সাতু মালয়েশিয়া - ১২ ( শেষ )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আগের পর্ব -
Click This Link
সময় গেলো ঘোড়ায় চেপে
ড. এলেন মারের কঠিন কঠিন ক্লাসের ভেতর দিয়ে শেষ সপ্তাহটা দ্রুত শেষ হয়ে গেলো। বুকিত বিনাতাংয়ে ঘুরে, উইণ্ডো শপিং করে আর হানিফা মাইডিন করে কেটেছে সন্ধ্যাগুলো। শুক্রবারে আবার জুম্মা পড়তে গেলাম কে এল সি সি সংলগ্ন মসজিদ আস সায়াকিরিন-এ। সেদিনও আমার পাশে বসলেন এক মালয়ী। বসার পর সালাম দিয়ে হাত মিলালেন। মালয়ীদের বন্ধূ বাৎসল্যের সরল প্রকাশ।
মসজিদ আস সায়াকিরিন-এ নামাজীদের ঢল
সত্যচারীর সাথে আরেক সন্ধ্যা
চলে আসার আগের দিন সত্যচারী সপরিবারে সবান্ধবে এলেন। মাহবুব সাহেবের সাথে আরেকজন এলেন এবার। ড্রাইভিং সিটে সত্যচারী, পাশে ভাবী সাহেবা। পেছনে আমি আর তার দুই বন্ধু। ঘুরে বেড়ালাম শহরে। তারপর শহর থেকে দূরে চললো গাড়ী। একটা ট্রাফিক সিগনালে দাঁড়ালাম। অপর পাশে দেখি সিগনালে দাঁড়ানো প্রধানমন্ত্রী নাজীব তুন রাজাকের গাড়ী বহর ! অবাক হয়ে দেখলাম দেশের প্রধানমন্ত্রী সিগনালে অপেক্ষা করছেন। কয়েক সপ্তাহ আগের হঠাৎ আন্দোলনের পর প্রধানমন্ত্রী অফিস শেষে প্রতিদিন জনসাধারণের কাছে ছুটে যাচ্ছেন। বাজারে গিয়ে, পথে পথে থেমে মানুষের সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী। জানতে চাচ্ছেন মানুষের চাহিদা। ব্যাখ্যা করছেন নিজেদের অবস্থান। টিভি পত্রপত্রিকায় সেসব দেখেছি। দেখলাম তিনি আবার চলেছেন জনতার কথা শুনতে।
সত্যচারী একটা পার্ক দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু গিয়ে দেখি সন্ধ্যায় সেটা বন্ধ হয়ে গেছে। তারপর ফিরে এসে বসলাম এক থাই রেস্তোরাঁয় খাবার জন্য। ভিন্নধর্মী সব খাবারের অর্ডার দিলেন। ভাবী হলেন মূল পছন্দকারী। আমি খাবারের বেলায় নিতান্তই দেশী প্রকৃতির। তাই বেছে বেছে কিছু খেলাম। স্যুপটা বেশ লাগলো।
খেতে খেতে কথা হলো দেশ নিয়ে। প্রবাসীরা দেখেছি সব সময় দেশ নিয়ে ভাবেন। কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ভাবনায় আচ্ছন্ন থাকেন। যদিও আমরা একদম মনে রাখি না এই সব প্রবাসীর মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনীতির প্রানভোমরা।
খাবার পর হোটেলের কাছে নামিয়ে দিয়ে গেলেন সত্যচারী। সবার কাছে বিদায় নিয়ে ফিরে এলাম হোটেলে। জানি না আবার কবে দেখা হবে তাদের সাথে।
সনদ বিতরন ও ডিনার
জে ডাব্লিউ ম্যারিয়টে হলো সনদ বিতরন ও বিদায়ী ডিনার। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় শেষ হলো সব। কানাডিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জর্জ সাদারল্যাণ্ড সস্ত্রীক ছিলেন। আর ছিলেন ড. মারে। ডিনার নিয়ে নতুন কিছু বলার নেই। বিদেশী খাবারের প্রতি বিশেষ অনুরাগ নেই বলে তেমন ভালো লাগনো না সেটা। স্যুপ আর ডেজার্টই ভরসা। সবার তাড়া ছিলো রাতই আমাদের ফিরতি ফ্লাইট বলে।
বিদায় কে এল
হোটেলে ফিরে দ্রুত তৈরী হয়ে চেক আউট সারলাম। দুটো মাইক্রোতে চড়ে ছুটলাম কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে। আলো ঝলমল শহর ছেড়ে রাত বারোটার কিছু পরে পৌঁছে গেলাম সেখানে। ফ্লাইট রাত পৌনে তিনটায়। আমার চেক ইন হয়ে গেলো সহজেই। লাগেজ ওয়েট সীমার মধ্যেই ছিলাম। সঙ্গীদের অনেকেই প্রচুর শপিং করেছেন। হৈ চৈ করে টেনশান আর আনন্দে মিলে সবার চেক ইন শেষ হলো। নিরাপত্তা গণ্ডি পার হয়ে শেষ মাথায় গিয়ে বসে থাকলাম বিমানের জন্য।
দেশের মাটিতে প্রত্যাবর্তন
