somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

মাসিক মুকুল

আমার পরিসংখ্যান

লুৎফুরমুকুল
quote icon
আমি এক উদাসী পাখি
নিঝুম রাতে নদীর তীরে
করি ডাকাডাকি।
আমি এক মুকুল
সবুজ লালের বুকে আছি
জুড়ে মায়ের দু'কূল।
আমি এক স্বপ্নদেখা ছবি
ভাল লাগে আকাশ বাতাস
ভাল লাগে সবি।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

তিনি দেখান আলো

লিখেছেন লুৎফুরমুকুল, ১৮ ই মার্চ, ২০২০ রাত ৯:১০

তিনি দেখান আলো
লুৎফুর রহমান


আমার তরী ডুবছে যখন
আনেন তিনি কিনারে
চিনছো নাকি তিনারে?
তিনি মালিক আল্লাহ তা'লা
জানেন আমার মন্দ ভালা
দুখিরে দেন খাবার তিনি
দেরহাম টাকা দিনারে
আমি কেবল নাফরমানে
ডাক দিইনি মিনারে।


আমার তরী মাঝ দরিয়ায়
ডুবতে যখন নেমে যায়
তিনার দয়ায় বাঁচি আবার
ঢেউয়ের সাগর থেমে যায়।

ও দয়াময় আল্লাহ আমার
সেজদা জানাই পায়েতে
রহম করো জীবনভরে
আমার জীবন নায়েতে।

বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

প্রশ্ন রাখি বিবেকে

লিখেছেন লুৎফুরমুকুল, ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪২



লুৎফুর রহমান

একটি লোকের ধৈর্য্যধারণ
কতো আছে দম বলো
তিরিশ হাতে পরাই যে দেয়
একটি দেখি কম্বলও।

তোলছে ছবি লাইভে সবি
যাবে পেপার টিভিয়ে
নড়ছে বলে খাচ্ছে ওরা
চোখ আর দাঁতে চিবিয়ে।

মান আর হুঁশে মানুষ হলে
মানুষ তাঁরে কম মানো
গরিব বলে নেই হায়া তাঁর
অত্তটুকুন সম্মানও?

প্রশ্ন রাখি বিবেকে--
দানের নামে চলছে যে সব
দায়টা বলো নিবে কে?





বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

সাংবাদিক হত্যা

লিখেছেন লুৎফুরমুকুল, ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮

সাংবাদিক হত্যা
লুৎফুর রহমান

হাজার খবর কবর দেশে
হাজার সাগর রুনীও
খাচ্ছে বাতাস ইচ্ছেমতো
মদদদাতা খুনীও।

সেই তালিকায় যুক্ত হলো
সাহসী মেয়ে নদীও
ভুলবো সবাই আগের মতো
মিছিল করি যদিও।

রাষ্ট্র তুমি পাষাণ কেন
কলম করো নিরাপদ
লেন্সে দেখি বারে বারে
কঠিন আসে ফির আপদ।

মরছে জাতির বিবেক
করবে ওরা কী ব্যাক?

হচ্ছে খবর , খবর যারা
রাত্র দিনে বানাচ্ছে
দোহাই লাগে দাও নিরাপদ
দেশ অনুরোধ জানাচ্ছে।

চাই না এমন... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

বৃষ্টি মেয়ে এবং ছিলো

লিখেছেন লুৎফুরমুকুল, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

(আজ দুবাইয়ের বৃষ্টি দেখে কাল্পনিক বৃষ্টিছড়া)
বৃষ্টি মেয়ে এবং ছিলো
লুৎফুর রহমান

রিমঝিমা ঝিম বৃষ্টি সেদিন
নদীর পাড়ে ঝরছিলো
সেই না পাড়ে এক যুবকের
ভাঙা খড়ের ঘর ছিলো।

আকাশদেশে ঘুড়ুৎ মেঘের
অন্ধ কালো সাঝ ছিলো
রিনিক ঝিনিক কানে তখন
একটা কিছু বাজ ছিলো।

দেখলো যুুবক একটি মেয়ে
বৃষ্টি দিনে নাচছিলো
নাচের সাথে পাখ পাখালি
ধানসবুজের গাছ ছিলো।

নাচের সাথে সেই মেয়েটি
মিষ্টি সুরে হাসছিলো
তার হাসিতে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

২০১৭

লিখেছেন লুৎফুরমুকুল, ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সালতামামি
লুৎফুর রহমান

সালতামামি সাল-
সারকারিদল পুকুর খেলো বিরোধিরা খাল
আমজনতা আমরা কাদের? না খেয়েও টাল!

