শৈশবের প্রেম নিয়ে নির্মিত অসাধারণ কিছু সিনেমা
Little Manhattan (2005)
শুধু শৈশবের প্রেম বলে নয়, রোমান্টিক মুভির মধ্যেও আমার দেখা অন্যতম সেরা একটা মুভি Little Manhattan। পৌনে এগার বছরের গেইব হঠাৎ করেই প্রেমে পড়ে যায় তার ক্লাসের রোজমেরির। এমন না যে গেইব রোজমেরিকে চিনতো না, কিন্তু তার এবং তার ক্লাসের অন্য ছেলেদের ভাষ্যমতে "মেয়ে মাত্রই...they are just girls..."। সুতরাং কিন্ডার গার্টেন থেকে একসাথে পড়া রোজমেরিকে পাত্তা দেয়ার কিছু ছিল না। অঘটনটা ঘটল যখন রোজমেরি গেইবের কারাতে ক্লাসে এসে হাজির হল, এবং দুর্ভাগ্যবশত: তার স্পারিং পার্টনারও হয়ে গেল। হঠাৎ করেই গেইব আবিষ্কার করল ক্লাসের প্রথম এবং দ্বিতীয় দুই সুন্দরীকে ছাড়িয়ে গেছে তৃতীয় রোজমেরি এবং তার সুন্দর ছন্দে চলা পৃথিবী বদলে গেছে পুরোপুরি।
এরপর খুব ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে রোজমেরির কাছাকাছি আসা, গেইবের ভিতরে তৈরি হওয়া অদ্ভুত কিছু অনুভূতি, যার সাথে আগে তার কোন পরিচয়ই ছিল না...এভাবেই এগিয়ে যায় সিনেমার কাহিনী। মুভির সবচেয়ে সুন্দর দৃশ্য হল রোজমেরির সাথে ঝগড়ার পর গেইবের বিলাপ করে কান্না..."রোজমেরিইইইই......"। কোন কান্নার দৃশ্য দেখে এত হাসি আমি কখনোই হাসি নি।
সিনেমাটা ভাল লাগবে ছোট ছোট অসম্ভব সুন্দর কিছু অনুভূতিময় দৃশ্যের জন্য, প্রতিটি চরিত্রের, বিশেষত গেইব চরিত্রে জোশ হাচারসনের অসাধারণ অভিনয়ের জন্য, আর ভালবাসাকে নতুন চোখে দেখতে পারার জন্যও।
মুভিটির imdb রেটিং ৭.৫, তবে আমি এটাকে ১০ই (দশেতো এর বেশি দেয়া যাচ্ছে না) দিয়েছি।
ডাউনলোড লিংক
I Give My First Love to You (2009)
শৈশবের প্রেম, যা টিকে ছিল কৈশোরেও...এমন কি অনন্তকাল...এমনি একটি অসাধারণ প্রেমের সিনেমা জাপানি I Give My First Love to You. আট বছর বয়সী তাকুমার হার্টে একটা জটিল রোগ ধরা পড়ে, জানা যায় সে বাঁচবে বড়জোর বিশ বছর পর্যন্ত। কিন্তু এরইমধ্যে তার প্রেম হয়ে যায় তার ডাক্তারের মেয়ে মাইয়ূর সাথে। এবং সে মাইয়ূকে প্রমিজ করে যে, বিশ বছর বয়স হলে তারা বিয়ে করবে।
কিন্তু বড় হবার পর, যখন তাকুমার আয়ু ফুরিয়ে আসছে খুব দ্রুত, সে বুঝতে পারে মাইয়ূকে দেয়া কথাটা তার বাস্তবতার তুলনায় কতটাই হাস্যকর! আর তাই সে সিদ্ধান্ত নেয় সরে আসার। তবে মাইয়ূর কাছ থেকে সরে যাওয়াটা এত সহজ ব্যাপার ছিল না। তাকুমা যখন সিদ্ধান্ত নেয় স্কুল বদলের, দুর্বল ছাত্রী মাইয়ূ প্রচন্ড পরিশ্রম করে শহরের সবচেয়ে ভাল স্কুলটিতে নিজের জায়গা করে নেয়, উদ্দেশ্য একটাই তাকুমার কাছাকাছি থাকা। নতুন স্কুলে সেরা ভর্তি পরীক্ষায় সেরা শিক্ষার্থী হিসেবে মাইয়ূকে কিছু বলতে বলা হয়। হল ভর্তি শিক্ষার্থী-শিক্ষকের সামনে মাইয়ূ কঠিনভাবে তাকুমাকে হুমকি দিতে থাকে, "কি ভাবো, এতই সহজ আমাকে ছেড়ে যাওয়া!" আমার দেখা সবচেয়ে ক্রেজি প্রেমিকা, সবচেয়ে ক্রেজি দৃশ্য এটা। প্রায়ই এই অংশটা দেখা হয় আমাদের।
