প্রতীক্ষা
কি করো ?
কিছুনা।
কিছু না মানে ?
এইতো জানালার সামনে দাঁড়িয়ে আছি ।
এই অসময়ে জানালার সামনে কেন ? বুয়া চলে গেছে?
হ্যা কখন চলে গেছে ।
তো তুমি জানালার সামনে দাঁড়িয়ে আছো কেন বলতো ?
আর দশ মিনিট পড়েই যে থাই এর ফ্লাইট ল্যান্ড করবে ।
থাই এর ফ্লাইট ল্যন্ড করলো তো কি হলো ?
অনেক কিছু ......কারন
সে যে আমার ছেলের গায়ে লাগা বাতাসের ছোঁয়া নিয়ে আসবে ।
নয়নসুখা
সকালের তীব্র রোদে প্রতিদিন
ঘুম ভেঙ্গে যায়
মনে করি চিক দিয়ে ঢেকে দেব বারান্দাটুকু।
চিক কেনা হয়ে আর উঠে না ।
পাশের সবুজ জমির আঁচল ভরা কৃষ্ণচুড়া আর রাধাচুড়া ।
হলুদ কমলায় কাঁরচুপি কাজ দেখতে ভালোই লাগে ।
সাথে আছে ঝিরঝিরে কচি শ্যামল সবুজ পাতার
আমলকী গাছ। কেঁপে কেঁপে মাটিতে ছায়া ফেলছে।
মাধবীর ঝাড়ে দল বেধে পাখিদের কিচিমিচি,
কখনো বা কিছু ঝগরুটে শালিকের তীক্ষ কন্ঠ
ভেসে আসে বাতাসের ভেলায় ।
রুদ্র সেই তপনের তাপ উপেক্ষা করে,
দাড়িয়ে দেখি দামাল পাখির খেলা,
আর ঢেউ তুলে ওঠা সবুজের মেলা।
নয়ন সুখ বলা যায় যাকে।
আজ কদিন ধরে মহোৎসবে কাটা হলো সেই সব গাছ,
তৈরী হলো মজুরদের জন্য সার সার দেয়া টিন সেড।
বুঝলাম ফুরিয়ে এলো আমার চিকের প্রয়োজন ।
শুধু রোদই নয়, দৃষ্টি আর বাতাসেরও পথ রুদ্ধ করে,
চিক হয়ে আসছে কংকৃটের এক বহুতল ভবন।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২