muktagachanews.blogspot.com মুক্তাগাছায় নতুন নতুন বাড়ি ঘর মুক্তাগাছা পৌরসভা এলাকায় বাড়ছে প্রতিযোগীতামূলক ভাবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা পৌরসভা এলঅকায় শহর এমনকি গ্রামাঞ্চলেও এখন নতুন নতুন বাড়ি ঘর বেড়েই চলেছে । কোথাও কোথাও বহুতল ভবন এবং ডিজাইনের প্রতিযোগীতা । গত ৬ তেকে ১২ বছর আগে বহুতল ভবণ নির্মাণ করেছেন তারা প্রতিযোগীতায় পিছিয়ে পড়েছেণ । এখন যারা নতুন নতুন বিল্ডিং করছেন তারা ২ ফুট থেকে ৩ /৪ ফুট উঁচু করছেন । ৬ বছর আগের বিন্ডিং প্রতিযোগীতায় নিচু হয়ে যাওয়ায় তারা এখণ পুরনো বিল্ডিংয়ে রুপান্তরিত হয়েছে । মুক্তাগাছা শহরের বড় মসজিদ রোড , আটানী বাজার রোড, ডিসপেন্সারী রোড, মাড়োয়ারী পট্রি , বড় হিস্যা বাজার . লক্ষীখোলা, মেইন রোড, কলেজ রোড, টান বাজার, তামাক পট্রি রোড, কালি মন্দির রোড, নন্দী বাড়ি, ঈশ্বরগ্রাম, মুজাটি, পাড়াটঙ্গী, পয়ারকান্দি , বাসস্ট্যান্ড এলাকায় এচিত্র দেখা যায় । প্রবীণ মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে । ইতিমধ্যে বহু বাড়ি ঘর বিলীন হয়ে গেছে । ব্রীটিশ আমলে নির্মিত জমিদারদের বাড়ি আজও উঁচুতে অবস্থিত রয়েছে । এই রাজবাড়ী এলাকায় ৬ বছরের মধ্যে কোন নতুন বিল্ডিং নির্মাণ হয়নি বলেই সেখানে কোন ব্যাত্যয় ঘটেনি । এদিকে লক্ষীখোলা এলাকার মধ্যহিস্যা জমিদারদের নিজস্ব জমিতে স্থাপিত মধ্যহিস্যার পুকুরটি সম্প্রতি ভরাট করে ফেলা হচ্ছে । শোনা যাচ্ছে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হবে । এতে ঐ এলাকার বাড়ি ঘর প্রতিযোগীতায় নীচে চলে যাবে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আলোচিত ব্লগ
“বিবেকহীনদের জন্য কিছু প্রশ্ন”
ফেসবুকে দেখি কিছু মানুষ “আপা আপা” বলে চাটুকারিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। মনে হয় তাদের আত্মা পর্যন্ত বেরিয়ে যাবে, তবু তারা অন্ধভক্তি ছাড়বে না! প্রশ্ন হলো—আপনারা কি সত্যিই অন্ধ, নাকি... ...বাকিটুকু পড়ুন
সারজিস আলম : শূন্য থেকে কোটিপতি বনে যাওয়া একজন স্বপ্নবাজ তরুণ
জুলাই অভ্যুত্থান বাংলাদেশের তরুণদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলাদেশের অগণিত তরুণ তাদের ন্যায্য অধিকার আদায়ের উদ্দেশ্যে রাস্তায় নামলে সৃষ্টি হয় নতুন উপাখ্যান। বিগত সরকারের আমলের ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতির বলি... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: সেনাবাহিনী ও এনসিপির পরস্পরবিরোধী বক্তব্যের প্রেক্ষাপট
ড. ইউনুসের বক্তব্যের ব্যাবচ্ছেদ
আজ সন্ধ্যায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ শুনলাম। প্রায় ৩৫ মিনিটের এই বক্তৃতা অনেকের কাছে হয়তো ঘ্যানঘ্যানানি আর প্যানপ্যানানির মতো মনে হতে পারে, কিন্তু আমি একজন রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
আগে বিচার , সংস্কার তারপরেই নির্বাচন
জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন এক ঝাক তরুনদের রক্তের উপড় দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একের পর এ জ্বালাময়ী কর্মসুচী দিচ্ছিল , তখন বিএনপির... ...বাকিটুকু পড়ুন