু আন্টি সন্দেহ করলেও বলে দিয়েছে এটা ওদের সার্ভার স্ক্যানিং করে কিন্তু ভাইরাস নয়। :D

→প্রশ্ন: এটা তো আইপি হাইডিং সফটওয়্যার! কত্ত ট্রাই করলাম!! এসব সফট তো নেটের স্পিড এর বারোটা বাজায়, এইসব পুরান জিনিস নিয়া আসেন কেন?
●উত্তর: আমার ব্লগের শিরোনামেই দেওয়া আছে এটা আমার হাবিজাবি লেখার সমাহার। তাই একটু হাবিজাবি জিনিস হজম করতে হবে সেটাই স্বাভাবিক। :P এটাও আইপি হাইডিং সফটওয়্যার! তবে অন্যগুলার মত না যে নেটের স্পিডের ২৫টা বাজাবে। এটি ফ্রি হলেও নেটের স্পিড খুবই ভাল পাওয়া যায়। না হলে ভচের মুভি একবারও না আটকেই দেখতে পেলাম কীভাবে? :-P

→প্রশ্ন: এভাবে আইপি হাইড করলে তো সহজেই বোঝা যায়!
●উত্তর: মোটেও না, এই সফটওয়্যারটা অন্যান্যগুলোর মত নয়। এটা অনেক বেশি সিকিউরড। দেখুন whatismyip সাইট টি বুঝতে পারছে না এখানে প্রক্সি ব্যবহার করা হয়েছে।



প্রশ্ন: আমার নেটের স্পিড কত হলে না আটকিয়েই ৩৬০ পিক্সেলের ভিডিও অনায়াসে দেখতে পারব?
●উত্তর: ন্যূনতম 64kBps হতে হবে। এর নিচে গেলে আটকানোর সম্ভাবনা খুবই বেশি।

→প্রশ্ন: আমি গুগল ক্রোমে কাজটা করতে চাই! কীভাবে করব?
●উত্তর: গুগল ক্রোমের জন্য অ্যাডনের লিঙ্ক দিয়েছি। কাজ না করলে আমি দায়ী থাকব না। :P

→প্রশ্ন: ভিডিও ডাউনলোডের সময়ও কী আল্ট্রা সার্ফ চালু রাখতে হবে?
●উত্তর: অবশ্যই! চালু না রাখলে ডাউনলোড নাও হতে পারে। সবই কি আর জ্বলিল ভচের মুভি নামাবেন যে আইপি হাইডিং বা নেট ছাড়াই মুভি ডাউনলোড করবেন? :P

→প্রশ্ন: আল্ট্রা সার্ফ ওপেন করলেই খালি IE ওপেন হয়! X( এর প্রতিকার কী?
●উত্তর: Ultra Surf>Option এ গিয়ে Open IE Automatically এর টিক উঠিয়ে ওকে দিন। পরের বার আল্ট্রা সার্ফ ওপেন করলে আর এটা দেখাবে না :D

প্রশ্ন: ভিডিও চালু করলে তো IDM সরাসরি আসে ডাউনলোড করার জন্য! এত ফাউল নিয়মে গেলেন কেন?
●উত্তর: হুম, তা আসে। তবে সমস্যা হল আইডিএম জিজ্ঞাসা করে না (অন্তত আমার ক্ষেত্রে জিজ্ঞাসা করে নি) যে আপনি কোন কোয়ালিটির ভিডিও নামাতে চান? যদি আপনি সবই flv এর মিডিয়াম কোয়ালিটি নামাতে চান তাহলে আপনাকে ‘মোস্ট ওয়েলকাম’ জানাই। যদি কোয়ালিটি নিয়ে খুঁতখুঁতে হন তাহলে এই পদ্ধতিই ভাল। এতে আপনার পছন্দমত কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। :)

→প্রশ্ন: ভিডিও এইভাবে ডাউনলোড করে রিজিউম সাপোর্ট পাব?
●উত্তর: সবভাবেই রিজিউম সাপোর্ট পাবেন তবে রিজিউম সাপোর্ট পাওয়ার আগে আল্ট্রা সার্ফ চালু করে নেবেন।

→প্রশ্ন: আমি জাভা ডাউনলোড করেছি কিন্তু তারপরও লিঙ্ক আসছে না। :(
●উত্তর: ফায়ারফক্স হলে Add-ons>Plugins এ যান Java Runtime এর পাশে Enable এ ক্লিক করে ব্রাউজার রিস্টার্ট দিন। এবার ট্রাই করে দেখুন।

→প্রশ্ন: এইভাবে ডাউনলোড করলে স্পিড অনেক কম আসছে :(
●উত্তর: ইউটিউবে ভিসিট দিতে পারছেন আর ডাউনলোড করতে পারছেন তাইই তো বেশি! আরও স্পিড চাইলে একটা AMD কোর আই সেবেন কিনে নেন। মডেম ক্যাবল ছাড়াই 70MBPS :P

→প্রশ্ন: সব ভুয়া, কিচ্ছু বিশ্বাস করি না! :-P
●উত্তর: হ সবই ভুয়া। শটগুলা আমারে জ্বলিল ষ্যাড়ে দিছে। আপনারে তো কই নাই বিশ্বাস করাই লাগবো। :D

→প্রশ্ন: আমার এখানে ইউটিউব ওপেন হচ্ছে। :-P এত ঝামেলা করার মানে কী?
●উত্তর: আমরা যারা ইউটিউব ওপেন করতে পারছি না তাদের জন্য এই পোস্ট! আপনার ওখানে ইউটিউব ওপেন হলে জ্বলিল ভচের মুভি দেখেন গিয়া। ডিস্টার্ব দিয়েন নাতো X(

