প্রিয় সংখ্যাগরিষ্ঠ আস্তিক সম্প্রদায়, আগে একটা গল্প বলিঃ
৭১'এ পাকিস্তানী আর্মীর হাতে ধরা পরে সিরাজগঞ্জের হাসনা বানূ
ছয় মাস ক্যাম্পে ধর্ষিতা হন
বিজয়ের পর মুক্তিযোদ্ধারা তাকে উদ্ধার করে
গ্রামে ফিরে আসে হাসনা বানূ
মুক্তিযোদ্ধা কৃষক স্বামী ..
যুদ্ধ শেষে সেও ফিরে আসে
কোনরকম সংস্কারের ধার না ধেরে তাকে ঘরে তোলে
শ্বশুর শ্বাশুরী গাই গুই করলেও তার স্বামী সব কিছু ম্যানেজ করে ফেলে
হাসনা বানূর দিন আবার মোটামুটি চলতে শুরু করে ।
গ্রামে কিছু কাঠ মোল্লা ছিল ... হাসনা বানূর সুখ তাদের সহ্য হলো না ..
ফতোয়া দিলো হাসনা বানূরে গ্রামে রাখা ঠিক না ... গ্রাম অপবিত্র হবে .. তাকে তালাক দিতে হবে ... নাইলে তার শ্বশুর বাড়ির সবাইকে একঘরে করে রাখা হবে ..
স্বামী তালাক দেয়নি তবে বাধ্য হয়েছে হাসনা বানূকে ঘর থেকে বের করে দিতে ..
এদিকে হাসনা বানূর বাপের ঘরে তার জায়গা হয় না সেই একই ফতোয়ার কারণে ..
তাকে থাকতে হয় গ্রামের অদূরে
বন-জঙ্গল আর নদীর তীরে
সারাদিন লুকিয়ে থাকে .. শুধু রাত্রে কুকুর শিয়ালের সাথে খাবার জোগার করতে গ্রামে বের হত ।
খেয়াল করুন প্রিয় পাঠক, পৃথিবীর অন্যতম সেরা আর্মিকে যুদ্ধ করে হারিয়েছিল যে স্বামী ... সে কিন্তু হেরে গিয়েছিল .. নিজ গ্রামের কয়েকটা লুঙ্গি পড়া নেংটি মোল্লার কাছে ।
পৃথিবীর অন্যতম সেরা আর্মিকে যুদ্ধ করে হারিয়েছিল যে জাতি .. যে দেশ .. যে মানুষগুলো .. যে আমরা .... ... সেই আমরাই কিন্তু হেরে গিয়েছিলাম .. আমাদের দেশের অসংখ্য লুঙ্গি পড়া নেংটি মোল্লার কাছে ।
এবং আমরা হেরে আছি ... হেরেই যাচ্ছি ।
একবার ভেবে বলুনতো .. এই নেংটি হুজুরদের শক্তির উৎস কি ?
প্রথম উত্তরে যদি বলেন আরব্য অনুদান .. তাহলে আপনি নিম গাছেই আমের সন্ধানে ব্যস্ত ।
না .. এদের আসল শক্তি এই আপনি নিজে ..
আপনারা যারা ধর্মের ধ" শুনলেই চোখ নামিয়ে ফেলেন ..
... পানের রস চুইয়ে পড়া মুখে আরবী বানী শুনলেই হাটু ভাজ করে বসে
পড়েন ।
আপনাদের ধর্ম'বিশ্বাস ( বা ধর্মভয় বা অন্ধত্ব বা ধর্মান্ধতা ) সেই রসেই এই নেংটি মোল্লাদের কাল-বৃক্ষ ... শত-হাজার শাখা-প্রশাখা সমৃদ্ধ এক মহীরুহ ..
তাই তারা মাদ্রাসায় জঙ্গী ট্রেনিং দিতে ভয় পায় না .. কারন প্রশাসনে আপনারাই আছেন ..
তাই তারা জুমার দিনে সাইকেল চালিয়ে মসজিদের পাশ দিয়ে হিন্দু কেউ গ্যালে তাকে পিটিয়ে মেরে ফেলতে ভয় পায় না .. কারন আপনিও যে তাদের গোত্র ভুক্ত ..
তাই তারা গর্দান ফুলিয়ে শরিয়া আইন কায়েমের ধ্বনি তুলে পুরো শহর অচল করে দেয় আপনি তখন নির্বাক ..
আরো প্রশয় পায় ..
তখন তারা রমনায় বোমা ফাটায় ..
তখন তারা হুমায়ন আজাদকে কোপায় ..
তখন তারা আরিফ নামের কার্টূনিস্টের একটা ভুলের অজুহাতে সারাদেশ থামিয়ে দেয় ..
.. যুদ্ধাপরাধের মত কাজ করে তারা পার পেয়ে যায় .. আপনার ধর্ম বিশ্বাসের কারণে .. হ্যা .. আপনার ধর্ম বিশ্বাসের কারণেই ..
তারা জানে আপনি তাদেরই সহী বলে মেনে নিতে বাধ্য .. যদি তারা আল-বাইয়্যিনাত নামে মূর্তি ভাঙ্গা শুরু করে ..
তারা জানে আপনি তাদেরই সহী বলে মেনে নিতে বাধ্য .. যদি তারা হিজবুত-তাহরীরের নামে ১৪শত বছরের পুরানো, মৃত খিলাফাত ব্যাবস্থা প্রতিষ্ঠা করতে চায় ..
তারা জানে আপনি তাদেরই সহী বলে মেনে নিতে বাধ্য .. যদি তারা আল্লাহর আইন চাই বলে মানবতাকে পাথর ছুড়ে হত্যা করে ..
কে দাঁড়াবে তাদের সামনে ?
আপনি ? ? ?
কিভাবে ? ? ?
আপনি নিজেই তো বিশ্বাস করে বসে আছেন .. ইসলাম পবিত্র এবং সম্পূর্ন জীবন বিধান .. ! ? !
শরিয়া আইন ছাড়া তো আপনার ধর্মে আর কোন আইনের বিধান নেই ! ? !
জিহাদ তো আপনারই কর্তব্য ! ? !
তাহলে ? ? ?
হ্যা মুক্ত/নাস্তিক/সংশয়ী/ধর্মদ্রোহীরা আসছে ...
সংখ্যা ক্রমেই বাড়ছে তাদের ..
একদিন শক্তিতে পরিণত হবেই ।
.. তাদের জন্য রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ রইলো ..
আপনাকে বাচাতেই .. আপনার আগামী প্রজন্মকে বাচাতেই তারা আসছে ।
বিশ্বাস"জ দুর্বলতায় আপনারা যেখানে ব্যার্থ .. নাস্তিকের দল সেখানে আপনার জন্য আলোকিত ভোর এনে দিতে লড়বে একদিন ... ...
ভালো থাকুন সবাই ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ রাত ২:০৬