এভাবেই এগিয়ে চলে মুভির কাহিনী। কখনো তারা ছেড়ে যায় পরস্পরকে, কখনো আবার ফিরে এসে আরো বেশি করে আঁকড়ে ধরে, শুধু মাইয়ূ নয়, মৃত্যু নিশ্চিত জেনেও তাকুমাও তার নিয়মে বাঁধা জীবনে অনেক অনিয়ম করে ফেলে। একটা সময় মনে হতে পারে খামোখাই মুভিটা টেনে-টুনে লম্বা করা হচ্ছে, কিন্তু তারপরও মুভিটা ভাল লাগবে। ভাল লাগবে দুই কিশোর-কিশোরীর নিষ্পাপ সৌন্দর্য আর অসাধারণ অভিনয়ের জন্যই। আমার দেখা কিউটেস্ট কাপল এই তাকুমা-মাইয়ূ।
মুভিটার imdb রেটিং ৭.১। অনেক ভুলচুক, কিছু অবাস্তবতা সব সত্ত্বেও শুধুমাত্র এই দুই কিশোর-কিশোরীর অসাধারণ অভিনয়ের জন্য আমার রেটিং ১০।
ডাউনলোড লিঙ্ক
Flipped (2010)
জুলি বেকার, এক অসাধারণ কিশোরী, সেকেন্ড গ্রেড থেকেই প্রেমে পড়ে তার প্রতিবেশী এবং ক্লাসমেটে ব্রাইসের। সে প্রথম দিন থেকেই কল্পনা করে যায়, কোন একদিন ব্রাইস তাকে চুমু খাবে। প্রতিটা কাজেই সে ব্রাইসকে যুক্ত করতে চায়, আক্ষরিক অর্থেই ঘুর ঘুর করে তার পেছন পেছন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ব্রাইস সেভাবে চিন্তা করে না কখনো। বরং জুলিকে তার মনে হয় এক মূর্তিমান আতংক। তাদের বাসস্টপের বিশাল সিকামোর গাছটার উপরে উঠে জুলির প্রকৃতির সাথে মিশে যাওয়া, বা সায়েন্স প্রজেক্টে ডিম ফুটে বাচ্চা বেরুনো দেখানো...সমস্তই ব্রাইসের কাছে হাস্যকর এবং অর্থহীন মনে হয়। যে কারণে জুলিও তার কাছে খুব একটা গুরুত্ব পায় না।
তবে এইটথ গ্রেডে এসে পরিস্থিতি বদলে যায় হঠাৎ করেই। ব্রাইস আবিস্কার করে খুব সিম্পল বিরক্তিকর জুলি বেকার আসলে খুব অন্যরকম একজন মানুষ। তার মধ্যে ব্রাইস স্পেশাল কিছু খুঁজে পায়, তার অনুভূতির পরিবর্তন আসতে থাকে, জুলির মত সেও স্বপ্ন দেখতে থাকে 'ফার্স্ট কিস' এর। কিন্তু জুলির বেলায় ঘটে উল্টোটা। ব্রাইসের কিছু বিরক্তিকর, দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এতকাল বাদে তার হঠাৎ করেই মনে হয়, ব্রাইসের যে উজ্জ্বল নীল চোখদুটো দেখে সে মুগ্ধ হয়েছিল, সেগুলো আসলে ব্রাইসের মতই অন্তঃসারশূণ্য।
এভাবেই দুই কিশোর-কিশোরীর পরিবর্তিত অনুভূতির জগৎ নিয়ে এগিয়ে যায় মুভিটির কাহিনী। জুলি বেকার চরিত্রে মেডেলিন ক্যারল অসাধারণ অভিনয় করেছে, মুভিটির চিত্রায়ণও খুব সুন্দর। বিশেষ করে সিকামোর গাছে চড়ে জুলি চোখে বিস্তীর্ণ মাঠের সৌন্দর্য দেখলে আপনাকে মুগ্ধ হতেই হবে।
মুভিটির imdb রেটিং ৭.৬, আমার রেটিং ৮।
ডাউনলোড লিংক
Moonrise Kingdom (2012)
