ভোরের সমুদ্র থেকে ভেসে আসা সমুদ্রের শ্বাস।
ঝাউবনের আড়ালে গেয়ে ওঠা ভরত পাখির গান,
সুর্যের সোনা রোদে চঞ্চল পতঙ্গ রাশি ।
চুনী পান্না্র ঝলক দেখিয়ে ভেসেছে বাতাসে।
দূর নীল সাগরের জলটাকে মনে হচ্ছে
শান্ত নিস্তরঙ্গ একটু ঝাপসা,
ঠিক যেন গলে যাওয়া সীসার চাদরে আবৃত।
দৃষ্টি ছুঁয়ে গেল জল আর মাটি,
দুইই এক মিষ্টি ঘুমপাড়ানী নেশায় আচ্ছন্ন।
শ্যাওলা ঘাসের উপর ঝকমক করে উঠছে সোনালী রোদ।
পায়ের নীচে বালি ফিসফিসিয়ে কথা বলছে –
সেরা জাতের ময়দার মতই মিহি পরিস্কার,
যেন কোন হীরা-সন্ধানীর চালুনির ফাক দিয়ে
সবে গলে পরেছে সে-বালি ।
সেখানে দাঁড়িয়ে তুমি চেয়ে আছো বেদনার্ত
অথচ দীপ্ত এক দৃষ্টি নিয়ে ।
তোমার চোখের দ্বীপ্তিটুকু
গাল বেয়ে গড়িয়ে পড়লো।
নাকি ওটা শুধুই ঝরে পরা বৃষ্টির ফোটা ?
আহ কি এক নিরাশাময়, নিরানন্দ দিন,
বৈচিত্রহীন দীর্ঘ সন্ধ্যা পেরিয়ে রাত,
সোনালী সুর্য উঠবে কি আর কোনদিন
এ..খা...নে ......
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