সহব্লগার এস্কিমো ইতিহাসের আলোকে দেখা একটি জাতির বিজয় শিরোণামে যে সিরিজটি লিখছেন সেটাকে সাধুবাদ জানাই । আমাদের সবারই প্রকৃত ইতিহাস পেছন ফিরে দেখা উচিত । তবে সঠিক ইতিহাস জানতে হবে । সেখানে কিছু ঐতিহাসিক তথ্যের ভুল পাঠ দেখে এই পোষ্টটির অবতারণা করতে হলো । এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে এটাকে মন্তব্য হিসাবে না দিয়ে আলাদা পোষ্ট হিসাবে দিলাম ।
এস্কিমো বলেছেন..."ভু-স্বামীদের নেতৃত্বকে অস্বীকার করে মাওলানা ভাসানীর নেতৃত্বে গঠিত হয় আওয়ামী মুসলিম লীগ। কিন্তু বাঙালী জাতির দীর্ঘ ধর্মনিরপেক্ষ চরিত্রের বহিপ্রকাশ ঘটে তরুন নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত হয় আওয়ামীলীগ। অন্যদিকে মাওলানা ভাসানীর দলও তাদের নামের থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে ন্যাশানাল আওয়ামী লীগ (ন্যাপ) হিসাবে রূপান্তরিত করেন।"
শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ গঠিত হয় এটি একটি ঐতিহাসিক ভুল ।
শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পূর্বসূরী আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে একজন ছাত্র নেতা ছিলেন এবং আওয়ামী মুসলিম লীগের সহ সাধারণ সম্পাদক (মতান্তরে যুগ্ম সম্পাদক) ছিলেন । এই সময়ে শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলে আটক ছিলেন ।
একটু ফিরে তাকাই আওয়ামী মুসলিম লিগের প্রতিষ্ঠাকালীন সময়ের দিকে...
পূর্ব-পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠীর অব্যাহত উন্নাসিক দৃষ্টিভঙ্গী, বিভিন্ন ন্যায্য দাবী দাওয়া পূরনে অস্বীকৃতি এবং ভাষার ক্ষেত্রে মুসলিম লীগ সরকারের নীতির বিরোধিতায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে গঠিত হয় আওয়ামী মুসলিম লীগ, শেখ মুজিবুর রহমান নিযুক্ত হন সহ সাধারণ সম্পাদক (মতান্তরে যুগ্ম সম্পাদক) হিসাবে । একই সময়ে পশ্চিম পাকিস্তানেও পীর মানকি শরীফ এর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় । পরবর্তীতে এই দুই দল একীভূত হয়ে পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করে এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী এর আহবায়ক নিযুক্ত হন ।
ভাসানী ১৯৪৯ থেকে ১৯৫৭ পর্যন্ত ৮ বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন । ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয় । সেই কাউন্সিল অধিবেশনেও সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী । ভাসানী ১৯৫৭ সালের ১৮ই মার্চ আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন ।
এখানে উল্লেখ্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৩ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিযুক্ত হন এবং এই পদে তিনি ছিলেন ১৯৬৬ পর্যন্ত । ১৯৬৬ সালে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং তাজউদ্দিন আহমদ নিযুক্ত হন সাধারণ সম্পাদক হিসাবে ।
মাওলানা ভাসানী ১৯৫৭ সালের জুলাই মাসে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন । এখানে উল্লেখ্য যে ন্যাশনাল আওয়ামী পার্টি এর নামে কখনো মুসলিম শব্দটাই ছিলোনা, তাই মুসলিম শব্দটি বাদ দেবার প্রসংগটিই আসেনা ।
ভাসানীর ন্যাপ প্রতিষ্ঠার পিছনে মুল কারন ছিলো পররাষ্ট্রনীতি নিয়ে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হোসেইন শহীদ সোহরাওয়ার্দীর সাথে ভাসানীর মতবিরোধ আর সেজন্যই ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগের বামপন্থী ধারাটি বেরিয়ে যেয়ে প্রতিষ্ঠা করে ন্যাশনাল আওয়ামী পার্টি । সোহরাওয়ার্দী তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ।
বাংলাপিডিয়া থেকে..
National Awami Party (NAP) political party founded in July 1957 under the leadership of Maulana abdul hamid khan bhasani. At the council session of the convention of the awami league held at Kagmari in Tangail on 6-10 February 1957, Awami League leaders Maulana Abdul Hamid Khan Bhasani and huseyn shaheed suhrawardy, the then Prime Minister of Pakistan differed on foreign policy of Pakistan. The leftist faction headed by Maulana Bhasani demanded for an independent foreign policy without alignment to any super power bloc. His demand also included maximum autonomy for East Pakistan.
আমাদের ইতিহাস জানা দরকার, তবে ভুল ইতিহাস নয়, সত্যিকারের ইতিহাস ।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১১:০৬