বাংলা ব্যান্ড ও আধুনিক গানের দুর্দান্ত সোনালি দিনগুলো ছিল ৮০-৯০ দশক । বিশেষ করে ৯০ দশকটা ছিল দুর্দান্ত যা কোনদিন ভুলে যাওয়া সম্ভব নয় । সেই ৯০ দশকে হিন্দি গানের জনপ্রিয়তাকে পেছনে ফেলে বাংলাদেশের তরুণরা দুর্দান্তভাবে শ্রোতাদের বাংলা গানে ফিরিয়েছিলেন । বাংলা অডিও ক্যাসেট কিনতে বাধ্য করেছিলেন । সেই সোনালি দিনগুলোতে আমরা যেমন পেয়েছিলাম বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু, জেমস,মাকসুদ, নকীব খান, আশিকুজ্জামান টুলু, টিপু, খালিদ, হাসান'দের তেমনি পেয়েছিলাম রানা, বাবু, সাইফ, হাসান চৌধুরী, মনসুর, ঝলক সহ হারিয়ে যাওয়া কিছু প্রতিভাবান তরুণ শিল্পীদের । যারা একটি বা দুটি অ্যালবাম দিয়েই সেই সময়ের আমার মতো শ্রোতাদের মনে ঠাই করে নিয়েছেন। আজ আপনাদের সেইসব শিল্পীদের দুর্দান্ত গানগুলো দিলাম ,পরবর্তীতে আমার গানের রেডিও বিজি২৪ এর ওয়েবসাইটে পুরো অ্যালবামগুলো দিবো ।
৯০ দশকের হারিয়ে যাওয়া প্রিয় কণ্ঠগুলোর মধ্যে রানা নামটি অন্যতম। যাকে আমরা পেয়েছিলাম 'ফেইথ' ব্যান্ড এর ভোকাল হিসেবে এবং স্টার, স্টারস ২, ঝড়, আমাদের ভালোবাসা সহ অল্প কয়েকটি জনপ্রিয় ব্যান্ড মিক্সড অ্যালবামে । রানার একটি মাত্র একক অডিও অ্যালবাম বের হয়েছিল। রানার একক ও ব্যান্ড মিক্সড অ্যালবাম থেকে কয়েকটি গান দিলাম - আকাশের কথা হলো - স্টারস ১
সন্ধ্যা আকাশের অচেনা - স্টারস ২
ওগো মেয়ে তুমি কি জানো - ঝড় (ব্যান্ড মিক্সড)
শহরের কোলাহল ফেলে এসেছি - একক অ্যালবাম
শোন মেয়ে কিছু কথা আছে - একক অ্যালবাম
৯০ দশকে 'অডিসি' নামে একটি দুর্দান্ত ব্যান্ড ছিল যারা প্রথম অ্যালবামেই আমাদের মন কেড়েছিল । সেই ব্যান্ড এর ভোকাল ছিল বাবু। যার একটি একক অ্যালবাম বের হয়েছিল । সেই অ্যালবামটি বাজারে সেই সময়ে দারুন সাড়া ফেলেছিল । শহরের শ্রোতা পেরিয়ে গ্রামগঞ্জে অনবরত সেই অ্যালবাম এর গান শোনা যেতো । সেই সময়ে এমন কোন বাড়ী খুঁজে আমি পাইনি যেখানে বাবুর অ্যালবামটি ছিল না । সেই অ্যালবাম এর দুটি গান দিলাম - তুমি আমার আশা - বাবু (একক)
তুমি শুধু তুমি নও - বাবু (একক)
৯০ দশকে আধুনিক গানে হাসান চৌধুরী নামে একজন দারুন শিল্পী এসেছিলেন যার ৩ টি একক অ্যালবাম বের হয়েছিল । সেই হাসান চৌধুরীর ২ টি গান দিলাম - দিনগুলো কাটছিল - হাসান চৌধুরী ( একক ২)
দেখো তারার চোখে- হাসান চৌধুরী ও দিলরুবা খান (একক ২)
আইয়ুব বাচ্চু'র সুর ও সঙ্গীতে জনপ্রিয় মিক্সড অ্যালবাম 'তারা ভরা রাতে' আমরা ঝলক নামের একটি কণ্ঠ প্রথম শুনেছিলাম যিনি প্রথম গান দিয়েই নিজের প্রতিভার প্রমান রেখেছিলেন । এরপর আইয়ুব বাচ্চুর সুরে ঝলকের ২ টি একক অ্যালবাম ও মিক্সড 'তুমিহীনা সারাবেলা' ও 'রাজকুমারী ' অ্যালবাম বের হয়েছিল । আজ ঝলকের ব্যান্ড মিক্সড অ্যালবাম থেকে তিনটি গান দিলাম - নদীর জল ছুঁয়ে- তুমিহীনা সারাবেলা
দূরে কোথাও হারাবার - তারা ভরা রাতে
ভুল করে পথ ভুলে - রাজকুমারী
৯০ দশকের শ্রোতাদের কাছে সাইফ একটি প্রিয় নাম যিনি তাঁর প্রথম অ্যালবাম 'কখনও জানতে চেয়ো না'' দিয়ে শ্রোতাদের পছন্দের তালিকায় নাম লিখিয়েছিলেন । সাইফের অ্যালবামের বেশিরভাগ গানের কথা ও সুর ছিল সাইফের নিজের। এরপর সাইফের আরও দুটি একক অ্যালবাম সহ বেশ কয়েকটি মিক্সড অ্যালবাম বের হয়েছিল । আজ সেই সাইফের তিনটি একক অ্যালবাম থেকে ৩ টি গান দিলাম - কখনও জানতে চেয়ো না - সাইফ
পিছু ডাকার মানে নেই - সাইফ
বলো না বিদায় - সাইফ
সর্বশেষ যে শিল্পীটির কথা বলবো তাঁর নাম মনসুর। মনসুর'কে ৯০ দশকের অনেক স্রোতাও হয়তো ভুলে গেছেন বা তাঁর গান শুনেনি। কারন মনসুর খুবই অল্প সময়ের জন্য এসেছিলেন মাত্র একটি একক অ্যালবাম দিয়ে। সেই অ্যালবামটির সুর ও সঙ্গীত ছিল আইয়ুব বাচ্চু'র । সেই সময়ে শহরের শ্রোতারা ছাড়া মনসুর'কে তেমন কেউ জানতে পারেনি । একমাত্র যারা মনসুরের সেই অ্যালবামটি শুনেছিলেন তারাই কেবল আজো মনসুরকে মনে রেখেছেন । মনসুরের সেই একমাত্র অ্যালবামটি থেকে মাত্র ৪ টি গান দিয়ে আজকের পোস্ট এখানেই শেষ করছি । আশা করি পোস্টটি সবার ভালো লাগবে। ভালো থাকবেন এবং বাংলাদেশের গান বেশি করে শুনবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি।
ভালোবাসা ডাক দিয়ে যায়
মন তার চোরাবালি
ফিরে এসো তুমি আমার জীবনে
বন্ধু তোমার চিঠি
বাংলাদেশের হারিয়ে যাওয়া গান শুনতে ও সংগ্রহ করতে চাইলে নিচের লিঙ্ক দুটিতে ক্লিক করুন - রেডিও বিজি২৪
আশিক মিউজিক