দাবী একটাই – রাজাকারের সর্বোচ্চ শাস্তি চাই (মেলবোর্ন) নামে একটি ইভেন্ট করা হয় সময় ছিল আজ ১০ই ফেব্রুয়ারী সকাল ১০টায় স্থান দি এন্জেল স্টেট্যু ইয়ারা রিভারের পাশে ফেডারেশন স্কয়ারের পিছনে এই ইভেন্টের ছবি ও আমাদের সংহতিপত্র:
আমাদের সংহতিপত্র:
১. যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের প্রজন্ম চত্ত্বরে ও দেশজুড়ে অবস্থানরত সকল বাংলাদেশি ভাইবোনদের সাথে সংহতি ও একাত্মতা ঘোষনা করছি।
২. একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে কাদের মোল্লা সহ সকল রাজাকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের লক্ষ্যে রাষ্ট্রপক্ষকে (প্রসিকিউশন টিম) পর্যাপ্ত জনবল ও অর্থবরাদ্দ দিয়ে শক্তিশালী করতে হবে।
৩. যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে কতিপয় দেশি বিদেশি গণমাধ্যমের অপপ্রচার রুখতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর প্রচারণা চালিয়ে বিশ্বব্যাপী ইতিহাসের এই জঘন্যতম গণহত্যার বিচার কার্যক্রমের পক্ষে জনমত গঠন করতে হবে।
৪. রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সাক্ষীদের নৈতিক সমর্থন অব্যাহত রাখতে হবে যাতে ১৯৭১ এর গণহত্যা খুন ধর্ষণে পাকিস্তানি হানাদারদের সাহায্যকারি রাজাকার আলবদর আলশামসসহ কোন যুদ্ধাপরাধী ছাড় না পায়।
৫. যুদ্ধাপরাধীদের বিচারের দাবি থেকে বাংলাদেশের জনগণ কখনই পিছপা হবে না এবং রাজাকারদের বিচারে বিন্দুমাত্র অবহেলার অবকাশ নাই।
৬. যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত ট্রাইবুনালের সকল কার্যক্রম যে কোন রাজনৈতিক/শাসনতান্ত্রিক পরিস্থিতিতে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে অব্যাহত রাখতে হবে।
ভিডিও:১।
২। Click This Link
৩।
গ্রুপও খোলা হয়েছে এবিষয়ে বিস্তারিত পাবেন: New group has been created to upload photos of the event. Please join the group for sharing photos.
Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