→প্রশ্ন: KeepVid ছাড়া অন্য কোন সাইট নাই?
●উত্তর: আছে, SaveVid নামে। তবে সেটাতেও জাভা লাগে :-P

প্রশ্ন: লেখা লাল করলেন কীভাবে?
●উত্তর: কমুনা, জ্বলিল ভচে শিখাইসে আর সবাইরে কইতে মানা করছে :D

→প্রশ্ন: আপাতত কোন প্রশ্ন মনে আসছে না।
●উত্তর: যখন মনে প্রশ্ন আসবে তখন জিজ্ঞাসা কইরেন! :P

আর কপি পেস্টের ব্যাপার যেন লিঙ্ক পর্যন্তই থাকে :-0 ;)

►►►ট্রাবলশ্যুটিং:◄◄◄

কাজ শেষে অবশ্যই সফটওয়্যারটিকে Exit চেপে স্বাভাবিকভাবে বন্ধ করবেন নাহলে এটা আপনার ইন্টারনেট কানেকশন ব্লক করে দিতে পারে। যদি সফটওয়্যারটি ঝামেলা করে তাহলে Ctrl+Shift+ESC চেপে টাস্ক ম্যানেজার ওপেন করবেন>Processes এ যাবেন ও u1203 তে ক্লিক করে End task এ ক্লিক করবেন। এবার ব্রাউজার থেকে যেকোন সাইট ওপেন করে দেখুন, তাহলে দেখবেন সমস্যাটি আর নেই। :D



►►►অপ্রাসঙ্গিক বক্তব্য:◄◄◄
আজকে ইউটিউব কালকে গুগল এর পরে নিশ্চয়ই সব কিছুই বন্ধ করে দেবে। :( এরপর পার্সোনাল ব্লগ চালাতে গেলে লাখটাকা ছাড়া নিশ্চয়ই একটা কথাও বলা যাবে না। যারা এইসব নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের প্রোফাইল পিকচার ও ফেসবুক কভার বদলাচ্ছেন তারা আমার বানানো প্রোপিক আর কভার ব্যবহার করতে পারেন। :)





প্রোপিক ও কভারের ডাউনলোড লিঙ্ক [350KB]

প্রোপিকটি ফেসবুক, সামু ও গ্র্যাভাটারে অনায়াসে মিলে যায়। সমস্যা হওয়ার কথা না। আর কভারটা ফেসবুকের কভারের রেজোলিউশন (851*315) অনুযায়ী বানানো হয়েছে। তাই কভারটা কোন বাড়তি ঝামেলা ছাড়াই আপনাদের প্রোফাইলে মিলে যাবে। :)

সেফ হওয়ার পর এই প্রথম পোস্ট দিলাম। পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। কারও কোন অসুবিধা থাকলে কমেন্টে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদান্তে-

সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
১০৬টি মন্তব্য ১০৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্তমান সরকারের দায়িত্বশীল মানুষজন কি ' হাসিনা সিন্ড্রোমে 'ভুগছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১০


আপনি কি ধরণের কথা বলেন তার উপর আপনার ব্যক্তিত্ব অনেকটাই নির্ভর করে। পরিস্থিতি বুঝে কথা না বললে শ্রোতার মধ্যে বিরক্তি দেখা দেয়। আর... ...বাকিটুকু পড়ুন

যেখানে যাহারে জড়াইয়া ধরেছি- তারই কপাল পুড়েছে......

লিখেছেন জুল ভার্ন, ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৯

ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে ফটোসেশন করে গণতান্ত্রিক বিশ্বের বৃটেনের ঋষি সুনাক ও আমেরিকার জো বাইডেন ডুবে যাবার পর ক্যানাডার জাস্টিন ট্রুডো লেটেস্ট ভিকটিম। পুতিনের সাথে ছবি তুলে টিউলিপ যায়যায় অবস্থা।... ...বাকিটুকু পড়ুন

বই মলাট দেওয়ার সেই সময়গুলো ....

লিখেছেন অপু তানভীর, ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৬



ছবি কার্টেসী Atick Arts

আজকে ফেসবুকে উপরের ছবিটা চোখে পড়ল আজকে। পুরোনো সেই দিনের কথা মনে পড়ে গেল। আগে আমাদের নতুন বছর শুরু হত ঠিক এই ভাবেই। স্কুল থেকে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বের উন্নত দেশগুলোতে ডানপন্হীরা ক্ষমতা দখল করেছে এবং আরো করবে!

লিখেছেন জেনারেশন৭১, ১৩ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৭



বিশ্বব্যাপি ট্রাম্প সিন্ড্রোম দেখা দিয়েছে: আমেরিকা, ইতালী, ফ্রান্স, জার্মানী, দ: কোরিয়া ও পুরো ইউরোপে ডানপন্হীরা ক্ষমতা দখল করেছে, কিংবা করবে। শুধুমাত্র ভারত ভালো দিকে যাচ্ছে ক্রমশ, মোদীর দল... ...বাকিটুকু পড়ুন

'জেনারেশন-৭১' নিকের উপর থেকে সকল প্রকার ব্যান উঠিয়ে নেয়া হউক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৬


সোনাগাজী/ফারমার/চাঁদগাজী/খেলাঘর কে চিনেন না এমন একজন ব্লগার সামুতে আছেন কিনা সন্দেহ আছে। বর্তমানে তিনি পূর্বের সকল নিক ব্যান খেয়ে জেনারেশন-৭১ নিকে ব্লগিং করছেন। তিনি সামুর একজন... ...বাকিটুকু পড়ুন

×