সালতামামি সালতামি-
উন্নয়নে সরকারিদল
যেটা দেশের দরকারি দল
বিরোধিরা গালির পিছে
জ্বালায় পুরো গাল তামাম-ই।

দুই হাজার সতেরো-
আমার ছিলো উন্নয়নের ভালবাসার, মতেরও
তোমার বলি ভুলের পথিক রাস্তা মাপো পথেরও।

দুই হাজার আঠারো-
থাকুক জেগে ফুলপাখিরা ধানসবুজের মাঠ আরো
জানতে দেশের ইতিকথা করবে তুমি পাঠ আরো
এ বছরে থাকুক ভাল... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

বিজয়ের অনুভূতি

লিখেছেন লুৎফুরমুকুল, ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

বিজয়ের অনুভূতি
লুৎফুর রহমান

একাত্তরের
বীরসেনারা
কোথায় আছে
তীর সেনারা
দিন-
রক্তে আমার
লাল সবুজের
বাজায় বিজয়
বীণ।

মানহারা ওই
মা জননী
দাও না তোমার
পা জননী
ধরি-
তোমাদেরই
জন্য স্বাধীন
তাই তোমাদের
স্মরি।

বঙ্গবন্ধু জয়বাংলা
পাইছে কভু
ভয় বাংলা
ইতিহাসে দ্যাখো
ও বাঙালি
বুক ফুলিয়ে
বাঁচতে সবাই
শেখো।
বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬৭৭ বার পঠিত     like!

অনুভব

লিখেছেন লুৎফুরমুকুল, ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

পরবাসে ইতিবাচক বাংলাদেশ তুলে ধরা আমাদের দায়িত্ব। তা করার চেষ্টা সবসময়। এর মধ্যেও বাংলাদেশীদের কিছু নেতিবাচক বিষয় থাকে যা চাইলেও আমরা সংবাদে আনি না, নেহাত দেশপ্রেম থেকে। যেমন-হুন্ডি সহ আরো না বিষয়। কারণ আমাদের এসব সংবাদ অনূদিত হয়। একাত্তর টিভিতে প্রচারিত অনেক সংবাদ অনূদিত হয়েছে। এর আগেও তার প্রমাণ পেয়েছি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     like!

'আমি তোমায় ভালবাসি'

লিখেছেন লুৎফুরমুকুল, ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬



'আমি তোমায় ভালবাসি'
লুৎফুর রহমান


কর্পোরেটের এই যামানায় চলছে হাজার নাটক
একটি বিষয় তুলবো ধরে পড়েন ছড়ার পাঠক।

রক্তে কেনা একটি দেশের লাল সবুজের পতাকা
ইংরেজিতে 'আইডি' বলে আরবীতে 'বতাকা'।
পতাকাতো পরিচিতি বিশ্ব সকল সংঘেতে-
বুঝবে সবাই বাংলাদেশী জন্ম আমার বঙ্গেতে।

লাল সবুজের দেশে আছে প্রাণজুড়ানো সংগীতও
গাইতে গিয়ে অনেক জনায় করছে নিয়ম লংঘিত!

কেউবা করে শর্ট করে খুব... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭৪ বার পঠিত     like!

শেখ রাসেল

লিখেছেন লুৎফুরমুকুল, ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৪

শেখ রাসেল
লুৎফুর রহমান

ঘাতকেরা একটি শিশু
পঁচাত্তরে মারছিলো
ছেলে জানো কার ছিলো?
জাতির পিতার ছেলে রাসেল
এবং ছেলে মা'র ছিলো।

একটি রাসেল সাইকেলে পা
পায়ে পায়ে চালাতো
ভাই বোনকে জ্বালাতো
মারলো ওরা কারণ সবাই
মীর জাফরের শালা তো।

মরেও কেউ বাঁচে-
শুভ্র কঠিন কাঁচে
তোমরা দেখো রাসেলরা আজ
মরে গিয়েও বাঁচে।

রাসেলরা তো মরে না
মন থেকেও সরে না
বাসলে ভালো রাসেলদেরই
মনটা তবু ভরে না। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

