
বাংলা গানের সকল বন্ধুদের জন্য অনলাইনে সর্বপ্রথম নিয়ে এলাম বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় ব্যান্ড 'ফিডব্যাক' এর সর্বপ্রথম প্রকাশিত অডিও অ্যালবাম যা প্রায় ৩ দশক ছিল সবার আড়ালে । যে অ্যালবামটি সম্পর্কে বর্তমান প্রজন্ম জানতো না এবং ৮০র ও ৯০'র প্রজন্মের কাছে এক সোনালি স্মৃতি ।
'ফিডব্যাক ভলিউম ১' হচ্ছে ৮০র দশকে মাকসুদ বিহীন প্রথম অ্যালবাম । যখন 'ফিডব্যাক' এর তুমুল জনপ্রিয় ভোকাল মাকসুদ ব্যান্ডে যোগ দেননি । তখন 'ফিডব্যাক' এর প্রধান ভোকাল হিসেবে ছিলেন রুমেল । এই অ্যালবামটি ১৯৮৬ সালের দিকে বের হয়। এই অ্যালবাম প্রকাশের পর পরেই দলে যোগ দেন 'ফিডব্যাক' এর সবচেয়ে জনপ্রিয় ভোকাল মাকসুদুল হক । যার পরের ইতিহাস সবারই জানা । যিনি হয়ে উঠেছিলেন 'ফিডব্যাক' ও বাংলা ব্যান্ড সংগীতের প্রান পুরুষদের একজন ।
ফিডব্যাক ভলিউম ১ (১৯৮৬)

আমার আছে অন্ধকার ঃ ৯০ দশকে বাংলা গানের সেরা প্রাপ্তি , বহু অসাধারন কথার অসাধারন গান এর কণ্ঠ জুয়েল (হাসান আবিদুর রেজা) এর ৩য় একক অ্যালবাম 'আমার আছে অন্ধকার' । এই অ্যালবামটিও বর্তমান প্রজন্মের শ্রোতাদের শোনার সৌভাগ্য হয়নি ,কারন অ্যালবামটির সব কপি বিক্রি হয়ে যায় সেই ৯০ এর শেষ দিকে। যার ফলে অ্যালবামটি কোন ওয়েবসাইট প্রকাশ করতে পারেনি । 'আমার আছে অন্ধকার' অ্যালবাম এর মধ্য দিয়ে আইয়ুব বাচ্চু ও জুয়েল জুটি একটানা তিনটি ব্যবসাসফল ও অসাধারন অ্যালবাম দিয়ে শ্রোতাদের মন জয় করে নেন। অ্যালবামটির প্রযোজনা সংস্থা ছিল 'মার্স' যারা আজ আর নতুন করে কোন শিল্পসম্মত ও মানসম্মত অ্যালবাম বের করেনা । অডিও ব্যবসা থেকে সরে যাওয়ায় শ্রোতারা মানসম্পন্ন অ্যালবাম পাওয়া থেকে বঞ্চিত হয়েছে ।
নিয়ে নিন প্রিয় জুয়েল এর অসাধারন একটি অ্যালবাম -
আমার আছে অন্ধকার - জুয়েল (১৯৯৪)
রেজিস্ট্রেশন করে এমন আরও দুর্দান্ত সব অ্যালবাম সংগ্রহ করতে লগিন করুন - www.radiobg24.com এ ।
একটি Radio bg24 এর পরিবেশনা ।