একটা লোকাল নিউজ দেই । পর্দার সামনে আর পর্দার আড়ালে থাকা দুই লোকের মাঝে একটা তুলনা করেন ।
১. এক স্বনামখ্যাত ব্লগার ঐ পাড়ায় প্রথম ইবুক সম্পাদনা করছিলেন যেটা হিট হইছিল , আরেক লোকাল ব্লগার এই পাড়ায় ইবুক সম্পাদনা করছিলেন যেইটা চরম হিট হইছিল । দুই জনেরই দেখি ইবুক নিয়া অবসেশন আছে ।

২. এক স্বনামখ্যাত ব্লগার অপরবাস্তব-১ সম্পাদনা পরিষদে ছিলেন , অপরবাস্তব টিমের সাথে তাঁর খুব খাতির আছে । আরেক লোকাল ব্লগার অপরবাস্তব-৩ সম্পাদনা করছেন । দুইজনেরই দেখি অপরবাস্তব নিয়া একই লাইনে চিন্তা ।

৩. এক ব্লগার ভোরের কাগজে চাকুরি করতেন , এইটা নিয়া ব্লগে স্মৃতিকথাও লিখছেন , সেইখানে জানতে পারছি যে উনি প্রথম আলো পত্রিকার সব সিনিয়ারদেরকে চিনেন , তাগো বন্ধু মানুষ ।
এক লোকাল ব্লগার দাবী করেন যে তিনি প্রথম আলোতে চাকুরিই করেন । তিনি প্রথম আলো পত্রিকার অনেক তথ্য দেন ।
তাঁরা দুইজনেই কি আসলে প্রথম আলোর একই বন্ধুর কাছ থাইকা তথ্য পান নাকি ?
৪. এক স্বনামখ্যাত ব্লগার পিএ ব্লগের মামোরে ভেংচাইয়া লেখেন - "উঁ!" আরেক লোকাল ব্লগার মামোরে ভেংচাইয়া কোলাজ কার্টুন করেন ।
দুইজনেই দেখি মামোরে দেখতারেন না ।

৫.পত্রিকায় কাজ করার সুবাদে আর নিজের বই বাইরানির কারনে এক স্বনামখ্যাত ব্লগার প্রকাশনা লাইনে ভালো আইডিয়া রাখেন ,
অন্যদিকে খালি মেইল চালাচালি কইরা এক লোকাল ব্লগার বই বার কইরা ফেলেন । দুইজনেরই দেখি একই খ্যামতা !
৬. এক স্বনামখ্যাত ব্লগার আমারব্লগ এ লিখতে চইলা যান যেখানে অন্য কোন পরিচিত ব্লগার তেমন একটা যান নাই , অন্যদিকে এক লোকাল ব্লগার আমারব্লগ এ গিয়া তাগো লোগো বানাইয়া দেন ।
দুইজনেরই দেখি একই প্রেম ।

এই রকম আরো একডজন পয়েন্ট আমার কাছে আছে ।
পরে দিমুনে ।
আপনেরা এর মাঝে ভাবতে থাকেন , কে আসলে কে !
ব্লগের এই ধাঁধা যারা মিলাইতে পারবেন , তাগো লাগি আছে উত্তম পুরষ্কার ।