শীর্ণ দু’টি পায়ে দাঁড়াবার
এতো শক্তি ছিলো ? আজব কারবার !
খাদ্যের চিন্তায় ভরা
যন্ত্রনায় নুয়ে পড়া
আমার মাথায়
এতোটা চাপানো যায় !
জানতে পেতাম না কোনোদিন
যদি তাঁরা (আজকাল যাদের সুদিন)
দয়া করে তাঁদের বেবাক দায়
বেসরকারী আমার মাথায়
একে একে না চাপিয়ে নিজেরা বইতেন
সব জ্বালা নিজেরা সইতেন।
বেবাক আকাম
জানের মায়ায় মুখ বুঁজে সই অবিরাম।
আমি এই জনতার একজন,
গাধার খাটুনি খাটি সবার মতোন।
গাধার মতোই
হেঁটে চলি, নেই হৈ চৈ।
তবে একটি কথা,
প্রভুরা, সমঝে চলুন।
হাড্ডিসার পা দু’খানা বড়ো শক্ত, কি করি বলুন ?
নিজেই জানি না, কখন কি হয় ?
হোক ঠান্ডা, মেজাজ তো তাই বড়ো ভয় !