আধ ঘন্টা লেটে বিমান ছাড়লো। ঝকঝকে বিমান। যাত্রী কানায় কানায় ভরা। প্রচুর ভারতীয় আর নেপালী যাত্রী পেলাম। বিমান ওড়ার আগে শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টির ভেতরই বিমান ডানা মেললো মেঘ ফুঁড়ে। প্রায় সারা পথেই ঝাঁকি খেতে এলাম। কক্সেজবাজারের কাছাকাছি কোথাও এসে প্রবল ঝাঁকুনি শুরু হলো। খুব দ্রুত কয়েক হাজার ফুট নেমে এলেন পাইলট। তারপর স্বাভাবিক হলো সব। ভয় পেয়ে গিয়েছিলাম। মহিলা আর শিশুদের কেউ কেউ কেঁদে উঠলেন ভয়ে।
ভোর পৌনে ছটায় নামলাম ঢাকায়। আমার পাশে ছিলেন নারায়নগঞ্জের এক প্রবাসী। সাড়ে তিন বছর পর দেশে ফিরছেন। কেবিন ক্রু যখন বললেন, আমরা আর কিছু ক্ষণের মধ্যে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করতে যাচ্ছি। শুনে তিনি চমকে উঠে বললেন, এই বিমানবন্দর কোথায় ? এটা কি নতুন হয়েছে ? আমি বললাম, ঘাবড়ানোর কিছু নেই। এটার নাম আগে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর ছিলো। শুনে আশ্বস্ত হয়ে চুপ করে গেলেন।
বিমান বন্দরের আনুষ্ঠাকিতা সেরে সকাল সাড়ে সাতটায় ফিরলাম বাসায়। ঘরের ছেলে ঘরে ফিরলাম। সারা মনে শিশ দিয়ে উঠলো স্বস্তি- হোম, সুইট হোম।
(শেষ)
কৃতজ্ঞতা স্বীকার- ব্লগার সত্যচারী ও ভাবীর জন্য কৃতজ্ঞতা। কারণ তারা আমাকে অনেক সময় দিয়েছেন। রাতের পুত্রাজায়া ঘুরিয়েছেন। দারুন দারুন ভোজন করিয়েছেন।
সত্যচারীর বন্ধু মাহবুব সাহেবকে কৃতজ্ঞতা জানাই এবারের ভ্রমনকথার শিরোনামটির জন্য। কি নামে লিখবো এ নিয়ে পড়া ভাবনা দূর করেছেন ''সাতু মালয়েশিয়া'' শিরোনামটি দিয়ে।
সর্বত্রই সাতু (ওয়ান ) মালয়েশিয়ার চিহ্ণ
সর্বশেষ কৃতজ্ঞতা আমার এই ভ্রমনকথার পাঠকদের জানাই। তাঁদের নিরন্তর উৎসাহে শেষ করতে পারলাম এই ক্ষুদ্র ভ্রমনকথা।
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
৩০ জন ব্লগারের ভাবনাচিন্তা থেকে আপনি জাতির বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে কি বার্তা পাচ্ছেন?
ব্লগে এখন গড়ে ৩০ জন ব্লগার উপস্হিত থাকেন, লেখেন, পড়েন, মন্তব্য করেন; এদের এসব ভাবনাচিন্তা থেকে দেশের অবস্হা কি সঠিকভাবে বুঝা যাচ্ছে?
জুলাই আন্দোলনের শুরু থেকে ব্লগারেরা মোটামুটি... ...বাকিটুকু পড়ুন
বর্তমান সরকারের দায়িত্বশীল মানুষজন কি ' হাসিনা সিন্ড্রোমে 'ভুগছেন ?
আপনি কি ধরণের কথা বলেন তার উপর আপনার ব্যক্তিত্ব অনেকটাই নির্ভর করে। পরিস্থিতি বুঝে কথা না বললে শ্রোতার মধ্যে বিরক্তি দেখা দেয়। আর... ...বাকিটুকু পড়ুন
যেখানে যাহারে জড়াইয়া ধরেছি- তারই কপাল পুড়েছে......
ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে ফটোসেশন করে গণতান্ত্রিক বিশ্বের বৃটেনের ঋষি সুনাক ও আমেরিকার জো বাইডেন ডুবে যাবার পর ক্যানাডার জাস্টিন ট্রুডো লেটেস্ট ভিকটিম। পুতিনের সাথে ছবি তুলে টিউলিপ যায়যায় অবস্থা।... ...বাকিটুকু পড়ুন
বই মলাট দেওয়ার সেই সময়গুলো ....
ছবি কার্টেসী Atick Arts
আজকে ফেসবুকে উপরের ছবিটা চোখে পড়ল আজকে। পুরোনো সেই দিনের কথা মনে পড়ে গেল। আগে আমাদের নতুন বছর শুরু হত ঠিক এই ভাবেই। স্কুল থেকে... ...বাকিটুকু পড়ুন
বিশ্বের উন্নত দেশগুলোতে ডানপন্হীরা ক্ষমতা দখল করেছে এবং আরো করবে!
বিশ্বব্যাপি ট্রাম্প সিন্ড্রোম দেখা দিয়েছে: আমেরিকা, ইতালী, ফ্রান্স, জার্মানী, দ: কোরিয়া ও পুরো ইউরোপে ডানপন্হীরা ক্ষমতা দখল করেছে, কিংবা করবে। শুধুমাত্র ভারত ভালো দিকে যাচ্ছে ক্রমশ, মোদীর দল... ...বাকিটুকু পড়ুন