নজরুল তুমি এ ধরনীতে অবহেলিতই হলে
হয়ত তুমি বাংলাদেশের জাতীয় কবি বলে;
রাষ্ট্র তোমায় এড়িয়ে চলে খেলতামাশার ছলে
হয়ত তুমি প্রতিবাদী হয়ে কলম ধরেছ বলে;
শাসকেরা তোমায় দাবায়ে রাখিতে হিংস্রতার টলে
হয়ত তুমি 'ওমর ফারুক' রচনা করেছ বলে;
যুবকেরা তোমায় স্মরন করিছে নিত্য দলে দলে
হয়ত তুমি 'যৌবনের গান' ভাষন দিয়েছ বলে।।
কবিরা তোমায় ভুলিয়া থাকে অহংকারের জ্বলে
হয়ত তুমি মন ভাঙ্গানো কবিতা লিখেছ বলে;
সাহিত্যে তোমায় লুকিয়ে রাখিতে প্রতিযোগিতা চলে
হয়ত তুমি আযানের ধ্বনি শুনিতে চেয়েছ বলে;
প্রগতি তোমার একহাত নেয় অর্যাদার কলে
হয়ত তুমি 'মসজিদের পাশে' গান লিখেছ বলে;
নিঃস যাহারা স্মরিছে তোমায় শত বেদনার জলে
হয়ত তুমি পিতামাতা হারা অসহায় কবি বলে।।
বিলাসী মানব তোমায় পিষিছে অমানবতার ফলে
হয়ত তুমি দারিদ্রতাকে মহৎ করেছ বলে;
শোষিত মানুষ তোমারে মালা পরিয়েছে তবু গলে
হয়ত তুমি মানবতাকে অতি ভালবাসিয়াছ বলে;
সুশীল মহল তোমায় সপিছে শ্রেনী বর্ণের তলে
হয়ত তুমি সত্য রাস্তা চিনিত পেরেছ বলে;
নজরুল সত্য এ বঙ্গে তুমি অচেনাই রয়ে গেলে
হয়ত তুমি মানবপ্রেমিক খাটি মুসলমান বলে।।