উল্লেখ্য যে জনপ্রিয় গীতিকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ এর ক্যারিয়ার শুরু করেন 'দা ব্লুজ' (যা আগামিতে পাবেন) ব্যান্ড এর মাধ্যমে একজন গিটারিস্ট ও ভোকাল হিসেবে। এরপর 'তিনি ফ্রম ওয়েস্ট' ব্যান্ড গঠন করেন । ফ্রম ওয়েস্ট ব্যান্ড এর একটি মাত্র অ্যালবাম 'সে কেমন মেয়ে' প্রকাশিত হয় ১৯৯২ সালে। যা সেই সময় ব্যান্ড পাগল তরুন্দের মধ্য আলোচিত ও জনপ্রিয় অ্যালবাম হিসেবে পরিচিতি পায়। এই অ্যালবামেই রয়েছে 'বেলা শেষে ১' 'কলেজ জীবন' এই বুকেতে ' রাজাকার আলবদর ' 'পথে যেতে ' সে কেমন মেয়ে' গানগুলো সহ একাধিক জনপ্রিয় গান । অ্যালবামটি আজই অনলাইনে সর্বপ্রথম বাংলাগানের শ্রোতাদের জন্য প্রকাশ করেছে http://www.radiobg24.com যা ছিল বর্তমান প্রজন্মের কাছে একেবারেই অজানা ও

অচেনাএকাকী একজন - টিপু - আপনাদের জন্য RaDiO bg24 আরও নিয়ে এলো প্রিয় ব্যান্ড 'অবসকিউর' এর সুপার কণ্ঠ টিপু'র প্রথম একক অ্যালবাম 'একাকী একজন ' যা ছিল বর্তমান প্রজন্মের কাছে অজানা ও না শোনা অ্যালবাম । এমন শ্রুতিমধুর একটি অ্যালবাম শ্রোতারা শোনা থেকে বঞ্চিত ছিলেন যা খুবই দুঃখজনক । এসব অ্যালবাম বাজারে না থাকার কারনে বর্তমান এর অডিও বাজার 'ডিস্কো বান্দর' দের দখলে চলে যায়। অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান 'মূর্ছনা' অডিও ব্যবসা গুটিয়ে নিয়েছে অনেক আগেই । ফলে এই অ্যালবামটি বাজারে আবার পাওয়ার কোন সম্ভাবনা ছিল না। সেই অপূর্ণতা দূর করে দিলো রেডিও বিজি২৪ ।
তন্বী তরুণী - ইভস ৯০ দশকের 'বন্যরা বনে রয় ' খ্যাত জনপ্রিয় ব্যান্ড ইভস এর ২য় অ্যালবাম তন্বী তরুণী আজ আবার শ্রোতাদের মাঝে ফিরে এলো দুই দশক পর। ইভস এর এই জনপ্রিয় অ্যালবামটি বাজার থেকে হারিয়ে গিয়েছিল সেই ৯০ দশকেই । কিন্তু সব দুর্লভ এর যাদুঘর ও বাংলা গানের সেরা সংগ্রহশালা 'রেডিও বিজি২৪' সেই দুর্লভ কে আজ করে দিলো সুলভ । এখনই অ্যালবামটি সংগ্রহ করুন আর গেয়ে উঠুন বাংলাদেশের গান ।
সবগুলো অ্যালবাম সংগ্রহ করতে রেজিস্ট্রেশন করুন - www.radiobg24.com এ
বাংলাদেশের হারানো গান বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ও সংরক্ষন করার প্রচেষ্টায় একটি Radio bg24 এর নিবেদন