দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সফুরা
ক্যেমোথ্যারাপিতে যখন সব চুল হারালেন
হুজুরের তেলপড়া মাথায় মাখতে মাখতে বললেন
'এই তেলে যদি চুল গজায়
আব্বা হুজুরের সব চুলে আমি নিজ হাতে তেল মেখে দেব।'
ভক্তবৃন্দের কাছে খবর পেয়ে হুজুরে গওসুল
ছয় মাস যাবত শরীরের যত্রতত্র
রাখিয়াছেন বেশুমার চুল,
নূরানি পশমে যায়নাকো চেনা হুজুরে গওসুল
মনে হয় তিনি পেয়েছেন নবুওতি,
আসিয়াছেন এই ধরাধামে করিয়া ভুল।
কদমবুসি করিতে যাইয়া দেখিলেন সফুরা
হুজুরের চুল পায়জামা গলে ছুঁয়েছে চরণ দু'খানি;
সেইখান থেকেই যেই মাখাইতে যাইবে তেল
হুজুরে গওসুল কহিলেন 'করিতেছ কি?
কিভাবে পাইবে নাগাল পায়জামা ভেদিয়া
আসো অন্দরমহল, দেখ অন্তর্বাসের মধ্যে চুলের শুরু
আর কেউটে সাপের মত ফণা তোলা
আসল খুদে হুজুরে গওসুল।'
৭ই এপ্রিল ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৪