বসবাসের জন্য সবসময় আমার পছন্দ একটু শহরতলী ;যেখানে নিজের মত নিজের করে নিজেকে কাছে পাওয়া যায়।প্রতিদিনের পরিবর্তনের প্রাকৃতিক সুবাস আমাকে আমার করে'ই পেতে হয় আর তাতেই ঘুমাবার আয়োজনের পূর্ণতা।
বছর কয়েক আগে যখন এই শহরে বাস করতে একটা বাসা পেলাম ভাবনার চাইতে নিজেকে বেশী ভাগ্যবান মনে হল ;বেশ যত্নে সাজানো কয়েক টুকরো সবুজ আমাকে ঘিরে থাকে ; শরত ছুঁয়ে কাশ, বসন্তের কৃষ্ণচূড়া হাত বাড়ালেই হাতে মেলে,আর সাথে থাকে মরুর দুলালী কিছু কাছের কাঁটা আপনজন হয়ে।
এসব ই এক আরণ্যকের যা আছে তাই নিয়ে ভালো থাকার বিলাসিতা।
সব কিছু ছাপিয়ে , এখানে আর যা শহর বিলাসীদের আনন্দ হয়ে থাকে তেমন একটা বড় সর শপিং মল ও কেমন করে আমার পায়ে হাটার দূরত্বে পেয়ে গেলাম।
আজকের এই লেখা সেই শপিং মল আর তার ব্ল্যাক ফ্রাইডে শপিং কে নিয়েই
ছোট বেলায় জোলা আর জোলার বউ এর গল্পে রাঙা শুক্রবারের কথা শুনেছিলাম কয়েক বছর থেকে পশ্চিমা ধাঁচে এখানে কালো শুক্রবারের দেখা মিলল ।থ্যাংকস গিভিংয়ের রাত থেকেই শুরু এই কালো শুক্রবার। একটি দিনের জন্য কম দামে জিনিসপত্র বিক্রির মহোৎসব প্রায় ।
বাসার সবচাইতে কাছের মসজিদ হিসেবে ,শপিং মলের মসজিদে ই জুম্মা র জন্য যাই । আজ মনে হল সেখানে আমরাই আগন্তুক । শপিং এ ৩০% থেকে ৭০% প্রায় সব পণ্যে ছাড় এ সুযোগ ,কেবল আমার মত অথর্ব শপিং হেটারস ছাড়া কে ছাড়াতে চাইবে !!!!!!!! এমন কি আমার কন্যা ও নয়। আজকের বাসা থেকে মল এর রাস্তা যেন গাড়ির মেলা সমস্ত দুবাই ভেঙে সবাই আসছে ব্ল্যাক ফ্রাইডের শপিং এ ।
আমার ব্যালকনি থেকে এদিক সেদিক তাকিয়ে সুখিসুখি চেহারার পরিবারের কর্তা গিন্নী আর ছটফটে শৈশব ,সব মিলিয়ে অন্যরকম একটা দিন,অন্য রকম এক শুক্রবার।
ফিরে যাবার সময় টাও আলাদা আধা মাইল দূরে গাড়ি পার্ক করে এসে শপিং ট্রলি এক হাতে অন্য হাতে বাচ্চার প্যারাম্বুলেটরের ঝক্কি কিন্তু পরিতৃপ্ত মুখ। মাঝে মাঝে এমন সব ছোট খাট ঝক্কি ঝামেলা নিয়েই সুপার সনিক গতিতে চলা মিলিনিয়ামের এই জীবন আনন্দময়।
এই লেখাটা আমার গতকালের ফেসবুক স্ট্যাটাসঃ ব্লগে দিলাম এই ভেবে যে বড়সর পাঠক গোষ্ঠীর কাছে থেকে ফীডব্যাক নেয়াঃ
মন্তব্য আপনারা আপনাদের ব্ল্যাক ফ্রাইডে নিয়ে গল্প শেয়ার করতে পারেন ।এই জন্যই এ সিরিজের নাম দিলামঃ
শেয়ারিং ইনফরমেশন ইম্প্রুভিং লাইভস (sharing information improving lives)
এই পেজে চমৎকার একটি ভিডিও আছে যা ,আমার মন্তব্য বিশ্ববিদ্যালয় জীবনের এক সিনিয়র ভাই শেয়ার করেছেন
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