ভণ্ড নামা

লিখেছেন লুৎফুরমুকুল, ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

ভণ্ড নামা
লুৎফুর রহমান

ভণ্ডামি হয় লাশটা নিয়ে এবং সুখের উল্লাসে
খুন করে ফের ভণ্ড বাবা দিতে আসে ফুল লাশে
ভণ্ডবাবার ভণ্ডামি হয় পূণ্য কোন উৎসবে
ভাল কাজে ভণ্ড আবার খুঁজতে থাকে খুঁত সবে।

ভণ্ড জানে মন্দ ভালো স্বার্থ লোভে ভজতে সব
অন্ধসকল ভক্ত জানে তার পিরিতে মজতে সব।

ভণ্ড আছে ধর্মগুরু দেশের সকল 'কর্ণারে'
শিক্ষাগুরু ভণ্ড বলে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

রোহিঙ্গা

লিখেছেন লুৎফুরমুকুল, ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

রোহিঙ্গা
লুৎফুর রহমান

এইপাশে আ'র বাজান আছেন
এই পাশে আ'র মা
তারের বেড়ায় আটকা আমি
কারণ রোহিঙ্গা।

এত্তোটুকুন বাবু আমি
দোষ কি আমার বলো
এই ছবিটা মানবতার
ঝরায় চোখের জলও।


চলছে এমন বার্মায়ে
কাঁদছে বলো কার মায়ে?
পৃথিবী, দেশ, মানবতা
কাঁদছে দেখি চার মায়ে।

বিশ্বলয়ে মানবতা কাঁদছে আজি চিৎকারে
বলতে পারো ওগো সুচি সত্যি বলে জিত কারে?

ঘিন্না তোমায় ঘিন্না
জেনো সুচি এইদিন তো
একটি কেবল দিন না
হারছে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

তবুও ঈদ মোবারক

লিখেছেন লুৎফুরমুকুল, ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৫


লুৎফুর রহমান

গরুর সাথে সেলফি পরে
গরুর সাথে মডেল
গরুর সাথে ছবি ছাপে
যার টাকা ভাই অঢেল।

মেয়ে মানুষ পণ্য নাকি
পাকিরা দে জবাব
মানুষ কেবল বাড়ছে দেখি
মানবতার অভাব।

চলছে এবার ফেবুর পাড়ায়
দেখছি এমন হালটা-ই
ওহে মানুষ একটু ভাবুন
চলুন এবার পাল্টাই।

বলি সবার আগে
বিবেক যদি জাগে
কোরবানির ওই শিক্ষা কী যে
জানি অনুরাগে।

বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

পারি-পারি না

লিখেছেন লুৎফুরমুকুল, ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১২


লুৎফুর রহমান

অসাধ্যকে সাধ্য খুবই আমরা পারি করতে
আবার পারি দেশের লাগি হাসি মুখে মরতে
কান নিয়েছে চিলে বলে চিলের পিছে ছুটতে
আমরা পারি কিশোরিটার মানটা আবার লুটতে।

আমরা পারি চোরকে পুলিশ, পুলিশকে চোর ডাকতে
অপরাধির চিত্র আবার নেতার মতো আঁকতে
রাজাকারের গাড়ির মাঝে দেশ পতাকা তুলতে
আমরা পারি একাত্তরের দিনটা সহজ ভুলতে।

সামনে পারি তালি দিতে পিছেতে বাঁশ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

পরবাসির পুঁথি

লিখেছেন লুৎফুরমুকুল, ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:২১

পরবাসির পুঁথি
লুৎফুর রহমান
শুনেন শুনেন পরবাসি শুনেন দিয়া মন
পরবাসিদের কথা এখন করিবো বর্ণন
আমরা প্রবাস থাকি
আমরা প্রবাস থাকি স্বপ্ন আঁকি বুকের মাঝে তাই
মা মাটি দেশ থাকুক সুখে এটা কেবল চাই
হলাম দেশান্তরি
হলাম দেশান্তরি দেশের লাগি দেশটা থাকে বুকে
সাত সাগরের ওপারে চাই দেশটা থাকুক সুখে
আমরা সকলজনে
আমরা সকলজনে মনে মনে এই কথাটা ভাবী
সুখে থাকুক মা... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     like!

ছড়া

লিখেছেন লুৎফুরমুকুল, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

ছড়া
লুৎফুর রহমান

ছড়া
আবার এসে পড়া।

পড়তে পড়তে
লড়তে লড়তে
চাই যে আমি
দাঁড়াই
তোর বিহনে
কোন পথে ক'
পা যে আমি
বাড়াই।

তুই আমাকে
শেখা
জোর করে হয়
লেখা। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০০৫১০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