somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খায়রুল আহসান
একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

আমার কথা - ১৭

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমার কথা - ১৬" পড়তে হলে এখানে ক্লিক করুনঃ আমার কথা - ১৬

তৃতীয় এ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এ কাইয়ুম মালিক, আর্টিলারীঃ
ক্যাপ্টেন আনোয়ার আমাদের কলেজের এ্যাডজুট্যান্ট থাকা অবস্থাতেই মেজর পদবীতে উন্নীত হয়েছিলেন। পদোন্নতির পর তাঁর বদলির আদেশ আসে। আর্টিলারী কোর এর আরেক ক্যাপ্টেন এ, কাইয়ুম মালিক তাঁর স্থলাভিষিক্ত হন। নতুন এ্যাডজুট্যান্ট দেখতে খুব ইয়ং লুকিং ও সুদর্শন ছিলেন, নম্রতা ভব্যতার দিকেও একটু এগিয়েই ছিলেন বলতে হয়। পাঠান কাইয়ুম মালিকের তুলনায় আমার মনে হয় বাঙালী ক্যাপ্টেন আনোয়ার একটু বেশী রাফ এ্যান্ড টাফ ছিলেন হয়তো এ কারণে যে তিনি আমাদের সিনিয়র ভাইদেরকে কাকুলস্থ পাকিস্তান মিলিটারী একাডেমীর কঠোর প্রশিক্ষণ পরিবেশের সাথে এখান থেকেই কিছুটা ধাতস্থ করে তুলতে চেয়েছিলেন। যাই হোক, ক্যাপ্টেন কাইয়ুম মালিক তার সুআচরণ আর খেলাধূলার প্রতি অতি উৎসাহের কারণে ক্যাডেটদের মাঝে, বিশেষ করে সিনিয়র ভাইদের মাঝে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠতে লাগলেন। গেমস পিরিয়ডে তিনি নিয়মিতভাবে ক্যাডেটদের সাথে খেলাধূলায় অংশ নিতেন। কোন আন্তঃ ক্যাডেট কলেজ প্রতিযোগিতা সামনে থাকলে তিনি গেমস পিরিয়ডের পরেও অতিরিক্ত সময় ধরে প্রশিক্ষণের জন্য নির্বাচিত দলের সাথে খেলে প্রশিক্ষণ দিতেন। তিনি নিজে খুব ভাল হকি খেলতেন, অন্যান্য খেলাতেও পারদর্শী ছিলেন।

তিনি বেশ সংস্কৃতিমনাও ছিলেন, মোটামুটি ভালো গানও গাইতে পারতেন। তখনকার দিনে একটি তুমুল জনপ্রিয় উর্দু গান ছিলো, “যাব কয়ি পেয়ারসে বুলায়েগা, তুমকো এক শাকসি ইয়াদ আয়েগা…”। গানটি ছিলো ‘জিন্দেগী কিতনি হাসিন হ্যায়’ সিনেমার, গজল সম্রাট মেহেদী হাসানের কন্ঠে গীত। সেই গানটির মাঝখানে একটা লাইন ছিলো, “যাব কয়ি সিতারা টিমটিমায়েগা, তুমকো এক শাকসি ইয়াদ আয়েগা…।” তিনি এই গানটি খুবই দরদ দিয়ে গাইতেন। তার সময়ে আমাদের হকি টীম সম্ভবতঃ রাজশাহীতে (অথবা ফৌজদারহাটে) গিয়েছিলো আন্তঃ ক্যাডেট কলেজ প্রতিযোগিতায় অংশগ্রহন করতে। খেলা শেষে ফিরে আসার আগের রাতে মেজবান কলেজ এক প্রীতিভোজ আর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলো। সেই সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের এ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন কাইয়ুম মালিক “যাব কয়ি পেয়ারসে বুলায়েগা” গানটি গেয়ে আসর মাত করেছিলেন। শ্রোতাদের সারিতে তখন নাকি একজন সুদর্শনা রূপসী উপবিষ্ট ছিলেন। গানের মাঝে যখন ক্যাপ্টেন কাইয়ুম মালিক “যাব কয়ি সিতারা টিমটিমায়েগা” অংশটি গাইতেন, তখন নাকি তাঁর আর সেই রুপসীর চোখের তারাগুলো একসাথে মিটমিট করে জ্বলে উঠতো। আমিতো কখনো কোন কলেজ টীমে খেলিনি, তাই প্রশ্ন উঠতে পারে, আমি এতসব জানলাম কী করে? গর্বের সাথে বলতে চাই, তখন কলেজ হকি টীমে আমাদের ক্লাসের ওমর আহমেদ আদেল (ওয়াসিম নামে অধিক পরিচিত) সেই নবম শ্রেণী থেকেই দাপটের সাথে খেলতো। তার বাবা আলমগীর মোহাম্মদ আদেল আন্তর্জাতিক মানের হকি আম্পায়ার ছিলেন। তাছাড়া তিনি নিজেও ভালো হকি খেলতেন। সেই আদেল যখন প্রতিযোগিতা শেষে কলেজে ফিরে এসে আমাদের কাছে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করছিলো, তখন আমি মনযোগ দিয়ে তা শুনেছিলাম। এ ছাড়াও আরো অন্য সিনিয়র ভাইদের মুখেও আমি একথা শুনেছিলাম।

