উৎসর্গ ঃ ৯০ দশকের বাংলা ব্যান্ড ও আধুনিক গানের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার প্রিয় লতিফুল ইসলাম শিবলী ভাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই লিখাটি উৎসর্গ করলাম ।

বাংলাদেশের জনপ্রিয় দুই জীবন্ত কিংবদন্তী গীতিকার লতিফুল ইসলাম শিবলী ভাই ও আইয়ুব বাচ্চু ভাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে ‘রাজকুমারী - টুটুল, বিপ্লব, পলাশ, আগুন, ঝলক, পিয়াস ’ অ্যালবামটি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এবং পুরনো শ্রোতাদের মনের তৃষ্ণা মেটাতে বাংলা গানের সর্ববৃহৎ সংগ্রহশালা www.radiobg24.com আজই অ্যালবামটি প্রকাশ করলো অনলাইনে ।

আনন্দধারা ঃ বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ‘মিক্সড ব্যান্ড’ অ্যালবাম এর মধ্য ‘আনন্দধারা’ অ্যালবামটি অন্যতম জনপ্রিয় অ্যালবাম। বিশেষ করে এই অ্যালবাম এর হাসান এর ‘ সেই সে বালুকা বেলায়’ গানটির জন্য আপনাকে এই অ্যালবামটির নাম মনে রাখতেই হবে। অডিও ক্যাসেট প্রযোজনা সংস্থা ‘জীল প্রোডাক্টস’ এর ১৯৯৮ সালের ঈদের অ্যালবাম গুলোর মধ্য অন্যতম ব্যবসাসফল অ্যালবাম ছিল এই ‘আনন্দধারা’ অ্যালবামটি। বাংলাদেশের প্রথম ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘স্টারস ১’ এর সঙ্গীত পরিচালক , ‘আর্ক’ ব্যান্ড এর প্রতিষ্ঠাতা, দলনেতা প্রিয় আশিকুজ্জামান টুলুর সুর ও সঙ্গীত এবং সার্বিক তত্ত্বাবধানে তৈরি হয় ‘আনন্দধারা’। অ্যালবাম এর শিল্পীরা ছিলেন ঃ মাকসুদ, হামিন আহমেদ , পার্থ, খালিদ, টিপু, হাসান ও স্বয়ং আশিকুজ্জামান টুলু। উল্লেখ্য যে জনপ্রিয় ‘মাইলস’ এর হামিন আহমেদ এর এটাই প্রথম কোন মিক্সড অ্যালবাম এ প্রথম কাজ। ‘আনন্দধারা’ অ্যালবাম এর গানগুলোর কথা ছিল সবগুলোই ব্যতিক্রম ও খুবই সুন্দর । কারণ এই অ্যালবাম এর গীতিকার ছিলেন লতিফুল ইসলাম শিবলি, নুরুল ইসলাম, সাইফ ও আসিফ ইকবাল এর মতো প্রতিভাবান ও সেরা গীতিকাররা। অ্যালবাম এর গানগুলো ছিল ‘এ’ সাইডে - লুকানো আকাশ (মাকসুদ) , মনের আকাশ (পার্থ) , সেই সে বালুকা বেলায় , একা গাংচিল (হামিন আহমেদ), কাল সারারাত (খালিদ) ও কিছু কথা কিছু স্মৃতি (টুলূ) ।
‘বি ‘ সাইড এর গানগুলো ছিল - সারারাত সারাদিন ( হামিন আহমেদ ), হৃদয় আগুনে (টুলূ), কৈশোরের উচ্ছল দিনগুলো (টিপু) , আমার চাওয়ার কিছু নাই ( খালিদ), প্রতিটি ভোর (হাসান) ও কোকিলা (মাকসুদ)।
আশিকুজ্জামান টুলুর পরিশীলিত ও শ্রুতিমধুর সুর গানগুলোকে অসাধারণ করে তুলে। আমার সমবয়সী বাংলা গানের শ্রোতারা আজো ‘আনন্দধারা’ অ্যালবামটির কথা ভুলতে পারিনি । আমাদের বর্তমানের বাংলা গানের সঙ্গীত পরিচালকদের ‘আনন্দধারা’ অ্যালবামটি থেকে ভালো কাজ করার শিক্ষা নেয়া উচিত।
এই 'আনন্দধারা' অ্যালবামটি বাংলা গানের যে কোন ওয়েবসাইটগুলোর মধ্য আজই প্রথম প্রকাশ করা হলো নতুন প্রজন্মকে আমাদের সোনালি দিনের গান সম্পর্কে ধারনা দেয়ার জন্য । আশিকুজ্জামান টুলু'র সুর ও সঙ্গীতে ' আনন্দধারা '
তারকামেলা -

আজ আরও একটি অসাধারন ব্যান্ড মিক্সড অ্যালবাম প্রকাশ করা হলো যার নাম 'তারকামেলা' । এই অ্যালবামই রয়েছে আইয়ুব বাচ্চুর অসাধারন ও বহুল জনপ্রিয় 'সে তোমার জানার কথা নয়' গানটি যা এই বছরের মাঝামাঝি সময়ে অনলাইনে প্রকাশ করে ফেইসবুকে দারুন ঝড় তুলেছিল 'Radio bg24' । আজ সেই অ্যালবামটি Radio bg24 বাংলা গানের ওয়েবসাইটগুলোর মধ্য সর্বপ্রথম সম্পূর্ণ প্রকাশ করলো । শুনে দেখুন আমাদের সেই ৯০এর দুর্দান্ত অ্যালবামগুলোর গান ।
ব্যান্ড মিক্সড 'তারকামেলা'
হারিয়ে যাওয়া বাংলা গান প্রচার ও সংরক্ষন এর চেষ্টায় একটি www.radiobg24.com এর নিবেদন ।
বাংলার গান বিশ্বে
হবে একদিন শীর্ষে