বার বছর বয়সী খাকি স্কাউট স্যাম তার দলের সাথে অপেরা দেখতে গিয়ে প্রেমে পড়ে র্যাভেনরূপী সুজির। সেখান থেকেই তাদের পত্র-মিতালী চলে পুরো একটা বছর এবং চিঠিতেই তারা পরিকল্পনা করে পালিয়ে যাওয়ার। স্যাম পালায় তার স্কাউট দল থেকে আর সুজি বাড়ি থেকে। যে দ্বীপে তারা বাস করে তার এ মাথা থেকে ও মাথা ছুটতে থাকে তারা, পেছনে পুরো স্কাউট দল, দ্বীপের পুলিশ, সুজির বাবা-মা। একসময় তারা ধরাও পড়ে, কিন্তু হাল ছেড়ে দেয় না। পালায় আবারো, এবার স্যামের পক্ষে থাকে তার স্কাউট ট্রুপের সবাই। এবার আর তারা কোন ঝুঁকি নেয় না, পালানোর পরে প্রথম কাজ হয় বিয়ে করে ফেলা।
এদিকে তখনও পিছু নিয়ে চলেছে খাকি স্কাউটের পুরো বাহিনী, দ্বীপ পুলিশ, সোশ্যাল সার্ভিসের লোকজন।
মুভিটির imdb রেটিং ৮, তবে দেখতে বসলে মনে হতেই পারে ওভার রেটেড। আমার রেটিং ৫। ভাল লাগবে দুই কিশোর-কিশোরীর প্রেমের প্রতি দৃঢ় মনোভাব, সকল বাধা উপেক্ষা করে একসাথে থাকার চেষ্টা।
ডাউনলোড লিংক
স্বাধীনতার ঘোষক কে?
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে "আসসালামুয়ালাইকুম" বলে পাকিস্তানকে বিদায় জানানোর ঘটনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি তখন পূর্ব বাংলার জনগণের অধিকার, ভাষা, ও স্বাধীনতার... ...বাকিটুকু পড়ুন
মেজর ডালিমের অজানা তথ্য
সাভারে ১৯৬৮ সালে মেজর ডালিমের পিতা শামসুল হক নিজ নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলটির নাম ছিল মুশুরিখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়। ২০২২ সালে শেখ হাসিনার নির্দেশে বিদ্যালয়টির নাম থেকে... ...বাকিটুকু পড়ুন
সেলিম অনোয়ারের ব্যান নিয়ে আপনি কিছু বলছেন না কেন?
এই ব্লগে কাকে ব্যান, সেমিব্যান, কমেন্ট ব্যান করলে আপনি খুশী হয়ে থাকেন? চাঁদগাজী/সোনাগাজীকে নিশ্চয়ই; এটা ভালো! চাঁদগাজী/সোনাগাজী "ব্যক্তি আক্রমণ" করে থাকে। সেলিম আনোয়ার কি আক্রমণ... ...বাকিটুকু পড়ুন
ষড়যন্ত্র করে অন্য দেশের সাহায্য নেয়া আওয়ামীলীগের পুরানো অভ্যাস
বহুদিন পর্যন্ত এই দেশের লোক জানতো যে আগরতলা ষড়যন্ত্র মামলা মিথ্যা ছিল। জনগণের ধারণা ছিল শেখ সাহেবকে শায়েস্তা করার উদ্দেশ্যে পাকিস্তানের শাসকরা এই মামলা সাজিয়ে ছিল। কিন্তু বেশ কয়েক... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় অনুশাসন বনাম আধুনিকতা: লিভ টুগেদার, সমকামিতা ও পরকীয়া নিয়ে ইসলাম কি বলে?
ইসলামে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে যৌন সম্পর্ক বা লিভ টুগেদার সম্পূর্ণ হারাম। ইসলামে বিয়ের আগে পরস্পরকে জানার এবং বোঝার সুযোগ আছে, কিন্তু তা অবশ্যই শরীয়তসম্মত সীমার মধ্যে... ...বাকিটুকু পড়ুন