একদিন ডিনার শেষে আমরা কয়েকজন বন্ধু মিলে হাউসের সামনের রাস্তায় ইতস্ততঃ পায়চারী করছিলাম। রাতের আকাশে তখন চাঁদ ও মেঘের লুকোচুরি খেলা চলছিলো। মাঝে মাঝে বিজলীও চমকাচ্ছিলো। উল্লেখ্য যে তখনকার দিনে ডিনারের পরের সময়টুকু আমাদের জন্য ফ্রী টাইম ছিলো। যে যাকিছু নিজের পছন্দমত করতে পারতো। পায়চারী করতে করতে হঠাৎ দেখি ক্যাপ্টেন কাইয়ুম মালিকও রাস্তায়। তিনি সেই চমৎকার আবহাওয়াটা উপভোগ করতে রাস্তায় বেরিয়েছিলেন। পোষাকে আশাকে তিনি সবসময় বেশ পরিপাটি থাকতেন। সেই রাতের বেলায় পায়চারী করতেও তিনি খুব ওয়েল ড্রেসড হয়ে বের হয়েছিলেন। আমাদেরকে দেখে কাছে ডেকে নিলেন। অনেক ইনফরমালভাবে আমাদের অনেক ব্যক্তিগত তথ্যও জেনে নিলেন। আমাদের মধ্যে কেউ গান জানি কিনা জিজ্ঞেস করলেন। উত্তর নেতিবাচক হওয়াতে মৃদু ভর্ৎসনাও করলেন। এমন রোমান্টিক আবহাওয়া পেলে বোবার কন্ঠেও সঙ্গীত বেজে ওঠে বলে তিনি জানালেন। আমাদের মধ্যে কেউ একজন তাঁর ফ্রেন্ডলী মুডের সুযোগ নিয়ে তাঁকে অনুরোধ করে বসলো একটা গান শোনানোর জন্য। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, তিনি সেই রাতে রাস্তার একটু পাশে সরে গিয়ে ফুটবল মাঠের কোণে দাঁড়িয়ে খালি গলায় শুরু করলেন সেই গান, “যাব কয়ি পেয়ারসে বুলায়েগা, তুমকো এক শাকসি ইয়াদ আয়েগা…”। তিনি যখন আকাশের দিকে তাকিয়ে এই গানটি করছিলেন, তখন আমার মনে হয়েছিলো, আকাশের বুকে তিনি পাকিস্তানে রেখে আসা তাঁর কোন প্রিয়জনের মুখ খুঁজছিলেন।

এই ভদ্রলোকটিরও যে মেজাজ আছে, তা আমরা টের পেলাম কিছুদিন পরেই। আমাদের হাউস (ফ হ) থেকে ক্লাসরুমগুলোতে যাবার পথে মেইন কম্পলেক্সে ঢুকেই হাতের বামে যে সিঁড়িটা ছিলো, সেটার সাদা দেয়ালে কে যেন লাল কালিতে (খুব সম্ভবতঃ ক্রেয়ন পেন্সিলে) লিখে রেখেছিলো মাত্র দুটো শব্দঃ Complete! Complete! মনে হয়, আগের দিন কলেজ অডিটোরিয়ামে বসে টিভি দেখে আসার সময় কেউ একজন ঐ কম্মটি করেছিলো। কে সেই উদাত্ত আহ্বানটুকু লিখে রেখেছিলো, তা আজ অবধি মনে হয় অনাবিষ্কৃতই রয়ে গেছে। কিন্তু যেই সেটা লিখে থাকুক না কেন, আজ পশ্চাৎদৃষ্টে মনে হয় সে এক মস্ত দার্শনিকই ছিলো বটে। ‘Complete! Complete!’ শব্দ দুটি দিয়ে লেখক কী কমপ্লিট করতে আহ্বান জানিয়েছিলো, তা এক অজানা বিস্ময়ই রয়ে গেছে, তবে তা নিয়ে দিন দিনান্তে গবেষণার অন্ত ছিলনা। ক্যাপ্টেন কাইয়ুম মালিকও পুরো কলেজকে ফল ইন দিয়ে বারংবার জিজ্ঞেস করছিলেন, ‘Complete! Complete!’ বলতে কী বোঝানো হয়েছে, তবে তখন তাঁর এ প্রশ্নের উত্তর দেওয়ার মত কেউ ছিলোনা। রেগে মেগে তিনি স্ল্যাং ব্যবহার শুরু করলেন, ইঙ্গিতপূর্ণ কিছু খারাপ কথাও বললেন, কিন্তু সবাই নিরুত্তর। এর পরে তিনি আমাদের গণশাস্তি দিয়েছিলেন, তবে তা মাত্রাতিরিক্ত ছিলনা বলেই আমার মনে হয়েছিলো।

