সামহুয়ার ইন ব্লগের কবি লড়াই সিরিজ এর চতুর্থ কবিতা প্রকাশিত
জাহিদ অনিক এর "আমার মৃত্যু তোমার হাতে " এর উত্তর আমার কবিতা কবিতা "করুনা" শব্দটি আমার অধিকারে ।
প্রতি উত্তর পর্বে প্রেমিক তো ছিলাম না কোন কালেই
র পর আমার কবিতা প্রতিউত্তর !!
=======================================
একাকী পাখির ধ্যানী চঞ্চুর অভিলাষ !
কবিতার দু'চোখে বুনেছি ক্যাবল শুভ্রতায় তোমাকে
হৃদয় পোড়া হীরক জ্যোতি আমাকে তোমাতে অন্ধ করেছে ;
নক্ষত্র সে বড্ড দূরের ক্ষণিক আলো
ধ্রুবতারা শৌখিন মন ।
ভেবো না ,চোখের হাহাকার তোমার জন্যই নির্দিষ্ট করে রেখেছি যত্নে!
চোখের হাহাকার টুকু তুমি ই রেখো , বুক পকেটের নিঃশ্বাস করে
কুঁড়িয়ে নেয়া আমার নূপুরের সাথে বেশ র'বে তা ;
ভুল প্রেমের অভিধান তোমার বুক সেলফে র শোভা হয়ে উঠুক
আমি শুধু ছিলাম তোমার প্রেমিক জন্মের সার্থকতা ।
যেখানে বিচ্ছেদের একতারা সুর বাদল দিনের কদম ফোটায় !
এই মায়াবতীর রুঢ় কঠোরতার খোলস পেরিয়ে দিঘীজল কাব্যে _
কেবল তোমার ই অধিকার আজ ও ;
নিঃস্ব ঘুঘুর নিঃশব্দ নিলয়ে একনামের ই প্রতিধ্বনি
ক্যাটালিয়া তার লাবণ্য আদ্রতায় বিলায় জানো ' তো ।
সাইক্লোন সমুদ্রে ঢেউয়ের সাথে সখ্যতার অন্য নাম প্রেম !
কথা ছিল তোমাকে আমি হীনা বাঁচতে শেখাবার
সেই রেশমি সূতলিতে বেঁধেছি এই কবিত্ব আর কাব্য
মোহিনী রাতের নিস্তব্ধতার মিলন
রোদ উজ্জ্বল দিনের কোলহলে, সে 'তো ভবিতব্য ।
হলুদ সন্ধ্যায় একাকার হয় দু' জন !
তোমার কাছে কিছু চাই কী না ?
কি চাইবো ,কি দিতে পারো তুমি ;
রোদ মেঘ জল ছায়ায় জীবনদায়িনী কে
মুমূর্ষু আখ্যায়িত কবিতাগুলোই ছিলো আমার খেরো খাতার সেরা অর্জন ।
এক জীবনের পরম চরম সত্যি ই হচ্ছে " তোমাতে শুধু ই আমার অধিকার "!
অবিশ্বাস দোলাচলের আশ্চর্য ভুলভুলাইয়াতে বাস তোমার
ক্ষমার্হ নও তুমি ;
অযাচিত কোন তেজী নক্ষত্র আছড়ে পরা দেখার দুঃসাহস
আজ ও তোমাকেই মানায়
সূর্যমুখী র উল্লাস সূর্য কে ভালোবেসে !
তবু বেচে থাকা
আশা বুকে বাঁধা
তারাদের ডাক শোনা
চুপিচুপি প্রেমিকার ডাক ।
সব টুকু আয়োজন নিষ্প্রভ হবে একটি একাকী পাখির ধ্যানী চঞ্চুর অভিলাষে !!!!!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০২