আমি একজন নিরাপদ ব্লগার হওয়া সত্বেও আমার লেখাগুলো অনেক দিন থেকে সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে তো নয়ই, বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ করা হচ্ছে না। বর্তমানে আমার কমেন্ট করার সুবিধাও বন্ধ আছে।
এরূপ আচরণের কারণ কি!!??
সামুর এ ধরনের অদ্ভুদ ব্যবহার সত্যি আমাকে অবাক করেছে!!
আমি যদি কোন ফালতু কথা বলে মিথ্যাচার করে থাকি- তাহলে যুক্তি সহকারে মন্তব্য দিয়ে আপনারা তা তুলে ধরুন এবং খণ্ডন করুন। আমার ভুলটা ধরিয়ে দিন এবং আমকে সুধরানোর সুযোগ করে দিন। আর যদি আমার বক্তব্যকে ভুল প্রমাণ করতে ব্যর্থ হন- তাহলে আপনারা মানেন বা না মানেন, আমাকে অন্তত সত্য বলতে দিন।
আমাকে সব সময় সেই দলের সাথেই পাবেন- যারা সত্য-সন্ধানী, ধর্মীষ্ঠ, শান্তি ও সরল পথের পথিক। যারা ধর্মান্ধ, মিথ্যাচারী, চরমপন্থী ও স্বার্থবাদী- তাদের সাথে আমার বিন্দুমাত্র সংস্রব কিংবা লেনা-দেনা নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো! যারা নিজেদেরকে মানবতাবাদী কিংবা ধার্মীক বলে দাবি করেন, উভয় পক্ষই আমার সত্য বচনকে এতটাই ভয় পান যে, যুক্তি দিয়ে খণ্ডন করা তো দূরে থাক, এক মূহুর্তের জন্য তা সহ্যই করতে পারেন না। সত্য প্রকাশের অপরাধে আমাকে তারা একঘরে করে রাখতে চান। আমার পোষ্ট/ লেখা দেখা মাত্রই অন্যদের চোখের আড়াল করে রাখার কিংবা মুছে দেয়ার জন্য রীতিমতো প্রতিযোগীতা শুরু করে দেন। এই হলো তাদের চরিত্র এবং যোগ্যতা। তাদের এহেন আচরণ আমাকে শুধু অবাকই করেনা, তাদের মুখের মিষ্টি বুলি আর কর্মের ফারাকটা তখন খুব স্পষ্টরূপেই ধরা পড়ে। কিন্তু চেষ্টা তো আমকে করতেই হবে। কারন সত্য ও ন্যায়ের সাথে থেকে চেষ্ট-সাধনা করা এবং বলাই একজন মুসলিমের সবচেয়ে বড় কাজ। আমিও সাধ্যমত সেই চেষ্টাই করছি। ধর্মান্ধ কিংবা ধর্মহীন সমাজ নয়, বরং একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য ভবিষ্যত প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানানো প্রতিটি সচেতন নাগরিকের পবিত্র দায়িত্ব বলে আমি বিশ্বাস করি।
নিজ নিজ ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান সাধনা করা এবং নিজ নিজ কর্ম সম্পাদনে ন্যায়বান ও যত্নশীল থাকার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে চেষ্টা করতে হবে। জন্মভূমি এই বাংলাদেশ যেন সম্প্রীতি ও একতার দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াত পারে- সেটাই হোক আমদের একমাত্র কামনা।
এত ভয় কিসের? আমার মত ও মন্তব্য প্রকাশে বাঁধা না দিয়ে বরং মুক্তমনের পরিচয় দিন। মনে রাখবেন! সত্য স্ব-মহিমায় প্রকাশিত ও প্রতিষ্ঠিত হবেই।
ধন্যবাদ ও শুভকামনা-
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১