গণশাস্তির সময়ে আমাদেরকে সেবারই প্রথম দৌড়াতে দৌড়াতে কলেজ গেটের বাইরে নিয়ে যাওয়া হয়েছিলো। পুরো কলেজ যখন মেইন রোডের উপর দিয়ে দৌড়াচ্ছিলো, তখন ঢাকা থেকে টাঙ্গাইলগামী জনৈক বিদেশী তার জীপগাড়ীটি থামিয়ে কী হচ্ছে তা কৌ্তুহলভরে জিজ্ঞেস করেছিলেন। তখন আমাদেরই ব্যাচমেট কাজী ইকবাল হোসেন ওরফে “চাল্লি”, যে তার ক্যাডেট নাম্বার “১৮৮” সংখ্যাটি দ্বারা অধিক পরিচিত ছিলো, দৌড়াতে দৌড়াতেই উত্তর দিয়েছিলো, ``We are being treated like animals''. ঐ পরিস্থিতিতে এরকম একটা স্বতঃস্ফূর্ত উত্তর দিতে পারাটা যুগপৎ স্মার্টনেস ও গাটস এর পরিচায়ক ছিলো। আমরা তার এই দুটো গুনের পরিচয় পেয়ে বিস্ময়ে অভিভূত হয়েছিলাম। তার আরও বিবিধ গুনাবলীর কথা পরের দিকের লেখাগুলোতেও উঠে আসবে বলে আশা করি। হাউসে ফিরে এসে আমাদের মধ্যে অনেকে তাদের প্যারেন্টস কে চিঠি লিখেছিলো তাঁরা যেন কলেজে এসে তাদেরকে বাড়ী ফিরিয়ে নেয়। আমার একজন রুমমেট অতিশয় আবেগ মেখে তার বাবাকে চিঠি লিখে জানালো, " We were made to run a long distance. Whosoever had slowed down, was whipped like a dog" - or words to that effect. বলাই বাহুল্য, কথাগুলো ছিলো অতিমাত্রায় অতিরঞ্জিত।

চলবে…


ঢাকা
০২ আগস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। জয়ের যত গাড়ি

লিখেছেন শাহ আজিজ, ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৪



জয়ের মালিকানাধীন ৮ বিলাসবহুল গাড়ির তালিকা । যার মধ্যে রয়েছে ম্যাকলারেন ৭২০এস (মূল্য ২ লাখ ৫০ হাজার ৫৭৮ ডলার), মার্সিডিজ বেঞ্জ এএমজি জিটি (মূল্য ১ লাখ ৯ হাজার... ...বাকিটুকু পড়ুন

শখের ফটোগ্রাফি, কিছু বাংলাদেশীর ইসলামবোধ

লিখেছেন আবদুর রব শরীফ, ১৪ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৬

এসব মানুষ দুই টাকা লাভের জন্য ইসলামকেও বিক্রী করে দিতে পিছপা হবে না।

দেখেন আরবি হরফ দিয়ে ঝালমুড়ির ঠোঙ্গা বানিয়েছে। সেই ঠোঙ্গা আরেকজন ঝালমুড়ি খাওয়ার পর এভাবে নর্দমায় ফেলে গেছে।

পরে সেই... ...বাকিটুকু পড়ুন

প্রস্তুত আছেনতো?

লিখেছেন জটিল ভাই, ১৪ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৫

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে)

মিডিয়া... ...বাকিটুকু পড়ুন

ভারত বা ইউরোপীয়ান পন্হী রাজনীতি নয়, ইসলামী পন্হীরা জয়ী হবে।

লিখেছেন জেনারেশন৭১, ১৪ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০



আমি ১ জন ব্লগারকে "জ্বীন ব্লগার" হিসেবে জানি; তিনি রাজনৈতিক পোষ্টও লেখেন; উনি আরবে চাকুরী করেন! গতকাল, উনার রাজনৈতিক পোষ্ট বের হয়েছে, সেটার সারমর্ম হলো: শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

এ লাঞ্চিয়ন এট ব্রুকলীন

লিখেছেন ঢাকার লোক, ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪২

গত নভেম্বরের শেষ সপ্তাহে ছিল থ্যাংক্স গিভিং, আমেরিকানদের বড় মাপের উৎসব, ফলে বেশির ভাগ অফিস আদালত বন্ধ। প্রচুর লোক এ ছুটিতে আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যান। আমিও গিয়েছিলাম, ছোট ছেলে থাকে... ...বাকিটুকু পড়ুন

×