বুকটা খালি পেলেই তুমি সেথায় মাথা রাখো,
হাত বুলোলে ঘুমের ভানে চুপটি মেরে থাকো।
কাঁধটা খালি পেলেই তুমি মাথা এলিয়ে দাও।
আমার গলা শুনেই তুমি কান্না থামিয়ে দাও।
এ বুকে তোমার অনন্ত অধিকার
এ কাঁধ তোমার মাথা এলাবার।
পদস্পর্শ করে যখন তুমি হাঁটু ধরে দাঁড়াও,
জানি আমি, তুমি ঠিক কোথায় উঠতে চাও!
'তোমায় হৃদমাঝারে রাখবো,
ছেড়ে দেব না।
তোমায় বক্ষমাঝে রাখবো,
ছেড়ে দেব না।'
হৃদমাঝারে থাকবে তুমি, আছি যতদিন।
বক্ষমাঝে থাকবে তুমি, জানিনা কতদিন।
ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০১৫
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